Ads Area


পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF || পশ্চিমবঙ্গের কথা

Top Post Ad

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF - এই টপিকটি থেকে পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

পশ্চিমবঙ্গের ভূগোল প্রশ্ন উত্তর PDF || পশ্চিমবঙ্গের কথা

পশ্চিমবঙ্গের কথা

১। পশ্চিমবঙ্গের মোট আয়তন - ৮৮, ৭৫১ বর্গকিমি।

২। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম হল - কলকাতা।

৩। পশ্চিমবঙ্গের বর্তমান জনসংখ্যা - ৯ কোটি ১২ লক্ষ ৭৬ হাজার ১১৫ জন।

৪। পশ্চিমবঙ্গের অবস্থান - পশ্চিমবঙ্গের উত্তরদিকে আছে হিমালয় পর্বতমালার কাছাকাছি রাষ্ট্র ও রাজ্য - ভুটান ও সিকিম। দক্ষিণে বঙ্গোপসাগর। পূর্বে অসম, বাংলাদেশ, পশ্চিমদিকে আছে নেপাল এবং ওড়িশা, ঝাড়খণ্ড, বিহার।

৫। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাষ্ট্র হল - নেপাল, ভুটান ও বাংলাদেশ।

৬। পশ্চিমবঙ্গের প্রতিবেশী অঙ্গরাজ্য হল - অসম, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, সিকিম।

৭। ভারতের মধ্যে পশ্চিমবঙ্গের আয়তনের স্থান হল – ত্রয়োদশ এবং জনসংখ্যায় চতুর্থ স্থান অধিকার করেছে।

৮। পশ্চিমবঙ্গের কয়েকটি উৎসবের নাম : অক্ষয় তৃতীয়া, ইস্টার (খ্রিস্টান উৎসব), ইদ-উদ-জোহা, ইদ-উল-ফিতর (মুসলিম সম্প্রদায়ের উৎসব), কলকাতা বইমেলা, দুর্গাপূজা, লক্ষ্মীপূজা, কালীপূজা, কেন্দুবিশ্ব বা জয়দেবের মেলা, গুরু নানকের জন্মদিন, গুরু পূর্ণিমা, চড়ক, চৈত্র সংক্রান্তি, নীলপূজা, গাজন উৎসব, নববর্ষ, জগদ্ধাত্রী পূজা, জগন্নাথদেবের স্নানযাত্রা, জন্মাষ্টমী, জলপেশ্বর মেলা, দীপাবলী, দেওয়ালি, দোল, ধন ত্রয়োদশী ধনতেরাস, নজরুল জয়ন্তী, ইংরেজি নববর্ষ, নবান্ন, পঁচিশে বৈশাখ, পৌষমেলা, পৌষপার্বণ, ফলহারিণী কালীপূজা, বাসন্তীপূজা, বিশ্বকর্মা পূজা, বিষ্ণুপুর উৎসব, বুদ্ধপূর্ণিমা, বেড়া উৎসব, ভাইফোঁটা, মহরম, মহাবীর জয়ন্তী, মিলান-উন-নবি, রটন্তী কালীপূজা, রথযাত্রা, রাখি, রান্নাপূজা, রাসমেলা, শবেবরাত, শিবরাত্রি, সরস্বতী পূজা, সাবিত্রী চতুদর্শী, গঙ্গাসাগর মেলা।

৯। পশ্চিমবঙ্গ তিনটি বিভাগ এবং ২৩টি জেলা নিয়ে গঠিত।

১০। ১৯৭৩ সালে পশ্চিমবঙ্গে ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থা গঠিত হয়েছিল।

১১। পশ্চিমবঙ্গ সরকারের গোপনীয় ছাপার কাজ হয় - সরস্বতী প্রেসে।

১২। পশ্চিমবঙ্গে কুমির দেখা যায় - সুন্দরবনের খাঁড়িতে।

১৩। কলকাতায় পাতাল রেল চালু হয় - ১৯৮৪ সালের ২৪শে অক্টোবর।

১৪। কলকাতার প্রতিষ্ঠাতা বলা হয় - জব চার্নক-কে। কিন্তু তা নিয়েও নানা বিতর্ক দেখা দিয়েছিল। কিছুদিন আগে কলকাতা হাইকোর্টের রায়ে বলা হয়েছে কলকাতার প্রতিষ্ঠাতা হলেন - সাবর্ণ চৌধুরীরাই।

১৫। পশ্চিমবঙ্গের জনসংখ্যার ঘনত্ব ১০৪ জন। জনসংখ্যার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্থা চতুর্থ।

আরও পড়ুন-

Below Post Ad

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.