পূর্ব মেদিনীপুর জেলা কাঁথি - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পূর্ব মেদিনীপুর জেলার ইতিহাস
জেলা হিসাবে আত্মপ্রকাশ- ১ জানুয়ারি, ২০০২।
আয়তন- ৪, ৪৭৬ বর্গকিমি।
সীমানা- পূর্বে হাওড়া, পশ্চিমে পশ্চিম মেদিনীপুর, উত্তরে পশ্চিম মেদিনীপুর, দক্ষিণে বঙ্গোপসাগর।
মহকুমা- ৪ টিতমলুক, কাঁথি, হলদিয়া ও এগরা।
পুরসভা- ৫ টি।
জনসংখ্যা- ৪৩, ২৬, ২৬৮ জন।
সাক্ষরতার হার- ৬৯ %, পুরুষ- ৭৩.৩ %, এবং মহিলা – ৬৩.২ %।
গ্রাম পঞ্চায়েত- ২২৪ টি।
পঞ্চায়েত সমিতি- ২৫ টি।
ব্লক- ২৫ টি
নদ-নদী- রূপনারায়ণ, সুবর্ণরেখা, কাঁসাই, হলদি, দ্বারকেশ্বর, পিছাবনী, যাত্রা, রসুলপুর।
কৃষিপণ্য- ধান, পান, পাট, কাজুবাদাম, তরিতরকারি। শিল্পঃ পেট্রোরসায়ন, তাপবিদ্যুৎ, রাসায়নিক সার, মাদুর।
দর্শনীয় স্থান-
হলদিয়া, চন্দ্ৰকেতুগড়।
কৃতি সন্তান:
কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, শহিদ ক্ষুদিরাম বসু, শহিদ মাতঙ্গিনী হাজরা, কবি কাশিরাম প্রমুখ।
আরও পড়ুন-