কোচবিহার জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
কোচবিহার জেলা
আয়তন- ৩,৩৮৭ বর্গকিমি।
সীমানা- পূর্বে আসাম, পশ্চিমে বাংলাদেশ, উত্তরে জলপাইগুড়ি, দক্ষিণে বাংলাদেশ।
সদর- কোচবিহার।
মহকুমা- ৫ টি - কোচবিহার, দিনহাটা, তুফানগঞ্জ।
জনসংখ্যা- ২৪, ৭৮২৮০ জন।
সাক্ষরতার হার- ৬৭.২১ %, পুরুষ -৭৬.৮৩ %, এবং মহিলা- ৫৭.০৪ %।
নদ-নদী- তিস্তা, তোর্সা, জলঢাকা, রায়ডাক, কালিন্দী, কালচিনি, সঙ্কোশ, গদাধর, কুমাই, মুজনাই, দোলং, গিনান্দী, ডুডুয়া, খাটুমারা, ডিমা, সুটক্ষা পশ্চিমবঙ্গের এই জেলায় নদ-নদীর সংখ্যা সবচেয়ে বেশি।
পুরসভা- ৬ টি।
গ্রাম পঞ্চায়েত- ১২৮ টি।
পঞ্চায়েত সমিতি- ১২ টি।
ব্লক- ১২ টি।
কৃষিজাত পণ্য- ধান, গম, পাট, সরষে, আখ, আনারস।
লোকনৃত্য- রাভা।
শিল্প- পাট শিল্প, শোলার কাজ, বাদ্যযন্ত্র তৈরি, মেখনি দিয়ে তৈরি জাওলা নামক ব্যাগ, চামড়ার চটি ইত্যাদি।
দর্শনীয় স্থান-
রাজপ্রাসাদ, কামতেশ্বরী দেবীর মন্দির, রসিকবিল পাখিরালয়।
বিখ্যাত ব্যক্তিত্ব-
সাহিত্যিক অমিয়ভূষণ মজুমদার, পল্লীগীতির সুবিখ্যাত শিল্পী আব্বাসউদ্দীন আহমদ।
আরও পড়ুন-