Ads Area


হাওড়া জেলার ইতিহাস PDF || History of Howrah District PDF


হাওড়া জেলার ইতিহাস PDF || History of Howrah District PDF

হাওড়া জেলার ইতিহাস PDF || History of Howrah District PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।


হাওড়া জেলা


1. জেলার সীমানা - উত্তরে হুগলি জেলা, দক্ষিণ ও পশ্চিমে মেদিনীপুর জেলা, পূর্বে হুগলি নদী।

2. জেলার আয়তন - ১,৪৬৭ বর্গকিমি।

3. জনসংখ্যা - 88,98,090

4. সাক্ষরতার হার - ৭৭.৬৪ % ।

5. প্রধান কৃষিজাত ফসল - ধান, পাট, তৈলবীজ, আলু, পান।

6. গ্রাম পঞ্চায়েতের সংখ্যা - ১৫৭ টি

7. পঞ্চায়েত সমিতি - ১৪ টি

8. ব্লকঃ ১৪ টি।

9. লোকসভা আসন - ২ টি। হাওড়া ও উলুবেড়িয়া।


দর্শনীয় স্থান - বেলুড় মঠ, রবীন্দ্র সেতু, বোটানিকাল গার্ডেন, বিদ্যাসাগর সেতু, বিবেকানন্দ সেতু, জয়পুর বিল, উলুবেড়িয়া কালীমন্দির, শিবপুর ইঞ্জিনিয়ারিং কলেজ ইত্যাদি।


জেলায় জন্মেছিলেন যে সমস্ত বিখ্যাত ব্যক্তি -

রায়গুণাকর ভরতচন্দ্র, কবি বিষ্ণু দে, অভিনেত্রী - কানন দেবী, নাট্যাচার্য শিশিরকুমার ভাদুড়ী, শিল্পী-সাহিত্যিক চিত্র পরিচালক পূর্ণেন্দু পত্রী, কথাশিল্পী আফসার আহমেদ, চিকিৎসক ডাঃ মহেন্দলাল সরকার।


নামী সাহিত্য পত্রিকা - প্রো রে না টা।

আরও পড়ুন-

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area