দার্জিলিং জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
দার্জিলিং জেলা
সীমানা: উত্তরে সিকিম, দক্ষিণে বিহার, পূর্বে ভুটান এবং পশ্চিমে নেপাল।
আয়তন: ৩,১৪৯ বর্গম।
মহকুমা: ৪ টি। দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং ও কালিম্পং।
জনসংখ্যা: ১৬,০৫,৯০০ জন।
সাক্ষরতার হার: ৭২.৮৭ %, পুরুষ - ৮১.৮ %, এবং মহিলা - ৬.৯২ %।
নদ নদী: তিস্তা, মহানন্দা, জলঢাকা, রঙ্গিত, ঘিস, মেচি, নবচু।
হ্রদ: মিরিক ও রায়তন প্রধান শিল্প।
কৃষিজাত ফসল: চা, কমলালেবু, স্কোয়াস, সিঙ্কোনা, আনারস।
পুরসভা: ৪ টি
পৌর নিগম: ১ টি শিলিগুড়ি।
হিল কাউন্সিল: ১ টি - দার্জিলিং।
গ্রাম পঞ্চায়েত: ১৩৪ টি।
পঞ্চায়েত সমিতি: ৪ টি।
ব্লক: ১২ টি।
দর্শনীয় স্থান:
ডুয়ার্স এলাকা, উচ্চতম হিল স্টেশন ঘুম, ম্যাল, টাইগার গিল, মিরিক, কার্শিয়াং, কালিম্পং, লাভা, লেনেগাঁও, রক গার্ডেন, শুকনা লেক, তেনজিং নোরগে হিমালিয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, লেবং রেসকোর্স, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি, চিড়িয়াখানা, জুলজিক্যাল গার্ডেন, জগদীশচন্দ্র বসু মিউজিয়াম ইত্যাদি।
জেলার সুপরিচিত ব্যক্তি:
প্রখ্যাত ফুটবলার পি. কে. ব্যানার্জী, খ্যাতনামা অভিনেতা পাহাড়ী সান্যাল, নামী টেবিল টেনিস খেলোয়াড় মাপ্ত ঘোষ, ব্যাডমিন্টন খেলোয়াড় মধুমিতা গোস্বামী প্রমুখ।
আরও পড়ুন-