দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস PDF || History of Dakshin Dinajpur District PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
দক্ষিণ দিনাজপুর জেলার ইতিহাস
সীমানা- উত্তরে বাংলাদেশ, দক্ষিণে মালদহ, পূর্বে বাংলাদেশ, পশ্চিমে বিহার
আয়তন- ২,২১৯ বর্গকিমি।
সদর- বালুরঘাট।
মহকুমা- ২ টি। বালুরঘাট ও গঙ্গারামপুর।
গ্রাম পঞ্চায়েত- ৬৫ টি।
পঞ্চায়েত সমিতি- ৮ টি।
ব্লক- ৮ টি।
জনসংখ্যা- ১৫,০২,৬৪৭।
সাক্ষরতার হার- ৪৭.৬৪ %, পুরুষ - ৫৯.২৭ %, এবং মহিলা - ৩৭.১৭ %।
প্রধান উৎসব- টুসু।
দিনাজপুর কিসের জন্য বিখ্যাত
- দিনাজপুর জেলা লিচুর জন্য বিখ্যাত।
দক্ষিণ দিনাজপুরের দর্শনীয় স্থান
- মহীপাল দিঘি, কালো দিঘি, ঢলো দিঘি।
বিখ্যাত ব্যক্তি-
- কথা সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়, নাট্যকার মন্মথ রায় প্রমুখ।
আরও পড়ুন-