পশ্চিমবঙ্গের প্রশ্ন উত্তর || West Bengal Question Answers - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পশ্চিমবঙ্গের প্রশ্ন উত্তর || West Bengal Question Answers
1. পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ?
উত্তর- উষ্ণ ও আর্দ্র।
2. ভূ-প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর- তিনটি অঞ্চলে।
3. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাটা হয়।
উত্তর- হুগলী নদী।
4. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।
উত্তর- ময়ূরাক্ষী।
5. পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে গ্রীষ্মকালেও পশম বস্ত্রের প্রয়োজন?
উত্তর- দার্জিলিং।
6. সুন্দরবন নামকরণের কারণ কি?
উত্তর- সুন্দরী গাছের প্রাচুর্যের জন্য।
7. লন্ডন শহর কোন্ নদীর তীরে অবস্থিত?
উত্তর- টেমস।
8. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?
উত্তর- সিঙ্গালীলা।
9. পশ্চিমবঙ্গে কোন কোন মাসে কালবৈশাখী প্রাদুর্ভাব বেশী?
উত্তর- এপ্রিল - মে মাসে।
10. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?
উত্তর- দ্বারকেশ্বর ও শিলাই।
11. সক্রিয় দ্বীপ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়?
উত্তর- পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দক্ষিণে নদী ও সমুদ্রবাহিত পলি দিয়ে ব-দ্বীপ গঠনের কাজ চলছে।
12. পর্যটনকেন্দ্র হিসাবে খ্যাত পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম লেখ।
উত্তর- সান্দাকফু।
আরোও পড়ুন-