আমাদের ব্লগে স্বাগতম! এখানে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান শেয়ার করব যা আমরা মনে করি আপনার কাছে আকর্ষণীয় হবে।
Geography GK In Bengali PDF - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
Geography GK In Bengali PDF
1. প্রশান্ত মহাসাগরের সব থেকে বড় দ্বীপ কি?
- মাদাগাস্কার।
2. ছোটো নাগপুর মালভূমি একটি (পর্বত বেষ্টিত/সমতল/তরঙ্গায়িত/ক্ষয়জাত) মালভূমি।
- তরঙ্গায়িত।
3. স্বাভাবিক বাঁধ দেখা যায় (উচ্চ/মধ্য নিম্ন) গতিতে।
- নিম্নগতিতে।
4. ভারতের দীর্ঘতম হিমবাহ হল। (সিয়াচেন/হুবার্ড/গঙ্গোত্রী) হিমবাহ।
- সিয়াচেন।
5. হিমাবাহের ক্ষয়কার্যের ফলে (সার্ক/গ্রাবরেখা/কেম) দেখা যায়।
- সার্ক।
6. রাজ্য পুনর্গঠন কমিশন গঠন করা হয় (১৯৫৬/১৯৬০/১৯৬৫) সালে।
- ১৯৫৬ সালে।
7. ভারতের বর্তমানে (২৬/২৭/২৮) টি রাজ্যপাল শাসিত অঞ্চল আছে।
- ২৮ টি।
8. ভারতের নবীনতম রাজ্যটি হল- (ঝাড়খণ্ড/উত্তরাঞ্চল/ছত্তিশগড়)।
- ঝাড়খণ্ড।
9. ভারতের উপকূলের দৈর্ঘ্য (৫৪০০/৫০০০/৫৭০০) কি.মি.।
- ৫৭০০ কি.মি .।
10. ধানসিঁড়ি নদী (গঙ্গা/সিন্ধু/ব্রহ্মপুত্র) -র উপনদী।
- ব্রহ্মপুত্র নদীর।
11. গঙ্গানদীর দৈর্ঘ্য (২৫১০/২৬১০/২৭২০) কি.মি/
- ২৫১০ কি. মি.।
12. পশ্চিমী ঝঞ্ঝা (ধান/গম/চা ) চাষে সাহায্য করে।
- গম
13. ডাকরা-নাঙাল পরিকল্পনা (শতদ্রু/বিতস্তা/ইরাবতী) নদীর ওপর গড়ে উঠেছে।
- শতদ্রু নদীর ওপর।
14. নিত্যবহা খালের সংখ্যা (উত্তর ভারত/মধ্য ভারত/দক্ষিণ ভারত) এ বেশী।
- উত্তর ভারতে।
15. ভারতের মোট ভূ-ভাগের প্রায় (২২.৭/২০/২৫.৭) শতাংশ বনভূমি।
- ২২.৭ শতাংশ।
16. অরণ্য সপ্তাহ পালন করা হয় (৫ ই জুন/৫ ই সেপ্টেম্বর/৫ ই জানুয়ারী) থেকে।
- ৫ ই জুন
17. বৃক্ষের শ্বাসমূল (ম্যানগ্রোভ/পর্ণমোচী/চিরহরিৎ) বনভূমিতে দেখা যায়।
- ম্যানগ্রোভ বনভূমিতে।
18. জনসংখ্যার দিক থেকে ছোট দেশ কোনটি?
- ভ্যাটিকান সিটি।
19. ভারতের প্রধান ধান গবেষণা কেন্দ্র (কলকাতা/কটক/পার্টনাতে) অবস্থিত।
- কটক
20. পাট উৎপাদন ভারত (পশ্চিমবঙ্গ/বিহার/উড়িষ্যা) র স্থান প্রথম।
- পশ্চিমবঙ্গ।
21. গম চাষের জন্য (৫০-১০০ সেমি/১৫০-২০০ সেমি/২০০-২৫৫ সেমি) বৃষ্টিপাতের প্রয়োজন।
- ৫০-১০০ সেমি।
22. নাহার কাটিয়া একটি গুরুত্বপূর্ণ (তৈল/কয়লা/অভ্র) উৎপাদক অঞ্চল।
- তৈল
23. অ্যালুমিনিয়াম তৈরীতে (বক্সাইট/অভ্র/দস্তা) সবচেয়ে বেশি প্রয়োজন।
- বক্সাইট।
24. বক্রেশ্বর একটি (তাপবিদ্যুৎ/ডিজেল বিদ্যুৎ/পারমাণবিক বিদ্যুৎ) উৎপাদন কেন্দ্র।
- তাপবিদ্যুৎ।
25. অভ্র উৎপাদনে ভারত পৃথিবীতে (১ ম/২ য়/ ৩ য়) স্থানে।
- ১ ম
26. ভারতের রূঢ় বলা হয় (জামশেদপুর/ দুর্গাপুর/ ভিলাই ) -কে।
- দুর্গাপুরকে।
27. ভারতে মোট পাটকলের সংখ্যা (৭২/৭৩/৭৬) টি।
- ৭৩ টি।
28. (অরুণাচল/ জম্মু-কাশ্মীর/ মেঘালয়) এর জনঘনত্ব সর্বনিম্ন।
- অরুণাচল প্রদেশ।
29. ভারতে প্রতি ১০০০ জন পুরুষে নারীর সংখ্যা (৯৩৪/৯৫০/৯৭৪) জন।
- ৯৩৪ জন।
30. কমলা রঙের শহর বলা হয় (জয়পুর/ যোধপুর/ কোয়েম্বাটুর) -কে।
- জয়পুরকে।
31. ভারতে প্রথম কাগজকল (শ্রীরামপুর/ বিড়লাপুর/ টিটাগড়) -এ স্থাপিত হয়েছিল।
- শ্রীরামপুরে।
32. মারুতি উদ্যোগ লিমিটেড (গুরগাঁও/ মুম্বাই/ চেন্নাই ) -এ অবস্থিত।
- গুরগাঁও।