Ads Area


পশ্চিমবঙ্গের কলকাতা জেলার ইতিহাস || কলকাতা সম্পর্কে প্রশ্ন

কলকাতার অজানা ইতিহাস - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

পশ্চিমবঙ্গের কলকাতা জেলার ইতিহাস || কলকাতা সম্পর্কে প্রশ্ন


কলকাতা জেলা

1. আয়তন: ১৮৭.৩৩

2. সাক্ষরতার হারঃ ৮১.৩১ %

3. প্রতিষ্ঠাতা: জবচাণক

4. জনসংখ্যা: ৪৫, ৮০, ৫৪৪ জন, পুরুষ – ৮৪.৭ %, মহিলা - ৭৭.৯৫ %

5. জনঘনত্ব: ২৪, ৭৬০ জন

6. জনসংখ্যা বৃদ্ধির হার: ৪.১১ %

7. নদী: হুগলি নদী

8. বিশ্ববিদ্যালয় সংখ্যা: ৭ টি

9. মহকুমা: নেই

10. লোকসভার আসন সংখ্যা: ৪২ টি

11. বিধানসভার আসন সংখ্যা: ২৯৪ টি

12. রাজ্যসভার আসন সংখ্যা: ১৬ জন

13. পুরসভার আসন সংখ্যা: ১৪৪ টি


দর্শনীয় স্থান: ফোর্ট উইলিয়াম, আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, কালীঘাট মন্দির, দক্ষিণেশ্বর মন্দির, যুবভারতী ক্রীড়াঙ্গন, ন্যাশনাল লাইব্রেরি, শহিদ মিনার, বিদ্যাসাগর সেতু, হাওড়া ব্রিজ, ইডেন গার্ডেন, আকাশবাণী ভবন, বিড়লা তারামণ্ডল, নিকোপার্ক, পরেশনাথ মন্দির, যাদুঘর, রাজভবন, মহাকরণ, নাখোদা মসজিদ, আর্মেনিয়া চার্চ।


জেলায় জন্মেছিলেন যে সমস্ত বিখ্যাত ব্যক্তি: রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, সুকান্ত ভট্টাচার্য, উত্তমকুমার, সুকুমার রায়, সত্যজিৎ রায়, পি.সি. সরকার (জুনিয়র), সৌরভ গঙ্গোপাধ্যায়, লিয়েন্ডার পেজ, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, মান্না দে, মিঠুন চক্রবর্তী প্রমুখ।


আরও জ্ঞাতব্য: ১৭৫৬ খ্রিস্টাব্দে নবাব সিরাজ-উদ্-দৌল্লা কলকাতা আক্রমণ করেন। তিনি এই শহরের নাম রাখেন আলিনগর।


কলকাতায় পাতাল রেল চালু হয় ১৯৮৪ সালের ২৪ শে অক্টোবর।

কলকাতা থেকে নোবেল পুরস্কার পেয়েছেন রোনাল্ড রস, রবীন্দ্রনাথ ঠাকুর, সি.ভি.রমন এবং মাদার টেরিজা।

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area