উত্তর দিনাজপুর জেলার ইতিহাস PDF || History of North Dinajpur District PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
উত্তর দিনাজপুর জেলার ইতিহাস
সীমানা- উত্তরে দার্জিলিং, দক্ষিণে দিনাজপুর, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বিহার।
আয়তন- ৩,১৪০ বর্গকিমি।
উত্তর দিনাজপুর জেলার সদর শহর কোনটি?
- রায়গঞ্জ।
মহকুমা- ২ টি - রায়গঞ্জ ও ইসলামপুর।
জনসংখ্যা- ২৪, ৮১, ৮২৪।
সাক্ষরতার হার- ৪৮.৬৩ %, পুরুষ - ৬৩,২৩ %, এবং মহিলা – ৩৭.১৬ %।
নদ-নদী- মহানন্দা, আত্রাই, গামার, ফুলিক, পুনর্ভবা, টাঙ্গন।
কৃষিজাত পণ্য- ধান, পাট, গম, চা, তৈলবীজ, আনারস।
পুরসভা- ৪ টি।
গ্রাম পঞ্চায়েত- ৯৮ টি।
পঞ্চায়েত সমিতি- ৯ টি।
ব্লক- ৯ টি।
দ্রষ্টব্য স্থান: ফুলিক অভয়ারণ্য।
উত্তর দিনাজপুর জেলার বিখ্যাত ব্যক্তি :
- নাট্যকার নির্মলেন্দু লাহিড়ী, রাজনৈতিক নেতা প্রিয়রঞ্জন দাশমুন্সী।
আরও পড়ুন- কোচবিহার জেলার ইতিহাস PDF