ভারতের সর্বোচ্চ গিরিপথ কোনটি || উল্লেখযোগ্য গিরিপথ- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
উল্লেখযোগ্য গিরিপথ
নাম - অন্যান্য তথ্য
রোটাং গিরিপথ - পিরপঞ্জাল-এর রোটাং গিরিপথ দিয়ে লাহুল উপত্যকায় যাওয়া যায়।
জোজিলা গিরিপথ - এই গিরিপথ দিয়ে লাদাখের রাজধানী ‘লে' তে যাওয়া যায়।
খারদুংলা - এই গিরিপথে পৃথিবীর উচ্চতম সেতু নির্মিত হয়েছে।
পালাঘাট গিরিপথ - নীলগিরি পর্বতের দক্ষিণে অবস্থিত। এই গিরিপথ দিয়ে কেরলের সঙ্গে মালভূমি অঞ্চলের যোগাযোগ রক্ষা করা হয়।
কারাকোরাম - উচ্চতা ৫,৫৭৫ মিঃ। পৃথিবীর উচ্চতম গিরিপথ।
খলঘাট ও ভোরঘাট - পশ্চিম উপকূলের সঙ্গে দাক্ষিণাত্য মালভূমি অঞ্চলের যোগাযোগ রক্ষা করা হয়। নাসিকের কাছে খলঘাট ও পুনের কাছে ভোরঘাট অবস্থিত।