পশ্চিমবঙ্গের ঐতিহাসিক স্থান PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পশ্চিমবঙ্গের কতকগুলি উল্লেখযোগ্য স্থানের নাম
কলকাতা : এক সময়ে কলকাতা ভারতের রাজধানী ছিল। বর্তমানে এটি পশ্চিমবঙ্গের রাজধানী। আগে কলকাতার নাম ছিল কলিকাতা। বর্তমানে বিশ্বের অন্যতম ব্যস্ততম জনবহুল স্থান। এখানকার চিড়িয়াখানা, গড়ের মঠ, ইডেন উদ্যান, শহিদমিনার, রবীন্দ্র সরোবর, হাওড়া সেতু, বিদ্যাসাগর সেতু, ন্যাশনাল লাইব্রেরি, জাদুঘর, মহাজাতি সদন, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কালীঘাটের কালীমন্দির, দক্ষিণেশ্বরের ভবতারিণীর মন্দির, বেলুড় মঠ, সল্টলেকের স্টেডিয়াম।
চিত্তরঞ্জন : এখানে রেল ইঞ্জিন তৈরির কারখানা আছে।
দার্জিলিং : হিমালয়ের পাদদেশে অবস্থিত স্বাস্থ্যকর স্থান। চা ও পর্যটন শিল্পের জন্য বিখ্যাত।
আসানসোল : এখানে অ্যালুমিনিয়াম তৈরির কারখানা ও সাইকেল তৈরির কারখানা আছে।
দুর্গাপুর : এখানে লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র গড়ে উঠছে। এখানে একটি তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রও আছে।
টিটাগড় : এখানে কাগজ তৈরির কারখানা আছে।
হরিণঘাটা : এখানে দুগ্ধ উৎপাদন কেন্দ্র স্থাপিত হয়েছে।
সাঁওতালডিহি : পুরুলিয়া জেলায় অবস্থিত; বিদ্যুৎ উৎপাদনের জন্য বিখ্যাত।
গঙ্গাসাগর : এখানকার কপিলমুনির মন্দিরটির খুব নাম আছে। পৌষ সংক্রান্তিতে এখানে পুণ্যস্নানের জন্য বহু তীর্থযাত্রীর সমাগম ঘটে।
দীঘা : এখানকার সমুদ্রসৈকত খুবই মনোরম।
হালিশহর : সাধক রামপ্রসাদের জন্মস্থান।
তারাপীঠ : সাধক বামাক্ষ্যাপার সাধনক্ষেত্র।
কামারপুকুর : ঠাকুর রামকৃষ্ণদেবের জন্মস্থান।
জয়রামবাটি : শ্রীশ্রী মা সারদাদেবীর জন্মস্থান।
বীরসিংহ : মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে পন্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর জন্মগ্রহণ করেছিলেন।
দেবানন্দপুর : সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মস্থান।
বিষ্ণুপুর : এখানকার মন্দিরগুলি দেখার মতো।
তারকেশ্বর : হিন্দুদের পবিত্র তীর্থক্ষেত্র।
নবদ্বীপ : বৈষ্ণবদের পবিত্র তীর্থক্ষেত্র; সংস্কৃত শিক্ষার জন্য বিখ্যাত।
কৃষ্ণনগর : মাটির পুতুলের জন্য বিখ্যাত।
মুর্শিদাবাদ : একটি ঐতিহাসিক স্থান। নবাবী আমলে এখানে বাংলার রাজধানী ছিল।
শান্তিনিকেতন : কবিগুরু রবীন্দ্রনাথ প্রতিষ্ঠিত বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এখানে অবস্থিত। এখানকার কলাভবন, সঙ্গীতভবন, শিল্পভবন এগুলোর বেশ নাম আছে।
বাটানগর : এখানে জুতো তৈরির বিরাট কারখানা আছে।
রানীগঞ্জ : এখানকার কয়লার খনি বিখ্যাত।