শ্রদ্ধেয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভূগোলের ভারতের বিভিন্ন রাজ্যের অভয়ারণ্যর অবস্থান নিয়ে আলোচনা করছি যেগুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। তোমরা এখান থেকে ভারতের বিভিন্ন রাজ্যের অভয়ারণ্যর অবস্থান তালিকা PDF টি ডাউনলোড করে নিয়েও পড়তে পারবে।
ভারতের বিভিন্ন রাজ্যের অভয়ারণ্যর অবস্থান |
---|
রাজ্য | অভয়ারণ্য |
পশ্চিমবঙ্গ | জলপাইগুড়ি, জলদাপাড়া |
মধ্যপ্রদেশ | পাঁচমারি, গান্ধী সাগর, রাতাপানি |
হিমাচল প্রদেশ | রহিলা |
উড়িষ্যা | সিমলিপাল, ভিতরকণিকা |
অন্ধ্রপ্রদেশ | শ্রীশৈলম, নলপতি, মঞ্জীরা |
বিহার | ভীমবাঁধ, গৌতম বুদ্ধ, কাইমুর |
ঝাড়খন্ড | পালামৌ, হাজারীবাগ |
ছত্রিশগড় | বাদলখোলা, আচানাকমার, উয়ন্তি |
কর্ণাটক | ভদ্রা, সারাবতী, তুঙ্গভদ্রা, ডানদিলি |
জম্মু ও কাশ্মীর | দাচিগ্রাম |
কেরালা | পেরিয়ার, মালাবার, বেনুরদা |
অরুণাচল প্রদেশ | নামদাফা |
গুজরাট | গির |
তামিলনাড়ু | মুডুমাল্লাই, ভেদান্থাঙ্গল |
উত্তরাখণ্ড | গোবিন্দ মালান |
ভারতের বিভিন্ন রাজ্যের অভয়ারণ্যর অবস্থান প্রশ্ন উত্তর PDF Download
আরও পড়ুন:
File Details:
File Name- jibikadisari.com- ভারতের বিভিন্ন রাজ্যের অভয়ারণ্যর অবস্থান
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 1
File Location- Google Drive