হুগলি জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
হুগলি জেলা
1. সীমানা- উত্তরে বর্ধমান, দক্ষিণেহাওড়া, পশ্চিমেবাঁকুড়া, পূর্বেউত্তর ২৪ পরগণা।
2. আয়তন- ৩,১৪৯ বর্গকিমি।
3. সদর- চুঁচুড়া।
4. মহকুমা- ৪ টি - চুঁচুড়া, শ্রীরামপুর, চন্দননগর, আরামবাগ।
5. জনসংখ্যা- ৫০,৪০,০৪৭ জন।
6. ক্ষরতার হার- ৭৫.৫৯ %, পুরুষ – ৮৩.৫ %, এবং মহিলা – ৬৭.৭২ %।
7. পুরসভা- ১১ টি।
8. পৌর নিগম- ১ টি।
9. গ্রাম পঞ্চায়েত- ২১০ টি।
10. পঞ্চায়েত সমিতি- ১৮ টি।
11. ব্লক- ১৮ টি।
12. নদ-নদী- হুগলি, দামোদর, দ্বারকেশ্বর, সরস্বতী, বেহুলা, মুণ্ডেশ্বরী, কানা দামোদর, কুত্তি।
13. কৃষি- ধান, আলু, পাট, ডাল, তৈলবীজ, নানারকম তরিতরকারি।
14. শিল্প- মোটর নির্মাণ শিল্প (হিন্দুস্তান মোটরস), চটকল, নৌকা নির্মাণ।
বিখ্যাত ব্যক্তি: হাজি মহম্মদ মহসীন, রাজা রামমোহন রায়, রামকৃষ্ণ পরমহংসদেব, কথাসাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, চিত্রশিল্পী নন্দলাল বসু, লেখিকা আশাপূর্ণা দেবী, ধর্মপ্রচারক ব্রহ্মবান্ধব উপাধ্যায়, জাদুকর গণপতি চক্রবর্তী, লেখক প্যারীচাঁদ মিত্র, কবি রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, কবি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গায়ক ভীষ্ণদেব চট্টোপাধ্যায়, রাজনীতিবিদ অতুল্য ঘোষ, বিপ্লবী কানাইলাল দত্ত, সাঁতারু বুলা চৌধুরী, স্বাধীনতা সংগ্রামী দুর্গাদাস কোলে, প্রখ্যাত সাংবাদিক গঙ্গাকিশোর ভট্টাচার্য।
দর্শনীয় স্থান- ব্যান্ডেলের চার্ট গেট, হুগলির ইমামবাড়া, ঠাকুর রামকৃষ্ণের জন্মভূমি কামারপুকুর, তারকেশ্বরের শিবমন্দির, চন্দননগরের ফরাসিদের কুঠি, আটপুরে রাধাগোবিন্দ মন্দির, শ্রীরামপুরে মাহেশের রথ, বাঁশবেড়িয়ায় হংসেশ্বরী মন্দির।
আরও পড়ুন-