আমাদের ব্লগে স্বাগতম! এখানে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান শেয়ার করব যা আমরা মনে করি আপনার কাছে আকর্ষণীয় হবে।
Geography General Knowledge In Bengali - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
Geography General Knowledge In Bengali
1. পশ্চিমবঙ্গের জলবায়ু কিরূপ?
উত্তর- উষ্ণ ও আর্দ্র।
2. ভূ-প্রকৃতি অনুযায়ী পশ্চিমবঙ্গকে কয়টি ভাগে ভাগ করা যায়?
উত্তর- তিনটি অঞ্চলে।
3. ইংল্যান্ডের কোন অংশ লন্ডন অববাহিকা নামে পরিচিত?
উত্তর- ইংল্যান্ডের দক্ষিণ-পূর্ব অংশ।
4. পশ্চিমবঙ্গের একটি নদীর নাম লেখ যাতে জোয়ার-ভাটা হয়।
উত্তর- হুগলী নদী।
5. ইউক্রেনের ধাতু শিল্পের একটি প্রধান কেন্দ্রের নাম কর।
উত্তর- নীপ্রোপেট্রোভস্কম্।
6. পশ্চিমবঙ্গের রাঢ় অঞ্চলের মধ্য দিয়ে প্রবাহিত একটি নদীর নাম কর।
উত্তর- ময়ূরাক্ষী।
7. শিকাগো শহর কোন্ হ্রদের তীরে অবস্থিত?
উত্তর- মিচিগান।
8. পশ্চিমবঙ্গের কোন্ অঞ্চলে গ্রীষ্মকালেও পশম বস্ত্রের প্রয়োজন?
উত্তর- লং।
9. ইউক্রেন অঞ্চলের প্রধান শিল্প কোনটি?
উত্তর- লৌহ-ইস্পাত।
10. সুন্দরবন নামকরণের কারণ কি?
উত্তর- সুন্দরী গাছের প্রাচুর্যের জন্য।
11. লন্ডন শহর কোন নদীর তীরে অবস্থিত?
উত্তর- টেনস্
12. কোন শৈলশিরা পশ্চিমবঙ্গকে নেপাল থেকে পৃথক করেছে?
উত্তর- সিঙ্গালীলা।
13. নীলনদের উপর একটি প্রধান বাঁধের নাম কর।
উত্তর- আসোয়ান বাঁধ।
14. পশ্চিমবঙ্গে কোন্ কোন্ মাসে কালবৈশাখী প্রাদুর্ভাব বেশী?
উত্তর- এপ্রিল-মে মাসে।
15. নীলনদ অববাহিকায় ‘সাড’ কি?
উত্তর- নীলনদ অববাহিকায় কচুরিপানা, ঘাস, লতাপাতাযুক্ত জলাভূমিগুলিকে সাড বলে।
16. কোন কোন নদীর মিলিত প্রবাহের নাম রূপনারায়ণ?
উত্তর- দ্বারকেশ্বর ও শিলাই।
17. ইউক্রেন অঞ্চলের প্রধান নদী কোনটি?
উত্তর- নীপার।
18. মিশরের প্রধান বন্দরটির নাম লেখ।
উত্তর- আলেকজান্দ্রিয়া।
19. পর্যটনকেন্দ্র হিসাবে খ্যাত পশ্চিমবঙ্গের একটি শৈল শহরের নাম লেখ।
উত্তর- সান্দাকফু।
20. গ্রীনিচ মান মন্দিরের অবস্থান কোথায়?
উত্তর- লন্ডনের উপকন্ঠে।
21. সক্রিয়-দ্বীপ পশ্চিমবঙ্গের কোথায় দেখা যায়?
উত্তর- পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং কলকাতার দক্ষিণে নদী ও সমুদ্রবাহিত পলি দিয়ে ব-দ্বীপ গঠনের কাজ চলছে।
22. আমেরিকা যুক্তরাষ্ট্রে ভুট্টা বলয় কোথায় দেখা যায়?
উত্তর- হ্রদ অঞ্চলের ইলিনয়, ইন্ডিয়ানা, পেনসিলভেনিয়া প্রভৃতি রাজ্যের মধ্যে ভুট্টা বলয় বিস্তৃত অর্থাৎ হ্রদ অঞ্চলের অধিকাংশ এলাকাই ভুট্টা বলয়ের অন্তর্গত।
23. পৃথিবীর পরিধি কত?
উত্তর- ৪৬,২৫০ কিমি।
24. ২১ শে মার্চকে কি বলে?
উত্তর- মহাবিষুব।
25. ২১ শে হন তারিখকে কি বলে?
উত্তর- কর্কটসংক্রান্তি।
26. নিরক্ষরেখায় পৃথিবীর আবর্তনের গতিবেগ প্রতি ঘন্টায় কত কিমি?
উত্তর- ১৭০০ কিমি।
27. দ্রাঘিমা রেখার বিপরীতে কত দ্রাঘিমা রেখা অবস্থিত?
উত্তর- ৩৬০০ দ্রাঘিমা রেখা।
28. কোন স্থানে ও তার প্রতিপাদ স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত?
উত্তর- ১৮০ ডিগ্রি
29. আন্তর্জাতিক তারিখ রেখা কত ডিগ্রি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে?
উত্তর- ১৮০ ডিগ্রি।
30. কোন স্থান ও তার প্রতিপাদ স্থানের মধ্যে পার্থক্য কত?
উত্তর- ১২ ঘন্টা।
31. (এলাহবাদ/দিল্লী/কলকাত) র স্থানীয় সময়কে প্রমাণ সময় বলে।
উত্তর- এলাহবাদ।
32. ভূ-ত্বক প্রধানত কোন শিলায় গঠিত?
উত্তর- কঠিন গ্রাফাইট ও ব্যাসল্ট।
33. ভূত্বকের নীচে বেশি ঘনত্বযুক্ত আগ্নেয় শিলা স্তরের নাম (গুরমণ্ডল/কেন্দ্রমণ্ডল/উষ্ণমন্ডল)।
উত্তর- গুরুমন্ডল।
34. রিখটার স্কেল সিসমোগ্রাফ যন্ত্রের (উপরে/মধ্যে/নীচে) থাকে।
উত্তর- উপরে।
35. ডেলোরাইট (পাতালিক/উপপাতালিক/নিঃসারী) শিলা।
উত্তর- উপপাতালিক শিলা।
36. পদার্থের অবশেষ দারা গঠিত হয় (বেলেপাথর/চুনাপাথর/জিপসাম)।
উত্তর- চুনাপাথর।
37. চুনাপাথর রূপান্তরিত হয়ে (নীস/মার্বেল/শ্লেট) পাথরে রূপান্তরিত হয়।
উত্তর- মার্কেল।
38. গ্রানাইট (নীস/মাবেল/শ্লেট) পাথরে রূপান্তরিত হয়।
উত্তর- নীস।
39. টেথিস সাগরের পলি ভাঁজ প্রাপ্ত হয়ে (হিমালয়/আল্পস/রকি) পর্বতের সৃষ্টি হয়েছে।
উত্তর- হিমালয়।
40. সাতপুরা (ভঙ্গিল/ক্ষয়জাত/স্তূপ) পর্বত।
উত্তর- স্তূপ পর্বত।
41. নীলগিরি একটি (ক্ষয়জাত/সঞ্চয়জাত/ভঙ্গিল) পর্বতের উদাহরণ।
উত্তর- ক্ষয়জাত।
42. পৃথিবীর উচ্চতম মালভূমি (লাদাখ, তিব্বত/পামীর)।
উত্তর- পামীর।
43. ইউরোপের মেসেটা একটি (মালভূমি/সমভূমি/পার্বত্য অঞ্চল।
উত্তর- মালভূমি অঞ্চল।
আরও পড়ুন-