উত্তর ২৪ পরগণা জেলার ইতিহাস PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
উত্তর ২৪ পরগণা জেলা
1. জেলা হিসাবে স্বীকৃতিলাভ - ১ মার্চ, ১৯৮৬ ।
2. সীমানা - উত্তরে নদীয়া জেলা, দক্ষিণে কলকাতা, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে হুগলি নদী।
3. আয়তন - ৪০৯৪ বর্গকিমি।
4. সদর - বারাসাত।
5. মহকুমা - ৫ টি - বসিরহাট, ব্যারাকপুর, বারাসাত, বনগাঁ ও বিধাননগর।
6. জনসংখ্যা - ৮৯, ৩০, ২৯৫ জন।
7. সাক্ষরতার হার - ৭৯.৪৯ % পুরুষ – ৮৪.৩৫ %, মহিলা – ৭২.১৩ % ।
8. নদ-নদী - হুগলি, বিদ্যাধরী, ইছামতি, কালিন্দী ও রায়মঙ্গল।
9. কৃষিজাত ফসল - ধান, পাট, গম, আলু, তৈলবীজ।
10. ব্লকঃ ২২ টি।
11. পুরসভা - ২৯ টি।
12. গ্রাম পঞ্চায়েত - ২০০ টি।
13. পঞ্চায়েত সমিতি - ২২ টি।
দর্শনীয় স্থান - দমদম এয়ারপোর্ট, ব্যারাকপুর গান্ধীঘাট, জুবিলি ব্রিজ।
বিখ্যাত ব্যক্তিত্ব - রানী রাসমণি, গায়ক-সাধক রামপ্রসাদ সেন, বিদ্রোহী তিতুমির, কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত, সাহিত্যসম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রখ্যাত সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, রসরাজ অমৃতলাল বসু, সাহিত্যিক সমরেশ বসু, গবেষক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়, গায়ক শ্যামল মিত্র, বিপ্লবী দীনেশচন্দ্র মজুমদার, ধর্মসংস্কারক কেশবচনন্দ্র সেন, শিশু সাহিত্যিক যোগীন্দ্রনাথ সরকার, কবি শক্তি চট্টোপাধ্যায়, রাজনারায়ণ বসু, হরপ্রসাদ শাস্ত্রী, বিখ্যাত চিকিৎসক নীলরতন সরকার, কবি সত্যেন্দ্রনাথ দত্ত প্রমুখ।
আরও পড়ুন- দক্ষিণ ২৪ পরগণা জেলার ইতিহাস