Ads Area


চুম্বক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || চুম্বক কয় প্রকার ও কি কি

ম‍্যাগনেট বা চুম্বক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর (magnet)- চুম্বক একটি উপাদান বা বস্তু, যা একটি চৌম্বক ক্ষেত্র তৈরিতে সক্ষম। চুম্বক একটি বিশেষ আকর্ষন ও ক্ষমতাসম্পন্ন বস্তু। এই চুম্বকের ক্ষেত্র হয়  অদৃশ‍্য যা অন‍্যান‍্য

ম‍্যাগনেটিক পদার্থ যেমন লোহা, ইস্পাত, নিকেল, কোবাল্ট ইত‍্যাদিকে টানে বা আকর্ষন করে। চুম্বক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি নীচে আলোচনা করা হল।

চুম্বক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর || চুম্বক কয় প্রকার ও কি কি

চুম্বক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি দেখার আগে একটু জেনে নিন। আমাদের পৃথিবী একটি বিরাট চুম্বক বলেই পৃথিবীর মাধ‍্যাকর্ষন বল আছে। পৃথিবীর ভূভাগের কিছু স্থায়ী অংশ চুম্বকীয়করন রয়েছে এবং পৃথিবীর নিজের অংশ তার নিজস্ব চৌম্বক ক্ষেত্র তৈরি করে, যা আমরা ভূপৃষ্ঠে অনুভব করি সেক্ষেত্রে এই অংশটি বজায় থাকে। তাই আমরা বলতেই পারি, পৃথিবী যে নিজেই একটা চুম্বক। নীচে চুম্বক থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর গুলি দেওয়া হল-

চুম্বক নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর

1. চুম্বক সাধারণত কয় প্রকার ও কি কি?

উত্তর- দুই প্রকার, যথা প্রাকৃতিক চুম্বক ও কৃত্তিম চুম্বক।


2. চৌম্বক পদার্থ কাকে বলা হয়?

উত্তর- চুম্বক  যে যে পদার্থকে টানে বা আকর্ষণ করে সেইসব পদার্থকে বলা হয় চৌম্বক পদার্থ। যেমন লোহা ,নিকেল, ইস্পাত ও কোবাল্ট।


3. অচৌম্বক পদার্থ কাকে বলা হয়?

উত্তর- যে সকল পদার্থকে চুম্বক আকর্ষণ করতে পারে না শুধুমাত্র বিকর্ষণ করে তাদেরকে অচৌম্বক পদার্থ বলা হয়। যেমন কাঠ,কাগজ, রাবার ইত‍্যাদি।


4. দন্ডচুম্বক কি?

উত্তর- আয়তঘনকার চৌম্বকিত ইস্পাতের দন্ডকে বলা হয় দন্ড চৌম্বক।


5. চৌম্বকের দিকনির্দেশক ধর্ম কাকে বলে ?

উত্তর- প্রকৃতপক্ষে ভাসমান  বা ঝুলন্ত চৌম্বকের উত্তর ,দক্ষিণ দিক ঘুরে থাকার ধর্মকে বলা হয় চৌম্বকের দিকনির্দেশক ধর্ম।


6. শালাকা চুম্বক কাকে বলা হয় এবং কোন কাজে ব‍্যবহৃত হয়?

উত্তর- একটি ছোট হালকা চৌম্বকিত ইস্পাতের পাত চুম্বক শলাকা। চুম্বক বিষয়ক বিভিন্ন পরীক্ষার জন্য ব্যবহৃত হয়।


7. চুম্বকের মেরু কী?

উত্তর- চুম্বকের দুই প্রান্তের যে দুই  অঞ্চলের আকর্ষণ ক্ষমতা সর্বাধিক থাকে সেই দুই অঞ্চলকে চুম্বকের মেরু বলা হয়।


8 . চুম্বকের উদাসীন অঞ্চল কাকে বলে?

উত্তর- চুম্বকের মাঝখান বরাবর যে বিকর্ষণ যুক্ত অঞ্চল থাকে তাকে চুম্বকের উদাসীন অঞ্চল বলা হয়।


9. চুম্বকের দূরত্ব কাকে বলা হয়?

উত্তর- কোন চুম্বকের দুই মেরুর মধ্যবর্তী অঞ্চলের যে দূরত্ব থাকে তাকে চুম্বন দূরত্ব বলা হয়।


10. কোন বিজ্ঞানী প্রথম বলেছিলেন পৃথিবী নিজে একটি চুম্বক 1600 খ্রিষ্টাব্দ?

উত্তর- বিজ্ঞানী গিলবার্ট


11. একটি চুম্বককে ঝুলিয়ে দিলে সেটি কোন দিকে থাকবে?

উত্তর- উত্তর এবং দক্ষিণ দিকে অভিমুখ থাকবে


12. চুম্বকের আক্ষ কাকে বলা হয়?

উত্তর- চুম্বকের উত্তর এবং দক্ষিণ মেরু যোগের ফলে যে সরলরেখার সৃষ্টি হয় তাকে চুম্বকের অক্ষ বলা হয়।


13 . চুম্বকের ক্ষেএ কাকে বলা হয়?

উত্তর- একটি চুম্বকের চৌম্বক প্রভাব ও তার আশেপাশের বিস্তৃত অংশকে চৌম্বকের ক্ষেত্রে বলা হয়।


14. চুম্বকের আকর্ষনী ধর্ম কী?

উত্তর- যখন একটি চুম্বক অন্যকোন চৌম্বক পদার্থেকে আকর্ষণ করে এটাই হলো চৌম্বকিত  আকর্ষণী ধর্ম।


15. চৌম্বক আবেশ কাকে বলা হয়?

উত্তর- যখন  চৌম্বকের ঘর্ষণের ফলে কোন চৌম্বক পদার্থ চুম্বকে পরিনত হয় তাকে বলে চৌম্বক আবেল।


16. চুম্বকের ধর্ম কটি ও কি কি?

উত্তর- চুম্বকের ধর্ম হল সাধারণত দুটি। আকর্ষনীয় ধর্ম ও দিকনির্দেশক ধর্ম।


17.কোন জায়গায় চুম্বকের আকর্ষন বিন্দু সবথেকে বেশি থাকে?

উত্তর- মেরু বিন্দুতে


18. তড়িৎ চুম্বক কি বা কাকে বলে?

উত্তর- কোন চৌম্বক পদার্থের মধ্য দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়ে সেই চৌম্বক পদার্থটি সাময়িকভাবে চুম্বকে পরিনীত হয় তাকে বলা হয় তরিৎ চুম্বক।


19. তরিৎ চুম্বকের ব‍্যবহার গুলি উল্লেখ করো?

উত্তর- a.লাউডস্পিকারে ব্যবহৃত হয় b. চোখের ভিতর লোহার ছোট অংশ বার করতে ডাক্তাররা চুম্বক ব‍্যবহার করেন।


20. পরিযায়ী পাখিরা তাদের চলাচলের গতিপথ নির্ণয় করে কিসের সাহায্যে?

উত্তর- পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের সাহায্যে।


21. চৌম্বক বল কাকে বলা হয়?

উত্তর- একটি লোহা ও একটি চুম্বক এর মধ্যে পারস্পরিক ক্রিয়া বল কে বলা হয় চৌম্বক বল। চৌম্বক বল হল একটি স্পর্শহীন বল।


22. প্রাকৃতিক চুম্বক কাকে বলা হয়?

উত্তর- যে সকল চুম্বক প্রকৃতিতে বা খনিতে সৃষ্ট তাদেরকে প্রাকৃতিক চুম্বক ও বলা হয়।


23. কৃত্রিম চুম্বক কাকে বলা হয়ে থাকে?

উত্তর- যে কোন চুম্বক পদার্থকে কোন বিশেষ উপায়ের মাধ‍্যমে চুম্বকে পরিণত করাকে বলা হয় কৃত্রিম চুম্বক।

আরও পড়ুনঃ জীবন বিজ্ঞান ও রসায়ন বিজ্ঞান প্রশ্ন উত্তর চাকরির পরীক্ষার

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area