আমাদের ব্লগে স্বাগতম! এখানে, আমরা বিভিন্ন বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান শেয়ার করব যা আমরা মনে করি আপনার কাছে আকর্ষণীয় হবে।
পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ কর - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পশ্চিমবঙ্গের জলবায়ুতে মৌসুমী বায়ুর প্রভাব বিশ্লেষণ কর
পশ্চিম-মৌসুমী বায়ু এবং অপরটি শীতকালে শুদ্ধ উত্তর-পূর্ব মৌসুমী বায়ু। পশ্চিমবঙ্গের জলবায়ুর ওপর এই দুই মৌসুমী বায়ুর প্রভাব খুবই বেশি।
যেমন-
(১) দক্ষিম-পশ্চিম মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ু এবং উত্তর পূর্ব মৌসুমী বায়ুর আগমন ও প্রত্যাগমন অনুসারেই পশ্চিমবঙ্গের জলবায়ুকে ৪ টি ঋতুতে ভা করা হয়-
(ক) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন পূর্ব সময়কাল বা গ্রীষ্মকাল
(খ) দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর আগমনকাল বা বর্ষাকাল
(গ) দক্ষিম-পশ্চিম মৌসুমী বায়ুর প্রত্যাবর্তনকাণ বা শীতকাল
(ঘ) উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর আগমনকাল বা শীতকাল
(২) কেবলমাত্র ঋতু - বিভাজনই নয়, পশ্চিমবঙ্গের জলবায়ুর ঋতুকালীন বৈশিষ্টাও মৌসুমী বায়ুর প্রকৃতির ওপর নির্ভরশীল।
(৩) ডিসেম্বর থেকে ফেব্রুয়ারী মাস পর্যন্ত পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু উত্তর থেকে দক্ষিণে প্রবাহিত হয়। এই বায়ু শীতল বলে পশ্চিমবঙ্গের তাপমাত্রা অনেক কমে যায়। এজন্য এই সময়টিকে বলে শীতকাল। এছাড়া উত্তর-পূর্ব মৌসুমী বায়ু শুষ্ক বলে শীতকালে পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হয় না।
(৪) জুন থেকে সেপ্টেম্বর মাস দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু আর্দ্র বলে এই সময় সারা আকাশ মেঘে ঢেকে যায় এবং বৃষ্টিপাত হয়। এজন্য বছরের এই চারমাসকে বলে বর্ষাকাল।
(৫) অক্টোবর-নভেম্বর মাসে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ থেকে প্রত্যাবর্তন করে। এর ফলে আকাশ মেঘমুক্ত হয় এবং উষ্ণতাও সাময়িকভাবে বেড়ে যায়। এই সময়টিকে বলে শরৎকাল।
(৬) ফেব্রুয়ারী মাসের শেষ দিক থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু পশ্চিমবঙ্গ থেকে বিদায় নেয় এবং জুন মাসে দক্ষিম-পশ্চিম মৌসুমী বায়ুর আগমন ঘটে। এই দুই বায়ুর মধ্যবর্তী সময়কাল অর্থাৎ মার্চ থেকে মে মাস পশ্চিমবঙ্গের উষ্ণতা যথেষ্ট বৃদ্ধি পায়। এজন্য এই সময়টিকে বলা হয় গ্রীষ্মকাল।
আরও পড়ুন-