বর্ধমান জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বর্ধমান জেলা
1. সীমানা - উত্তরে বীরভূম, দক্ষিণে হুগলি, পূর্বে নদীয়া, পশ্চিমে বাঁকুড়া।
2. আয়তন - ৭০২৪ বর্গকিমি।
3. মহকুমা - ৬ টি – বর্ধামন উত্তর, বর্ধমান দক্ষিণ, দুর্গাপুর, আসানসোল, কালনা, কাটোয়া।
4. জনসংখ্যা - ৬৯,১৯,৬৯৮ জন।
5. সাক্ষরতার হার - ৭১ % ।
6. নদ-নদী - দামোদর, অজয়, ব্রাহ্মণী, ময়ূরাক্ষী, বাঁকা, খড়ি, কনুর, শিবাই।
7. কৃষিজাত পণ্য - ধান, পাট, আলু, আখ ও ডাল।
8. শিল্প - দুর্গাপুর ও বার্নপুর ইস্পাত কারখানা, চিত্তরঞ্জন রেল ইঞ্জিন তৈরির কারখানা।
9. খনিজ দ্রব্য - কয়লা।
10. পুরসভা - ৯ টি।
11. ব্লক - ৩১ টি।
12. পৌর নিগম - ২ টি। আসানসোল ও দুর্গাপুর।
13. গ্রাম পঞ্চায়েত - ২৭৭ টি।
14. পঞ্চায়েত সমিতি - ৩১ টি।
15. বিশ্ববিদ্যালয় - ১ টি। বর্ধমান বিশ্ববিদ্যালয়।
দর্শনীয় স্থান - রাজবাটি, গোলাপ বাগ, শ্যামসায়র, কেষ্টসায়র, ১০৮ টি শিবমন্দির, কমলাকান্তের কালীমন্দির, সর্বমঙ্গলা মন্দির ইত্যাদি।
এই জেলা থেকে খ্যাতিমান ব্যক্তিত্বে পরিণত হয়েছেন -
কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী, কবি সত্যেন্দ্রনাথ দত্ত, কবি ভোলানাথ মোহান্ত, কবি শেখর কালিদাস রায়, বিদ্রোহী কবি নজরুল ইসলাম, প্রখ্যাত ভাষাবিদ সুকুমার সেন, অভিনেতা ও নাট্য পরিচালক অজিতেশ বন্দ্যোপাধ্যায়, পদচারণাকার দাশরথী রায়, স্বাধীনতা সংগ্রামী দাশরথী খাঁ, বিখ্যাত ফুটবলার আবদুল সামাদ, কথাশিল্পী বিমল কর, ঔপন্যাসিক রমাপদ চৌধুরী, গল্পকার- চিত্ত ভট্টাচার্য, শক্তিমান লেখক উদয়ন ঘোষ, কবি সুব্রত চক্রবর্তী, লেখক - শেখর সেনগুপ্ত, বিপ্লবী বটুকেশ্বর দত্ত, বিপ্লবী রাসবিহারী বসু, চিত্র পরিচালক দেবকী কুমার বসু, ফুটবলের ইতিহাসে অবিস্মরণীয় গনেন্দ্রপ্রসাদ সর্বাধিকারী, লেখক - গবেষক অক্ষয়কুমার দত্ত। কবি তরুণ সান্যাল, ‘সঙ্গীত শিল্পী আঙুরবালা’ প্রমুখ।
অন্যান্য জ্ঞাতব্য বিষয় - শক্তিগড়ের মিষ্টি ল্যাংচা বিখ্যাত। বর্ধমানের মিষ্টি সীতা ভোগ ও মিহিদানা ভারত বিখ্যাত। মঙ্গলকোটে তাম্র-প্রস্তর যুগের নিদর্শন পাওয়া গেছে। পানাগড়ে রয়েছে সেনানিবাস।
আরও পড়ুন-