বাংলা সাহিত্যের ইতিহাস প্রাচীন ও মধ্যযুগ প্রশ্ন উত্তর- এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্নোত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বাংলা সাহিত্যের ইতিহাস
১. 'A Suitable Boy ' বই টি কার লেখা ?
- বিক্রম শেঠ ।
২. জে কে রাউলিং কোন কাল্পনিক চরিত্রের স্রষ্টা ?
২. জে কে রাউলিং কোন কাল্পনিক চরিত্রের স্রষ্টা ?
- হ্যারি পটার ।
৩. ‘ পদাতিক ' কাব্যগ্রন্থ কার লেখা ?
৩. ‘ পদাতিক ' কাব্যগ্রন্থ কার লেখা ?
- সুভাষ মুখােপাধ্যায় ।
৪. ইতালীয় সাহিত্যিক কার্লো কলােডি কোন চরিত্রের স্রষ্টা ?
৪. ইতালীয় সাহিত্যিক কার্লো কলােডি কোন চরিত্রের স্রষ্টা ?
- পিনােচ্চিও ।
৫. ‘ নষ্টনীড় ' কবিতাটি কার লেখা ?
৫. ‘ নষ্টনীড় ' কবিতাটি কার লেখা ?
- সমর সেন ।
৬. বরাহমিহির রচিত গ্রন্থের নাম কী ?
৬. বরাহমিহির রচিত গ্রন্থের নাম কী ?
- ‘ বৃহৎসংহিতা ’ ও ‘ পঞ্চসিদ্ধান্তিকা ।
৭. বিমল কর সৃষ্ট গােয়েন্দার নাম কী ?
৭. বিমল কর সৃষ্ট গােয়েন্দার নাম কী ?
- কিঙ্করকিশাের রায় ।
৮. প্রথম বাংলা ধারাবাহিক ‘ তেরাে পার্বণ ’এর কাহিনিকার কে ছিলেন ?
৮. প্রথম বাংলা ধারাবাহিক ‘ তেরাে পার্বণ ’এর কাহিনিকার কে ছিলেন ?
- সমরেশ মজুমদার ।
৯. বাংলা ভাষায় চতুর্দশপদী কবিতা ( সনেট ) কে প্রথম রচনা করেন ?
- মাইকেল মধুসূদন দত্ত ।
১০. ইয়ান ফ্লেমিং কোন চরিত্রের স্রষ্টা ?
১০. ইয়ান ফ্লেমিং কোন চরিত্রের স্রষ্টা ?
- জেমস বন্ড।
১১. ' হু কিল্ড ড্যানিয়েল পার্ল ’ গ্রন্থের রচয়িতা কে ?
১১. ' হু কিল্ড ড্যানিয়েল পার্ল ’ গ্রন্থের রচয়িতা কে ?
- বার্নার্ড হেনুরি লেভি ।
১২. টারজান চরিত্রটি কার সৃষ্টি ?
১২. টারজান চরিত্রটি কার সৃষ্টি ?
- এডগার রাইস বারােজ ।
১৩. ‘ স্মৃতি সত্তা ভবিষ্যৎ ' কাব্যগ্রন্থের জন্য কোন লেখক জ্ঞানপীঠ পুরস্কার পান ?
১৩. ‘ স্মৃতি সত্তা ভবিষ্যৎ ' কাব্যগ্রন্থের জন্য কোন লেখক জ্ঞানপীঠ পুরস্কার পান ?
- বিষ্ণু দে ( ১৯৭১ ) সালে ।
১৪. ' বুড়াে শালিখের ঘাড়ে রোঁ ’ প্রহসন কার লেখা ?
১৪. ' বুড়াে শালিখের ঘাড়ে রোঁ ’ প্রহসন কার লেখা ?
- মাইকেল মধুসূদন দত্ত ।
১৫. বিদ্যাসাগর 'কস্যচিত উপযুক্ত ভাইপােস্য’ ছদ্মনাম নিয়ে কী কী রচনা করেছিলেন ?
১৫. বিদ্যাসাগর 'কস্যচিত উপযুক্ত ভাইপােস্য’ ছদ্মনাম নিয়ে কী কী রচনা করেছিলেন ?
- অতি অল্প হইল ( ১৮৭৩ ) , আবার অতি অল্প হইল । ( ১৮৭৩ ), ব্রজবিলাস ( ১৮৮৪ )
।
১৬. মধুসূদন দত্ত ‘ Timothy Pen Poem ' ছদ্মনামে কী লিখেছিলেন ?
১৬. মধুসূদন দত্ত ‘ Timothy Pen Poem ' ছদ্মনামে কী লিখেছিলেন ?
- A Vision of the past captive Ladie |
১৭. মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী ?
১৭. মধুসূদন সৃষ্ট ছন্দের নাম কী ?
– অমিত্রাক্ষর ছন্দ ।
১৮. অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কী ?
১৮. অমিত্রাক্ষর ছন্দের অনুসৃত ছন্দের নাম কী ?
- এই ছন্দের অনুসৃত ছন্দের নাম গৈরিশ ছন্দ |
১৯. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কী ?
১৯. দীনবন্ধু মিত্রের নীলদর্পন নাটকের ইংরেজী অনুবাদের নাম কী ?
- The Indigo Planting Mirror |
২০. ' The Indigo Planting Mirror ' কে এই নাটকটি ইংরাজী অনুবাদ করেছিলেন ?
২০. ' The Indigo Planting Mirror ' কে এই নাটকটি ইংরাজী অনুবাদ করেছিলেন ?
- মাইকেল মধুসূদন দত্ত ।
২১. বিদ্যাপতি কার সভাকবি ছিলেন
?
– মিথিলার রাজা শিবসিংহের ।
২২. কার অনুরােধে কাজী নজরুল ইসলাম কাণ্ডারী হুঁশিয়ারি লিখেছিলেন ?
২২. কার অনুরােধে কাজী নজরুল ইসলাম কাণ্ডারী হুঁশিয়ারি লিখেছিলেন ?
– নেতাজী সুভাষচন্দ্র বােসের ।
২৩. কোন দেশে সনেটের উৎপত্তি হয় ?
২৩. কোন দেশে সনেটের উৎপত্তি হয় ?
- ইতালী ।
২৪.
বঙ্গীয় সাহিত্য সম্মেলনের প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন ?
- রবীন্দ্রনাথ ঠাকুর ।
২৫. সত্যজিৎ রায়ের ‘ তিনকন্যার তিনটি গল্পের নাম কী কী ?
২৫. সত্যজিৎ রায়ের ‘ তিনকন্যার তিনটি গল্পের নাম কী কী ?
– পােস্টমাস্টার , মনিহারা , সমাপ্তি ।
২৬. ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন ?
২৬. ঈশপের গল্পের প্রথম অনুবাদ কে করেছিলেন ?
— ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ।
২৭. যে অভিনেত্রী শ্রীরামকৃয়ের আশির্বাদ পেয়েছিলেন তার নাম কী ?
২৭. যে অভিনেত্রী শ্রীরামকৃয়ের আশির্বাদ পেয়েছিলেন তার নাম কী ?
- নটী বিনােদিনী ।
২৮. পেশাদারী মঞে সাধারণের বিনােদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী ?
২৮. পেশাদারী মঞে সাধারণের বিনােদনের জন্য অভিনীত প্রথম বাংলা নাটক কী ?
– কুলীন কুলসর্বস্ব ।
২৯. ' সন্দেশ ’ এর সম্পাদক কে ছিলেন ?
- সত্যজিৎ রায় |
৩০. বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন , তার নাম কী ?
৩০. বিখ্যাত নৃত্যশিল্পী উদয়শংকর একটি ছবি পরিচালনা করেছিলেন , তার নাম কী ?
- কল্পনা |
৩১. বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায় ?
৩১. বাংলার কোন বিখ্যাত কবির মৃত্যু হয় ট্রাম দুর্ঘটনায় ?
- কবি জীবনানন্দ দাশ ।
৩২. বেদকে চারভাগে কে ভাগ করেন ?
৩২. বেদকে চারভাগে কে ভাগ করেন ?
– মহর্ষি কৃয়ুদ্বৈপায়ন ব্যাস ।
৩৩. নীরদ সি চৌধুরী কি ছদ্মনামে একসময় লিখতেন ?
৩৩. নীরদ সি চৌধুরী কি ছদ্মনামে একসময় লিখতেন ?
– একেলা ।
৩৪. ' ফকির অব জঙ্গিরা ' কাব্য কার লেখা ?
৩৪. ' ফকির অব জঙ্গিরা ' কাব্য কার লেখা ?
– ডিরােজিও -এর ।
৩৫. ১৯৪৬ সালের নৌবিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচিত হয় ?
৩৫. ১৯৪৬ সালের নৌবিদ্রোহ নিয়ে বাংলার কোন বিখ্যাত নাটক রচিত হয় ?
– শ্রীকল্লোল ।
৩৬. আরব্য রজনীতে বাগদাদের কোন খালিফার কথা প্রায়ই বলা হয়েছে ?
৩৬. আরব্য রজনীতে বাগদাদের কোন খালিফার কথা প্রায়ই বলা হয়েছে ?
– খালিফা হারুন অল রশিদ ।
৩৭. কোন লেখক প্রথম টাইপরাইটার ব্যবহার করেন ?
৩৭. কোন লেখক প্রথম টাইপরাইটার ব্যবহার করেন ?
- মার্ক টোয়েন ।
৩৮. বাংলা সাহিত্যে 'ত্রয়ী বন্দ্যোপাধ্যায়’কাদের বলা হয় ?
৩৮. বাংলা সাহিত্যে 'ত্রয়ী বন্দ্যোপাধ্যায়’কাদের বলা হয় ?
- তারাশংকর , বিভূতিভূষণ ও মানিক ।
৩৯. 'রফিকুল ইসলাম’কার ছদ্মনাম ?
৩৯. 'রফিকুল ইসলাম’কার ছদ্মনাম ?
– উৎপল দত্ত ।
৪০. শরৎচন্দ্রের ‘ পথের দাবী ' উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে ?
৪০. শরৎচন্দ্রের ‘ পথের দাবী ' উপন্যাসে কোন বিখ্যাত মনীষীর কথা তুলে ধরা হয়েছে ?
– বিপ্লবী মহানায়ক রাসবিহারী বসু ।
৪১. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ঝিন্দের বন্দী’ কোন গল্পের অবলম্বনে লিখেছিলেন ?
৪১. শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ‘ঝিন্দের বন্দী’ কোন গল্পের অবলম্বনে লিখেছিলেন ?
– ‘প্রিজনার অব জেন্ডা ।
৪২. 'নবকুমার কবি’ কার ছদ্মনাম
?
- সত্যেন্দ্রনাথ ঠাকুর ।
৪৩. প্রতিটি বেদে কয়টি অংশ আছে ?
৪৩. প্রতিটি বেদে কয়টি অংশ আছে ?
— চারটি সংহিতা , ব্রাত্মণ , আরণ্যক , উপনিষদ ।
৪৪. ‘ অবন্তি ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
৪৪. ‘ অবন্তি ' পত্রিকার সম্পাদক কে ছিলেন ?
— ইতালির রাষ্ট্রনায়ক মুসােলিনী ।
৪৫. ‘ সেবক ’ ছদ্মনামে বাংলার কোন নাট্যকার নাটক লিখেছেন ?
৪৫. ‘ সেবক ’ ছদ্মনামে বাংলার কোন নাট্যকার নাটক লিখেছেন ?
– গিরিশচন্দ্র ঘােষ ।
৪৬. তেনজিং নােরগের আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
৪৬. তেনজিং নােরগের আত্মজীবনী গ্রন্থের নাম কী ?
— টাইগার অব দ্য স্নাে ।
৪৭. ‘ পেপারব্যাকে ' কোন সংস্থা প্রথম কমদানে বই প্রকাশ করেন ?
৪৭. ‘ পেপারব্যাকে ' কোন সংস্থা প্রথম কমদানে বই প্রকাশ করেন ?
- পেঙ্গুইন ।
৪৮. 'জীবন বেদ’ কার আত্মজীবনীমূলক আলােচনা ?
৪৮. 'জীবন বেদ’ কার আত্মজীবনীমূলক আলােচনা ?
- কেশবচন্দ্র সেন ।
৪৯. কোন বিখ্যাত কবি মধ্যবয়সে অন্ধ হবার পরও কবিতা লিখেছেন ?
৪৯. কোন বিখ্যাত কবি মধ্যবয়সে অন্ধ হবার পরও কবিতা লিখেছেন ?
- জন মিল্টন |
৫০. ‘ ব্যাপিকা বিদায় ’ নাটকটির রচয়িতা কে ?
৫০. ‘ ব্যাপিকা বিদায় ’ নাটকটির রচয়িতা কে ?
- রসরাজ অমৃতলাল বসু |
৫১. ম্যাক্সমুলারের আসল নাম কী ?
৫১. ম্যাক্সমুলারের আসল নাম কী ?
- ফ্রেডারিক ।
৫২. প্রথম বাঙালি সাংবাদিক কে ?
৫২. প্রথম বাঙালি সাংবাদিক কে ?
– গঙ্গাকিশাের ভট্টাচার্য্য ।
৫৩. জনা , প্রফুল্ল , বলিদান নাটকগুলির নাট্যকার কে ?
৫৩. জনা , প্রফুল্ল , বলিদান নাটকগুলির নাট্যকার কে ?
– গিরিশচন্দ্র ঘােষ ।
৫৪. ম্যাকবেথ নাটকের বঙ্গানুবাদ কে করেন ?
৫৪. ম্যাকবেথ নাটকের বঙ্গানুবাদ কে করেন ?
– গিরিশচন্দ্র ঘােষ ।
৫৫. শরৎচন্দ্রের কৈশােরে লেখা প্রথম গল্প কোনটি ?
৫৫. শরৎচন্দ্রের কৈশােরে লেখা প্রথম গল্প কোনটি ?
- কাশীনাথ ।
৫৬. মােঘল সাম্রাজ্যে কোন রমণীর অসাধারণ কবিত্ব শক্তি ছিল ?
৫৬. মােঘল সাম্রাজ্যে কোন রমণীর অসাধারণ কবিত্ব শক্তি ছিল ?
– ঔরঙ্গজেবের কন্যা জেবেউন্নিসা ।
৫৭. রাজশেখর বসু কোন বই এর জন্য কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান ?
৫৭. রাজশেখর বসু কোন বই এর জন্য কবে সাহিত্য একাডেমি পুরস্কার পান ?
— আনন্দীবাঈ , ১৯৫৭ সালে ।
৫৮. বাংলাভাষার আধুনিক গীতিকাব্যের জনক কাকে বলা হয় ?
৫৮. বাংলাভাষার আধুনিক গীতিকাব্যের জনক কাকে বলা হয় ?
– বিহারীলাল চক্রবর্তীকে ।
৫৯. রুশ ভাষার শ্রেষ্ঠ কবি কে ?
৫৯. রুশ ভাষার শ্রেষ্ঠ কবি কে ?
— আলেকজান্ডার পুশকিন ।
৬০. কবি জীবনানন্দ দাশের কোন বই এর জন্য সাহিত্য একাডেমি পেয়েছেন ?
৬০. কবি জীবনানন্দ দাশের কোন বই এর জন্য সাহিত্য একাডেমি পেয়েছেন ?
— শ্রেষ্ঠ কবিতা ( ১৯৫৫ ) ।
৬১. সমরেশ মজুমদার কোন উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন ?
৬১. সমরেশ মজুমদার কোন উপন্যাসের জন্য একাডেমি পুরস্কার পেয়েছেন ?
- কালবেলা ( ১৯৮৪ ) ।
৬২. কবি শক্তি চট্টোপাধ্যায় কোন বইয়ের জন্য একাডেমি পুরস্কার পান ?
৬২. কবি শক্তি চট্টোপাধ্যায় কোন বইয়ের জন্য একাডেমি পুরস্কার পান ?
— 'যেতে পারি কিন্তু কেন যাব' ( ১৯৮৩ ) ।
৬৩. শেক্সপীয়ার মােট কতগুলি নাটক লিখেছেন ?
৬৩. শেক্সপীয়ার মােট কতগুলি নাটক লিখেছেন ?
– ৩৮ টি ।
৬৪. কোন জার্মান পণ্ডিত সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন ?
৬৪. কোন জার্মান পণ্ডিত সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন ?
- ম্যাক্সমুলার ।
৬৫. বার্নাড শ কবে নােবেল পান ?
৬৫. বার্নাড শ কবে নােবেল পান ?
- ১৯২৫ সালে ।
৬৬. ম্যাক্সমুরার আসল নাম কী ?
৬৬. ম্যাক্সমুরার আসল নাম কী ?
- ফ্রেডারিক ম্যাক্সমিলান মুলার |
৬৭. সনাতন পাঠক , নীললােহিত , লীন উপাধ্যায় - মিল কোথায় ?
৬৭. সনাতন পাঠক , নীললােহিত , লীন উপাধ্যায় - মিল কোথায় ?
– তিনটিই সুনীল গঙ্গোপাধ্যায়ের ছদ্মনাম ।
৬৮. স্যার আর্থার ক্যানন ডয়েলের মতে শার্লক হােমস্ সিরিজের শ্রেষ্ঠ গল্প কোনটি ?
৬৮. স্যার আর্থার ক্যানন ডয়েলের মতে শার্লক হােমস্ সিরিজের শ্রেষ্ঠ গল্প কোনটি ?
– দি স্পেকেন্দ্র ব্যান্ড ।
৬৯. ফ্রান্সে নাম , 'বুলবুল' , ডেনমার্কে ‘ লিলিটিলি ’ , ফিনল্যান্ডে 'হিলারিন' - লিলারিন ’ আসলে কী ?
৬৯. ফ্রান্সে নাম , 'বুলবুল' , ডেনমার্কে ‘ লিলিটিলি ’ , ফিনল্যান্ডে 'হিলারিন' - লিলারিন ’ আসলে কী ?
– ‘হ্যাম্পটি ডাম্পটি ’ প্রখ্যাত ছড়া ।
৭০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনা কত সালে প্রথম মুদ্রিত হয় ?
৭০. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কোন রচনা কত সালে প্রথম মুদ্রিত হয় ?
- বেতাল পঞবিংশতি ( ১৮৩৭ সালে ) ।
৭১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি ?
৭১. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রথম বাংলা গদ্যগ্রন্থ কোনটি ?
- বাসুদেব চরিত ’ ( মুদ্রিত হয়নি ) । |
৭২. বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রচনা করেন ?
৭২. বাল্মীকি কোন ছন্দে রামায়ণ রচনা করেন ?
-অনুষ্টুপ ছন্দে ।
৭৩. স্বামী বিবেকানন্দের কোন ভাই বিপ্লবী বারীন ঘােষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন ?
৭৩. স্বামী বিবেকানন্দের কোন ভাই বিপ্লবী বারীন ঘােষের সহায়তায় এক পত্রিকা প্রকাশ করে কারাবরণ করেন ?
— ছােট ভাই ভূপেন্দ্রনাথ দত্ত , পত্রিকার নাম যুগান্তর ।
৭৪. ‘ বারি কাহিনী ' কার রচনা ?
৭৪. ‘ বারি কাহিনী ' কার রচনা ?
- বঙ্কিমচন্দ্র চট্টোপায়্যায় ।
৭৫. জীবিত কালে তেমন কোন পুরস্কার পান নি এই সাহিত্যিক । মৃত্যুর পর তাঁর একটি উপন্যাস পায় মরণােত্তর রবীন্দ্র পুরস্কার । কোন লেখক ?
৭৫. জীবিত কালে তেমন কোন পুরস্কার পান নি এই সাহিত্যিক । মৃত্যুর পর তাঁর একটি উপন্যাস পায় মরণােত্তর রবীন্দ্র পুরস্কার । কোন লেখক ?
- বিভূতিভূষণ বন্দোপাধ্যায় ( উপন্যাস ইচ্ছামতী ’ ) ।
৭৬. 'পদি পিসির বর্মী বাক্স’ কার লেখা ?
৭৬. 'পদি পিসির বর্মী বাক্স’ কার লেখা ?
- লীলা মজুমদার ।
৭৮. কথা সাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য ?
৭৮. কথা সাহিত্যিক তারাশংকর বন্দোপাধ্যায় জ্ঞানপীঠ পুরস্কার পান কোন বইটির জন্য ?
- ১৯৬৬ সালে গণদেবতা ।
৭৯. মুসােলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ কবে ইতালী গিয়েছিলেন ?
৭৯. মুসােলিনীর আমন্ত্রণে রবীন্দ্রনাথ কবে ইতালী গিয়েছিলেন ?
- ১৯২৬ সালে ।
৮০. শরৎচন্দ্রের পিতামাতার নাম কী ?
৮০. শরৎচন্দ্রের পিতামাতার নাম কী ?
– মতিলাল চট্টোপাধ্যায় ও ভুবনমােহিনী দেবী ।
৮১. শরৎচন্দ্রের জন্মস্থান কোথায় ?
৮১. শরৎচন্দ্রের জন্মস্থান কোথায় ?
- হুগলি জেলার দেবানন্দপুরে ।
৮২. শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
৮২. শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত লেখা কোনটি ?
– বড়দিদি , ভারতী পত্রিকায় প্রকাশিত হয় ( ১৯০৭ ) ।
৮২. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযােগে নিষিদ্ধ হয় ?
৮২. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি রাজদ্রোহের অভিযােগে নিষিদ্ধ হয় ?
- পথের দাবী ।
৮৩. ১৯২০ সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায় ?
৮৩. ১৯২০ সালে শরৎচন্দ্রের কোন উপন্যাসটি মারাঠি ভাষায় অনুদিত হয়ে প্রকাশ পায় ?
- দত্তা ।
৮৪. সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯২৩ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
৮৪. সাহিত্য প্রতিভার স্বীকৃতি স্বরূপ ১৯২৩ সালে কোলকাতা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
- জগত্তারিনী সূবর্ণ পদক ।
৮৫. শরৎচন্দ্রের পল্লীসমাজ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
৮৫. শরৎচন্দ্রের পল্লীসমাজ উপন্যাসটি কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
– ভারতবর্ষ ।
৮৬. ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
৮৬. ১৯৩৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে কি দিয়ে সম্মানিত করেন ?
– সম্মান সূচক ডি.লিট উপাধি ।
৮৭. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অনুরােধে শরৎচন্দ্র কোন পদ গ্রহণ করেন ?
৮৭. দেশবন্ধু চিত্তরঞ্জন দাশের অনুরােধে শরৎচন্দ্র কোন পদ গ্রহণ করেন ?
– হাওড়া জেলা কংগ্রেস কমিটির সভাপতির পদ ।
৮৮. শরৎচন্দ্রের ‘ রামের সুমতি ’ কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
৮৮. শরৎচন্দ্রের ‘ রামের সুমতি ’ কোন পত্রিকায় প্রথম প্রকাশিত হয় ?
- ১৯১৩ সালে ' যমুনা ' পত্রিকায় ।
৮৯. শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাসটি প্রথম কবে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
৮৯. শরৎচন্দ্রের 'শ্রীকান্ত' উপন্যাসটি প্রথম কবে কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
- ভারতবর্ষ পত্রিকায় , শ্রীকান্তের ভ্রমণ কাহিনী নামে ( প্রথম তিনটি পর্ব )
৪ র্থ পর্বটি ‘ বিচিত্রা ' পত্রিকায় ধারাবাহিক ভাবে বের হয় ।
৯০. শরৎচন্দ্রের ‘দেনাপাওনা’ উপন্যাসের নাট্যরূপ কী ?
৯০. শরৎচন্দ্রের ‘দেনাপাওনা’ উপন্যাসের নাট্যরূপ কী ?
– ষােড়শী ।
৯১. শরৎচন্দ্র 'অ নিলাদেবী’ ছদ্মনামে কোন উপন্যাস লেখেন ?
৯১. শরৎচন্দ্র 'অ নিলাদেবী’ ছদ্মনামে কোন উপন্যাস লেখেন ?
– ‘নারীর মূল্য ।
৯২. শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কোনটি ?
৯২. শরৎচন্দ্রের জীবিতকালের শেষ উপন্যাস কোনটি ?
– বিপ্রদাস ( ১৯৩৫ সালে ) ।
৯৩. ' চৈতন্য চরিতামৃত ’ কার লেখা ?
৯৩. ' চৈতন্য চরিতামৃত ’ কার লেখা ?
- কৃদাস কবিরাজ ।
৯৪. জাতকের কাহিনী কোন ভাষায় লেখা ?
৯৪. জাতকের কাহিনী কোন ভাষায় লেখা ?
–পালি ।
৯৫. রবীন্দ্রনাথ বন্দেমাতরম গানটি কবে নিজের সুরে গান ?
৯৫. রবীন্দ্রনাথ বন্দেমাতরম গানটি কবে নিজের সুরে গান ?
– ১৮৯৬ সালে কংগ্রেসের কোলকাতা অধিবেশনে ।
৯৬. বেদের কোন অংশে যাদুবিদ্যা আছে ?
৯৬. বেদের কোন অংশে যাদুবিদ্যা আছে ?
- অথর্ববেদ ।
৯৭. বেদের গদ্যাংশকে কী বলে ?
৯৭. বেদের গদ্যাংশকে কী বলে ?
- ব্রাত্মণ ।
৯৮. বেদের পদ্যাংশকে কী বলে ?
৯৮. বেদের পদ্যাংশকে কী বলে ?
– সংহিতা ।
৯৯. ঋকবেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
৯৯. ঋকবেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
— প্রাচীন ভারতের সমাজ , রাজনীতি , ধর্ম ও অর্থনীতি ।
১০০. সামবেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
১০০. সামবেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
- গানের সংকলন ।
১০১. যজুবেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
১০১. যজুবেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
- যজ্ঞ , পূজো পদ্ধতি ।
১০২. অথর্ববেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
১০২. অথর্ববেদে মূলতঃ কী বর্ণনা রয়েছে ?
- সৃষ্টির রহস্য , যাদুবিদ্যা ও মন্ত্র ।
১০৩. ' জাঙ্গলবুক ' এর স্রষ্টা রুডিয়ার্ড কিপলিং এর জন্মস্থান কোথায় ?
১০৩. ' জাঙ্গলবুক ' এর স্রষ্টা রুডিয়ার্ড কিপলিং এর জন্মস্থান কোথায় ?
- মুম্বাই ( ১৮৬৫ সালে ) ।
১০৪. ‘ রবিনসন ক্রুশাে ’ উপন্যাসটির পুরাে নাম কী ?
১০৪. ‘ রবিনসন ক্রুশাে ’ উপন্যাসটির পুরাে নাম কী ?
–‘দ্য লাইফ অ্যান্ড স্ট্রে ও সার প্রাইজিং অ্যাডভোর্স অব রবিনসন ক্রুশাে অফ
ইয়ার্ক মেরিনার ' ।
১০৫. বাংলায় একাঙ্ক নাটকের প্রবক্তা কে ?
১০৫. বাংলায় একাঙ্ক নাটকের প্রবক্তা কে ?
- নাট্যকার মন্মথ রায় ।
১০৬. ‘ দ্যা ক্যাপটিভ লেডি ’ কার লেখা ?
১০৬. ‘ দ্যা ক্যাপটিভ লেডি ’ কার লেখা ?
- মাইকেল মধুসূদন দত্ত |
১০৭. ডােমিনিক লাপিয়ের এইডস বিষয় নিয়ে কোন উপন্যাস লিখেছেন ?
১০৭. ডােমিনিক লাপিয়ের এইডস বিষয় নিয়ে কোন উপন্যাস লিখেছেন ?
- বিয়ল্ড লাভ ।
১০৮. কোন বিখ্যাত গণিতজ্ঞ ছােটদের বই লেখে বিখ্যাত হয়েছেন ?
১০৮. কোন বিখ্যাত গণিতজ্ঞ ছােটদের বই লেখে বিখ্যাত হয়েছেন ?
- লুইস ক্যারল ।
১০৯. বঙ্কিমচন্দ্রের পিতার নাম কী ?
১০৯. বঙ্কিমচন্দ্রের পিতার নাম কী ?
- যাদবচন্দ্র চট্টোপাধ্যায় ।
১১০. বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাস " Rajmohan's wife ' কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
১১০. বঙ্কিমচন্দ্রের প্রথম ইংরেজি উপন্যাস " Rajmohan's wife ' কোন পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয় ?
- ১৮৬৪ সালে " Indian Field " |
১১১. বঙ্কিমচন্দ্রের দূর্গেশনন্দিনীতে কোন ঔপন্যাসিকের কোন উপন্যাসের প্রভাব আছে বলে মনে করা হয় ?
১১১. বঙ্কিমচন্দ্রের দূর্গেশনন্দিনীতে কোন ঔপন্যাসিকের কোন উপন্যাসের প্রভাব আছে বলে মনে করা হয় ?
- স্যার ওয়াল্টার স্কটের " I Van hoe " উপন্যাসের |
১১২. মৃত্যুর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় ?
১১২. মৃত্যুর পর বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে কোন উপন্যাসের জন্য রবীন্দ্র পুরস্কার প্রদান করা হয় ?
— ইছামতী ( ১৯৫১ ) ।
১১৩. ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতার নাম কী ?
১১৩. ব্রতচারী আন্দোলনের প্রতিষ্ঠাতার নাম কী ?
– গুরু সদয় দত্ত ।
১১৪. ১৯২৪ খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক রচিত ‘ গীতারহস্যে'র বঙ্গানুবাদ কে করেন ?
১১৪. ১৯২৪ খ্রিস্টাব্দে বালগঙ্গাধর তিলক রচিত ‘ গীতারহস্যে'র বঙ্গানুবাদ কে করেন ?
- জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর ।
১১৫. লন্ডন শহরে পরলােকগমন করার পর কেনসাস গ্রীণ গীর্জায় কার দেহকে সমাহিত করা হয় ?
১১৫. লন্ডন শহরে পরলােকগমন করার পর কেনসাস গ্রীণ গীর্জায় কার দেহকে সমাহিত করা হয় ?
– দ্বারকানাথ ঠাকুর ।
১১৬. কার পিতৃদত্ত নাম হলাে প্রবােধকুমার ?
১১৬. কার পিতৃদত্ত নাম হলাে প্রবােধকুমার ?
- মানিক বন্দ্যোপাধ্যায় ।
১১৭. ‘ কোরআন - শরীফ ' এর বঙ্গানুবাদ কে প্রথম করেছিলেন ?
১১৭. ‘ কোরআন - শরীফ ' এর বঙ্গানুবাদ কে প্রথম করেছিলেন ?
- গিরিশচন্দ্র সেন ।
১১৮. 'শ্রীচৈতন্যভাগবত’ কার লেখা ?
১১৮. 'শ্রীচৈতন্যভাগবত’ কার লেখা ?
- বৃন্দাবন দাস ।
১১৯. আই. সি. এস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী সাহিত্যিকের নাম কী ?
১১৯. আই. সি. এস পরীক্ষায় প্রথম স্থানাধিকারী সাহিত্যিকের নাম কী ?
– অন্নদাশঙ্কর রায় ।
১২০. কোন বাংলা উপন্যাস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় ?
১২০. কোন বাংলা উপন্যাস প্রথম জ্ঞানপীঠ পুরস্কার পায় ?
- গণদেবতা ।
১২১. কার মৃত্যু উপলক্ষ্যে কাজী নজরুল 'ইন্দ্রপতন’ কবিতাটি লেখেন ?
১২১. কার মৃত্যু উপলক্ষ্যে কাজী নজরুল 'ইন্দ্রপতন’ কবিতাটি লেখেন ?
- দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ ।
১২২. স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি কার চিত্রে ও নির্দেশে অলংকৃত ?
১২২. স্বাধীন ভারতের সংবিধান গ্রন্থটি কার চিত্রে ও নির্দেশে অলংকৃত ?
- নন্দলাল বসু ।
১২৩. রবীন্দ্রনাথের জাপান যাত্রার সময় (১৯১৬ খ্রিঃ) কোন বাঙালী শিল্পী তার সঙ্গী ছিলেন ?
১২৩. রবীন্দ্রনাথের জাপান যাত্রার সময় (১৯১৬ খ্রিঃ) কোন বাঙালী শিল্পী তার সঙ্গী ছিলেন ?
– মুকুল দে ।
১২৪. মুন্সি প্রেমৰ্চাদের আসল নাম কী ?
১২৪. মুন্সি প্রেমৰ্চাদের আসল নাম কী ?
– ধনপত রায়
১২৫. 'ইষ্ট ইন্ডিয়া' পত্রিকাটি কে
প্রকাশ করেন ?
— ডিরােজিও ।
১২৬. সাহিত্যে কোন দেশের প্রধানমন্ত্রী নােবেল পান ?
১২৬. সাহিত্যে কোন দেশের প্রধানমন্ত্রী নােবেল পান ?
— ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ।
১২৭. 'অন্ধ কবিতার পিতামহ' কে ?
১২৭. 'অন্ধ কবিতার পিতামহ' কে ?
- তেলেগু কবি পােদ্দন ।
১২৮. বঙ্কিমচন্দ্ৰ 'কৃষ্ণকান্তার উইল' কবে প্রকাশিত হয় কবে ?
১২৮. বঙ্কিমচন্দ্ৰ 'কৃষ্ণকান্তার উইল' কবে প্রকাশিত হয় কবে ?
– ১৮৭৮ সালে ।
১২৯. কোন বছর বঙ্কিমচন্দ্ৰ কলিকাতা
বিশ্ববিদ্যালয়ের সেনেটের সদস্য নির্বাচিত হন ?
– ১৮৮৫ সালে ।
১৩০. শ্রী চৈতন্যের পােষাকী নাম কী ?
১৩০. শ্রী চৈতন্যের পােষাকী নাম কী ?
– বিশ্বম্ভর মিশ্র ।
১৩১. শ্রীরামকৃষ্ণের জন্ম কতসালে হয় ?
১৩১. শ্রীরামকৃষ্ণের জন্ম কতসালে হয় ?
– ১৮৩৬ সালে ১৮ ফেব্রুয়ারী ।
১৩২. শ্রীরামকৃষ্ণের পিতা ও মাতার নাম কী ?
১৩২. শ্রীরামকৃষ্ণের পিতা ও মাতার নাম কী ?
- ক্ষুদিরাম চট্টোপাধ্যায় ও চন্দ্রমণি দেবী ।
১৩৩. বিবেকানন্দ কত সালে শিকাগাে ধর্ম সম্মেলনে যােগদান করেন ?
১৩৩. বিবেকানন্দ কত সালে শিকাগাে ধর্ম সম্মেলনে যােগদান করেন ?
– ১৮৯৩ সালে ৩১ মে ।
১৩৪. বেদান্ত ও রামকৃয়ের শিক্ষা প্রসারের জন্য বিবেকানন্দ বাংলা ও ইংরেজিতে কী কী মাসিক পত্রিকা প্রকাশ করেন ?
১৩৪. বেদান্ত ও রামকৃয়ের শিক্ষা প্রসারের জন্য বিবেকানন্দ বাংলা ও ইংরেজিতে কী কী মাসিক পত্রিকা প্রকাশ করেন ?
- বাংলায় উদ্বোধন ও ইংরাজীতে প্রবুদ্ধ ভারত ।
১৩৫. কোন প্রথাকে কেন্দ্র করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'কস্যচিৎ উপযুক্ত ভাইপােস্য' ছদ্মনামে দুটি বই লেখেন ?
১৩৫. কোন প্রথাকে কেন্দ্র করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 'কস্যচিৎ উপযুক্ত ভাইপােস্য' ছদ্মনামে দুটি বই লেখেন ?
– বহুবিবাহ প্রথা |
১৩৬. বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন পাশের পর প্রথম বিধবা বিবাহ কে করেন ?
১৩৬. বিদ্যাসাগরের উদ্যোগে বিধবা বিবাহ আইন পাশের পর প্রথম বিধবা বিবাহ কে করেন ?
– সংস্কৃত কলেজের অধ্যাপক শ্রীশচন্দ্র বিদ্যারত্ন |
১৩৭. হিন্দু বিধবাদের দুরবস্থা থেকে বাঁচাবার জন্য ঈশ্বরচন্দ্র কোন ফান্ড প্রতিষ্ঠা করেন ?
১৩৭. হিন্দু বিধবাদের দুরবস্থা থেকে বাঁচাবার জন্য ঈশ্বরচন্দ্র কোন ফান্ড প্রতিষ্ঠা করেন ?
– হিন্দু ফ্যামিলী অ্যানুয়িটি ফান্ড ।
১৩৮. সরকার কর্তৃক বিশেষ স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হওয়ার সাথে সাথে গ্রাম গ্রামান্তরে তিনি ৬ মাসে কটি মডেল স্কুল স্থাপন করেন ?
১৩৮. সরকার কর্তৃক বিশেষ স্কুল ইন্সপেক্টর নিযুক্ত হওয়ার সাথে সাথে গ্রাম গ্রামান্তরে তিনি ৬ মাসে কটি মডেল স্কুল স্থাপন করেন ?
- ২০ টি |
১৩৯. মাইকেল মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কী ?
১৩৯. মাইকেল মধুসূদন দত্তের পিতা ও মাতার নাম কী ?
- রাজনারায়ণ দত্ত ও জাহ্নবী দেবী ।
১৪০. কোন কলেজে পড়ার সময় মধুসূদন নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্ণপদক পেয়েছিলেন ?
১৪০. কোন কলেজে পড়ার সময় মধুসূদন নারী শিক্ষা বিষয়ে প্রবন্ধ লিখে স্বর্ণপদক পেয়েছিলেন ?
– হিন্দু কলেজে ।
১৪১. মধুসূদন দত্ত হিন্দু পেট্রিয়ট পত্রিকায় সম্পাদনা করেন কত সালে ?
১৪১. মধুসূদন দত্ত হিন্দু পেট্রিয়ট পত্রিকায় সম্পাদনা করেন কত সালে ?
- ১৮৬২ সালে |
১৪২.
কোন বছর মাইকেল মধুসূদন দত্ত ব্যারিস্টার পড়বার জন্য বিলেত যান ?
– ১৮৬২ সাল ৯ জুন ।
১৪৩. মাইকেল মধুসূদন দত্ত কোন বাংলা বিখ্যাত নাটকের ইংরাজী অনুবাদ করেন ?
১৪৩. মাইকেল মধুসূদন দত্ত কোন বাংলা বিখ্যাত নাটকের ইংরাজী অনুবাদ করেন ?
- নীলদর্পণ ।
১৪৪. মাইকেল মধুসূদন দত্তকে কে 'কবিকূলভূষণ' আখ্যা দেন ?
১৪৪. মাইকেল মধুসূদন দত্তকে কে 'কবিকূলভূষণ' আখ্যা দেন ?
- বঙ্কিমচন্দ্র |
১৪৫. মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তার কোন গ্রন্থ প্রকাশিত হয় ?
১৪৫. মাইকেল মধুসূদন দত্তের মৃত্যুর পর তার কোন গ্রন্থ প্রকাশিত হয় ?
- মায়াকানন (১৮৭৪ সালে) ।
১৪৬. রাজা রামমােহন রায়ের পিতা ও মাতার নাম কী ছিল ?
১৪৬. রাজা রামমােহন রায়ের পিতা ও মাতার নাম কী ছিল ?
- রামকান্ত রায় ও তারিনী দেবী ।
১৪৭. রাজা রামমােহন রায়ের আসল পদবী কী ছিল ?
১৪৭. রাজা রামমােহন রায়ের আসল পদবী কী ছিল ?
- বন্দ্যোপাধ্যায় ।
১৪৮. রাজা রামমােহন রায়ের প্রথম বই কোটি ?
১৪৮. রাজা রামমােহন রায়ের প্রথম বই কোটি ?
- 'তুহাফাং-উল-মুত্তহাহিদিন' ( ১৮০৩-০৪ খ্রিষ্টাব্দে ) |
১৪৯. রাজা রামমােহন রায় ফার্সী ভাষায় কোন্ সাপ্তাহিক পরিচালনা করেন ?
১৪৯. রাজা রামমােহন রায় ফার্সী ভাষায় কোন্ সাপ্তাহিক পরিচালনা করেন ?
– মিরাৎ-উল-আখবার ।
১৫০. রাজা রামমােহন রায় কোন ধর্মসভা স্থাপন করেন ?
১৫০. রাজা রামমােহন রায় কোন ধর্মসভা স্থাপন করেন ?
– ইউনিটোরিয়াল কমিটি ( ১৮২১ সালে ) ।
১৫১. রাজা রামমােহন রায় কবে প্যারিস যান ও সম্রাট লুই ফিলিপ কর্তৃক সংবর্ধিত হন ?
১৫১. রাজা রামমােহন রায় কবে প্যারিস যান ও সম্রাট লুই ফিলিপ কর্তৃক সংবর্ধিত হন ?
- ১৮৩২ সালে ।
১৫২. আচার্য জগদীশচন্দ্র বসুকে লন্ডনে বিশ্ববিদ্যালয় কবে বি.এস.সি ডিগ্রী প্রদান করেন ?
১৫২. আচার্য জগদীশচন্দ্র বসুকে লন্ডনে বিশ্ববিদ্যালয় কবে বি.এস.সি ডিগ্রী প্রদান করেন ?
- ১৮৯৬ সালে ।
১৫৩. ১৯০৩ সালে ব্রিটিশ সরকার আচার্য জগদীশচন্দ্র বসুকে কোন উপাধি প্রদান করেন ?
১৫৩. ১৯০৩ সালে ব্রিটিশ সরকার আচার্য জগদীশচন্দ্র বসুকে কোন উপাধি প্রদান করেন ?
– সি.আই.ই. |
১৫৪. সি.আই.ই পূর্বে এই সােস্যাইটির কে প্রথম ভারতীয় সদস্য হন ?
১৫৪. সি.আই.ই পূর্বে এই সােস্যাইটির কে প্রথম ভারতীয় সদস্য হন ?
– গণিতজ্ঞ রামানুজম ।
১৫৫. সুভাষ চন্দ্রের পড়াশুনা কোন স্কুলে শুরু হয় ?
১৫৫. সুভাষ চন্দ্রের পড়াশুনা কোন স্কুলে শুরু হয় ?
– প্রােটেস্টান ইউরােপীয়ান স্কুল ।
১৫৬. প্রেসিডেন্সী কলেজের কোন অধ্যাপককে প্রহার করার জন্য সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয় ?
১৫৬. প্রেসিডেন্সী কলেজের কোন অধ্যাপককে প্রহার করার জন্য সুভাষচন্দ্রকে বহিষ্কার করা হয় ?
– অধ্যাপক ওটেসন সাহেবকে ।
১৫৭. ইংরাজী দৈনিক 'বন্দেমাতরম' পত্রিকাটি প্রকাশিত হলে এর প্রথম সম্পাদক কে ?
১৫৭. ইংরাজী দৈনিক 'বন্দেমাতরম' পত্রিকাটি প্রকাশিত হলে এর প্রথম সম্পাদক কে ?
- বিপিনচন্দ্র পাল ।
১৫৮. জ্ঞানপীঠ পরস্কার কোন বছর থেকে দেওয়া হয় ?
১৫৮. জ্ঞানপীঠ পরস্কার কোন বছর থেকে দেওয়া হয় ?
- ১৯৬৫ সাল থেকে |
১৫৯. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি আখ্যা দেন ?
১৫৯. রবীন্দ্রনাথ ঠাকুরকে কে বিশ্বকবি আখ্যা দেন ?
- ব্রহ্ম্বান্দব উপাধ্যায় |
১৬০. 'The Mammaries of the Welfare state' গ্রন্থটি কার লেখা ?
১৬০. 'The Mammaries of the Welfare state' গ্রন্থটি কার লেখা ?
- উপমন্যু চ্যাটার্জি
১৬১. প্রথম সংস্কৃত মহাভারত কে বাংলা গদ্যে অনুবাদ করেন ?
– কালীপ্রসন্ন সিংহ ।
সুতরাং, দেরি না করে এখনই বাংলা সাহিত্যের ইতিহাস Pdf টি পোস্টটির নীচে গিয়ে ডাউনলোড করুন
আরও পড়ুন-
File Details :
File Name- History of Bengali Literature Questions and Answers
File Format- pdf
Quality- High
File Page- 17
File Location- Google Drive
Download Link: Click Here
কপিরাইট: jibikadisari.com এর অনুমতি ছাড়া কোনো অংশ কপি করে অন্য কোনও ওয়েবসাইটে বা ব্লগে ব্যবহার করা অথবা অন্য কোনো উপায়ে প্রকাশ করা সম্পূর্ণ নিষিদ্ধ। যদি কোনো কারনে লেখার অংশ প্রয়োজন হয় তাহলে আমাদের সাথে যোগাযোগ করে, উপযুক্ত লিঙ্ক সহ সম্পূর্ন সূত্র দিয়ে কপি করার অনুরোধ করা হল। অন্যথায় আমরা উপযুক্ত ব্যবস্থা নিতে বাধ্য থাকবো। আপনি কেবলমাত্র পড়াশোনার জন্য আপনার বন্ধু ও আত্মীয়দের হােয়াটসঅ্যাপ টেলিগ্রাম বা ফেসবুক ইত্যাদি প্লাটফর্মে শেয়ার করতে পারেন এমনকি প্রিন্ট ও করতে পারেন তাতে আমাদের কোনো অসুবিধা নেই।
আমাদের কথা: যদি কোনো প্রশ্নের উত্তর বা বানান ভুল থাকে, এই ভুল আমাদের অনিচ্ছাকৃত এর জন্য আমরা ক্ষমা প্রার্থী। সঠিকটা অবশ্যই কমেন্ট করে জানান আমরা পরবর্তী ক্ষেত্রে আপডেট করে দেব।