হিমালয় পর্বতের শৃঙ্গসমূহ -এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
হিমালয় পর্বতের শৃঙ্গসমূহ |
---|
পর্বতের নাম | উচ্চতা | দেশ |
---|---|---|
মাউন্ট এভারেস্ট | ৮,৮৪৮ মিটার | নেপাল-তিব্বত |
কাঞ্চনজঙ্ঘা | ৮,৫৯৭ মিটার | ভারত |
নাঙ্গা পর্বত | ৮,১২৪ মিটার | ভারত |
অন্নপূর্ণা | ৮,০৭৮ মিটার | নেপাল |
নন্দাদেবী | ৭,৮১৭ মিটার | ভারত |
কামেট পর্বত | ৭,৭৫৬ মিটার | ভারত |
Note: পোস্ট টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।