বাঁকুড়া জেলার ইতিহাস PDF || History of Bankura District PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
বাঁকুড়া জেলা
সীমানা- পূর্বে হুগলি, পশ্চিমে পুরুলিয়া, উত্তরে বর্ধমান, দক্ষিণে মেদিনীপুর।
আয়তন- ৬,৮৮২ বর্গকিমি।
সদর- বাঁকুড়া।
মহকুমা- ৩ টি। বাঁকুড়া, বিষ্ণুপুর ও খাতড়া।
পুরসভা- ৩ টি।
গ্রাম পঞ্চায়েত- ১৯০ টি।
পঞ্চায়েত সমিতি- ২২ টি।
ব্লক- ২২ টি।
জনসংখ্যা- ৩১,৯১,৮২২
সাক্ষরতার হার- ৬৩.৮৪ %, পুরুষ - ৭৭.২১ %, এবং মহিলা ৪৯.৮০ %।
নদ-নদী: দামোদর, দ্বারকেশ্বর, কাঁসাই, শিলাই, কুমারী, জয়পত্তা।
পাহাড়: শুশুনিয়া ও বিহারীনাথ।
কৃষি উৎপাদন: ধান, গম, আলু, তৈলবীজ, আখ।
খনিজ: কয়লা।
শিল্প: মেজিয়ায় তাপ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, অনেকরকম কুটির শিল্প, রেশম শিল্প, বস্ত্র শিল্প, কাগজ নির্মাণ, পাথরের তৈরি সৌখিন দ্রব্যাদি ইত্যাদি।
প্রধান উৎসব: ভাদু গান ও টুসু পরব।
বাঁকুড়া জেলার দর্শনীয় স্থান:
শ্রী শ্রী মায়ের জন্মভিটা জয়রামবাটি, মুকুটমণিপুর, যামিনী রায়ের সংগ্রহশালা, বিষ্ণুপুরের রাসমঞ্চ, ছাতনার বাঁগুলী মন্দির ইত্যাদি।
বাঁকুড়া জেলার বিখ্যাত ব্যক্তির নাম:
শ্রী শ্রী সারদা মা, ভাস্কর রামকিঙ্কর বেইজ, চিত্রশিল্পী যামিনী রায়, রবীন্দ্রসঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়, রবীন্দ্রনাথের সঙ্গীত শিক্ষক যদু ভট্ট, ভাষাবিদ বসত্তরঞ্জন রায়, গায়ক অনন্তলাল বন্দ্যোপাধ্যায়, বিদ্রোহী দুর্জন সিং প্রমুখ।
আরও পড়ুন-