মালদা জেলার ইতিহাস PDF || History of Malda District PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
মালদা জেলা
সীমানা: উত্তরে দক্ষিণ ও উত্তর দিনাজপুর, দক্ষিণে বাংলাদেশ ও মুর্শিদাবাদ, পূর্বে বাংলাদেশ এবং পশ্চিমে বিহার।
আয়তন: ৩,৭৩৩ বর্গকিলোমিটার।
সদর: ইংলিশবাজার।
মহকুমা: ৩ টি। মালদা, চাঁচোল, কালিয়াচক।
জনসংখ্যা: ৩২, ৯০, ১৬০।
সাক্ষরতার হার: ৫০.৭১ %, পুরুষ - ৫৯.২৪ %, এবং মহিলা – ৪১.৬৭ %।
পুরসভা: ২ টি।
গ্রাম পঞ্চায়েতঃ ১৪৭ টি।
পঞ্চায়েত সমিতিঃ ১৫ টি।
ব্লক: ১৫ টি।
প্রধান লোক উৎসব: গম্ভীরা।
নদ-নদী: গঙ্গা, মহানন্দা, কালিন্দী, পুনর্ভবা, টাঙ্গন, ফুলহার, নাগর।
কৃষি উৎপাদন: আম, গম, ধান, পাট, ছোলা, ডাল, আখ, আনারস।
মালদা জেলার ঐতিহাসিক স্থান / দর্শনীয় স্থান:
আদিনা মসজিদ, সালিশি দরওয়াজা, কদমরসুল, জহ্নরাদেবীর মন্দির, নন্দী দীর্ঘিকা, বৌদ্ধ মহাবিহার ইত্যাদি।
মালদা জেলার বিখ্যাত ব্যক্তি:
প্রখ্যাত সাহিত্যিক শিবরাম চক্রবর্তী, বিখ্যাত জননেতা গনিখান চৌধুরী, সেনবংশের রাজা বল্লাল সেন প্রমুখ।
আরও পড়ুন-