পুরুলিয়া জেলার ইতিহাস PDF || History of Purulia District PDF - এই টপিকটি থেকে ভারত তথা পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই তালিকাটি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
পুরুলিয়া জেলা
সীমানা: পূর্বে বর্ধমান ও বাঁকুড়া, পশ্চিমে হাজারিবাগ, উত্তরে বিহার, দক্ষিণে মেদিনীপুর।
আয়তন: ৬,২৫৯ বর্গকিমি।
পুরুলিয়া জেলার মহকুমা:
৩ টি - পুরুলিয়া পূর্ব, পুরুলিয়া পশ্চিম এবং রঘুনাথপুর।
সদর: পুরুলিয়া।
পুরসভা: ৩ টি।
গ্রাম পঞ্চায়েত: ১৭০ টি।
পঞ্চায়েত সমিতি: ২০ টি।
পুরুলিয়া জেলার ব্লক:
২০ টি।
জনসংখ্যা: ২৫, ৩৫, ২৩৩ জন।
সাক্ষরতার হার: ৫৬.১৪ %, পুরুষ - ৭৪.১৮ %, এবং মহিলা - ৩৭.১৫ %।
নদ-নদী: কাঁসাই, শিলাই, দামোদর, কুমারী, গুরম, দ্বারকেশ্বর।
পাহাড়: অযোধ্যা, বাঘমুণ্ডী, জয়চণ্ডী, জয়ন্তী, পরশ, পাঞ্চেত।
খনিজ সম্পদ: কয়লা, ম্যাঙ্গানিজ, চিনামাটি, গ্রানাইট পাথর, চুনাপাথর, গালা।
শিল্প: গালা, তসর, ইস্পাত কারখানা, লাক্ষাশিল্প, মুখোশ তৈরি, সাঁওতালডিহি বিদ্যুৎকেন্দ্র।
প্রধান উৎসব: ভাদু উৎসব, শিকার উৎসব।
লোক নৃত্য: ছৌ, ঝুমুর, নাচলি।
পুরুলিয়া জেলার দর্শনীয় স্থান:
গিধনী, বেলপাহাড়ি, ঝাড়গ্রাম, দলমা পাহাড়, বাঘমুণ্ডির রাজবাড়ী, কনক দুর্গার মন্দির।
পুরুলিয়া জেলার বিখ্যাত ব্যক্তি:
প্রখ্যাত ছৌ নৃত্যশিল্পী গম্ভীর সিং মুরা, মানভূম জননী লাবণ্যপ্রভা ঘোষ প্রমুখ।
আরও পড়ুন-