দক্ষিণ ২৪ পরগণা জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
দক্ষিণ ২৪ পরগণা জেলা
জেলা হিসাবে স্বীকৃতিলাভ - ১ মার্চ, ১৯৮৬ ।
সীমানা - উত্তরে কলকাতা, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে বাংলাদেশ ও পশ্চিমে হুগলি নদী।
আয়তন - ৯,৯৬০ বর্গকিমি।
জনসংখ্যা - ৬৯,০৯,০১৫ জন।
সাক্ষরতার হার - ৭০.১৬ %, পুরুষ - ৭৯.৮৯ %, এবং মহিলা - ৫৯.৭৩ %।
জেলাসদর - আলিপুর।
মহকুমা - ৫ টি। আলিপুর, ডায়মন্ডহারবার, বারুইপুর, ক্যানিং, কাকদ্বীপ।
নদ-নদী - হুগলি, ইছামতী, মাতলা, বিদ্যাধরী, পিয়ালী, গোসাবা, সপ্তমুখী, হাড়িয়াভাঙা, রায়মঙ্গল ও জামিরা।
কৃষিজাত ফসল - ধান, গম, পান , লঙ্কা, তরমুজ।
কয়েকটি দ্বীপ - অসংখ্য দ্বীপের মধ্যে সবচেয়ে বড় সাগরদ্বীপ, এছাড়া উল্লেখযোগ্য দ্বীপের মধ্যে রয়েছে গোসাবা, কৈখালি, জম্বুদ্বীপ, কুয়েমারি, ভাঙাদুনি, নিউ মুরদ্বীপ, বুলচেরী ইত্যাদি।
ব্লকঃ - ১০ টি।
পুরসভা - ৭ টি।
গ্রাম পঞ্চায়েত - ৩১২ টি।
পঞ্চায়েত সমিতি - ২৯ টি।
দর্শনীয় স্থান - সাগরদ্বীপে কপিলমুনির আশ্রম, বকখালি ও ফ্রেজারগঞ্জ সমুদ্রতট, ডায়মন্ডহারবার, বজবজে তেলের ভাণ্ডার, সজনেখালির অভয়রাণ্য, সুন্দরবন, ফলতার বাণিজ্য কেন্দ্র, পূর্বাশা দ্বীপ।
জেলার বিখ্যাত ব্যক্তিত্ব - গায়ক হেমন্ত মুখোপাধ্যায়, বিখ্যাত সুরকার সলিল চৌধুরী।
সুন্দরবনের বাঘের নাম - রয়েল বেঙ্গল টাইগার।
সুন্দরবনের প্রধান বৃক্ষ - সুন্দরী, গরান, গেঁওয়া, হেতাল, গোলপাতা।
আরও পড়ুন- উত্তর ২৪ পরগণা জেলার ইতিহাস