মুর্শিদাবাদ জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
মুর্শিদাবাদ জেলা
সীমানা: পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বীরভূম, উত্তরে মালদহ, দক্ষিণে বর্ধমান।
আয়তন: ৫,৩২৪ বর্গকিমি।
সদর: বহরমপুর।
মহকুমা: ৫ টি - বহরমপুর, লালবাগ, জঙ্গিপুর, কান্দি ও ডোমকল।
জনসংখ্যা: ৫৮,৬৩,২০৫ জন।
সাক্ষরতার হার: ৫৫.০৫ %, পুরুষ - ৬১.৪০ %, এবং মহিলা - ৪৮.৩৩ %।
নদ-নদী: হুগলি (পদ্মা), ব্রাহ্মণী, দ্বারকা, জলঙ্গী, ময়ূরাক্ষী, বাবলা, বাঁশলাই।
কৃষিজাত ফসল: আখ, ধান, গম, পাট, ডাল, তৈলবীজ, আলু, লঙ্কা, আম।
পুরসভা: ৭ টি।
গ্রাম পঞ্চায়েত: ২৫৪ টি।
পঞ্চায়েত সমিতি: ২৬ টি।
শিল্প: রেশম শিল্পের প্রধান স্থান। খাগড়ায় রয়েছে কাঁসার বাসনপত্র নির্মাণের শিল্প, মুর্শিদাবাদের তাঁতশিল্প ও হাতির দাঁতের কাজও বিখ্যাত।
দর্শনীয় স্থান: ফারাক্কা ব্যারেজ। হাজারদুয়ারি, মতিঝিল, লালবাগ, কাশিমবাজারের রাজবাড়ি, জগৎশেঠের বাড়ি, ইমামবাড়া, তোপখানা, শম্ভুনাথজীর জৈন মন্দির, খোসবাগ, কিরীটেশ্বরীর মন্দির ইত্যাদি।
জেলার খ্যাতিমান ব্যক্তিত্ব: প্রত্নতত্ববিদ রাখালদাস বন্দ্যোপাধ্যায়, শিক্ষাবিদ রামেন্দ্রসুন্দর ত্রিবেদী, সাহিত্যিক মনীশ ঘটক, কথাশিল্পী সৈয়দ মজুতবা সিরাজ, লেখক আবুল বাশার, অভিনেত্রী রাধারাণী দেবী, লেখিকা মহাশ্বেতা দেবী, চিকিৎসক নলিনীকান্ত সরকার, চারণ কবি শেখ গুমানি দেওয়ান, দুই প্রতিভাবান চিত্র পরিচালক তপন সিংহ ও বাসু ভট্টাচার্য।
আরও পড়ুন-