জলপাইগুড়ি জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
জলপাইগুড়ি জেলা
আয়তন: ৬,২২৭ কিমি।
সীমানা: উত্তরে ভুটান, দক্ষিণে বাংলাদেশ, পূর্বে আসাম এবং পশ্চিমে দার্জিলিং।
সদর: জলপাইগুড়ি।
মহকুমা: ৩ টি - আলিপুর দুয়ার, জলপাইগুড়ি, মান।
জনসংখ্যা: ৩৪,০৩,২০৪ জন।
সাক্ষরতার হার: ৬৩.৬২ %, পুরুষ - ৭৩.৬৩ %, এবং মহিলা - ৫২. ৯০ %।
নদ-নদী: তিস্তা, জলঢাকা, তোর্সা, ধরলা, করলা, নেওড়া, করুণা, মুজনাই, কালজানি, সঙ্কোশ, রায়ঢাক।
কৃষিজাত ফসল: ধান, গম, পাট, চা, কমলালেবু।
পুরসভা: ৪ টি।
গ্রাম পঞ্চায়েত: ১৪৬ টি।
শিল্প: তেলিপাড়ায় সুগন্ধি তেল তৈরির কারখানা।
দর্শনীয় স্থান:
জটিলেশ্বর মন্দির, জলপেশ্বর মন্দির, মহাকালের মন্দির, গরুমারা অভয়ারাণ্য, চাপরামারি অভয়ারণ্য।
বিখ্যাতি ব্যক্তি:
লেখক সমরেশ মজুমদার, বিপ্লবী নরেন্দ্রমোহন সেন, প্রখ্যাত প্রবীণ নেতা শঙ্কর গুহনিয়োগী, খ্যাতনামা ফুটবলার রুনু গুহঠাকুরতা।
আরও পড়ুন-