Ads Area


পৃথিবীর বিশিষ্ট ভৌগোলিক আবিষ্কারকগণ তালিকা

আমাদের ব্লগে স্বাগতম! এখানে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান শেয়ার করব যা আমরা মনে করি আপনার কাছে আকর্ষণীয় হবে।

পৃথিবীর বিশিষ্ট ভৌগোলিক আবিষ্কারকগণ তালিকা

এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

পৃথিবীর বিশিষ্ট ভৌগোলিক আবিষ্কারকগণ

মার্কো পোলো- (১২৫৬-১৩২৪) ভেনিস দেশীয় পরিব্রাজক। বহু প্রাচ্যদেশ ভ্রমণ করেন।

কিস্টোফার কলম্বাস- (১৪৪৭-১৫০৬) আমেরিকার নিকটবর্তী কয়েকটি দ্বীপ ও ওয়েস্ট ইন্ডিজ দেশটি আবিষ্কার করেন।

ভাস্কো-ডা-গামা- (১৪৬০-১৫২৪) ইনি একজন পোর্তুগাল দেশীয় নাবিক। ইনি ১৪৯৭ খ্রিষ্টাব্দে উত্তমাশা অন্তরীপ ঘুরে ভারতের সমুদ্রপথ অবিষ্কার করে কালিকট বন্দরে ১৭ মে ১৪৯৮ সালে পৌঁছান। 

ডেভিড লিভিং স্টোন- (১৮১৩-১৮৭৩) আফ্রিকার জাম্বেসী নদী, ভিক্টোরিয়া জলপ্রপাত আবিষ্কার করেন।

রবার্ট এডুইন পিয়ারী- মার্কিন অভিযাত্রী। উত্তরমেরুতে উপনীত হন।

ফার্ডিনান্ড ম্যাগেলান- বিখ্যাত পর্তুগীজ নাবিক। পৃথিবী পরিক্রমা করেন।

আমেরিগো ভেসপুচি- ইতালির নাবিক। দঃ আমেরিকার উপকূল ও ভেনিজুয়েলা আবিষ্কার করেন (১৪৯৫ খ্রিঃ)।

ক্যাপ্টেন জেমস কুক- একজন ইংরেজ নাবিক। প্রশান্ত মহাসাগরের অনেক অজ্ঞাত দ্বীপ আবিষ্কার করেন।

বেদরো ক্যাবরেল- ব্রাজিল আবিষ্কার করেন (১৫০০ খ্রিঃ)।


ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন PDF ডাউনলোড "

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area