এই ব্লগ পোস্টে, আমরা সাধারণ জ্ঞানের বিষয়গুলির একটি পরিসীমা কভার করতে যাচ্ছি। বর্তমান ঘটনা থেকে ভূগোল, আমরা এটি সব কভার করব! তাই আপনি যাতায়াতের সময় পড়ার জন্য কিছু খুঁজছেন, বা আসন্ন পরীক্ষার জন্য আপনার জ্ঞান বাড়াতে চান, এটি আপনার জন্য ব্লগ পোস্ট। প্রস্তুত? চলুন শুরু করি!
মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর PDF Download - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
মৎস্য সম্পদের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর
1 .কোন মাছটি পিলেজিক শ্রেণির- টুনা/ হেডক/ হেরিং/ হ্যালিবুট?
উত্তর: হেরিং
2. পশ্চিমবঙ্গের কোথায় মৎস্য বন্দর গড়ে তোলা হয়েছে?
উত্তর: শংকরপুরে
3. পৃথিবীর প্রধান বাণিজ্যিক মৎস্য শিকারক্ষেত্রগুলি- ক্রান্তীয় অঞ্চলে/ মেরু অঞ্চলে/ নাতিশীতোষ্ণ অঞ্চলে/ নিরক্ষীয় অঞ্চলে অবস্থান করছে?
উত্তর: নাতিশীতোষ্ণ অঞ্চলে অবস্থান করছে।
4. পৃথিবীর বৃহত্তম সামুদ্রিক মগ্ন চড়া কোনটি?
উত্তর: গ্র্যান্ড ব্যাঙ্ক
5. কোন দেশকে মৎস্যজীবীর দেশ বলা হয়?
উত্তর: নরওয়ে
6. ভারতের একটি অভ্যন্তরীণ মৎস্যক্ষেত্রের ও একটি গভীর সমুদ্রের মাছের নাম কি?
উত্তর: রুই ও হ্যালিবাট
7. কোনটি অ্যানাড্রোমাস মাছের একটি উদাহরণ হল হেরিং/ কড়/ ইলিশ/ ম্যাকারেল?
উত্তর: ইলিশ
8. প্রধান পিলেজিক মাছ কোনটি?
উত্তর: হেরিং
9. প্রধান ডেমার্সাল মাছ কোনটি?
উত্তর: কড
10. উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যচারণক্ষেত্রের অন্তর্গত দুটি মগ্নচড়ার নাম কি?
উত্তর: গ্র্যান্ড ব্যাঙ্ক ও সেবল ব্যাঙ্ক
11. ভারতে ন্যাশনাল ফিসারিজ ডেভেলপমেন্ট বোর্ড এর প্রধান কার্যালয়টি কোথায় অবস্থিত?
উত্তর: হায়াদ্রাবাদে
12. ডায়াড্রোমাস মাছ কাকে বলে?
উত্তর: যেসব মাছ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত প্রজননের জন্য আংশিকভাবে সমুদ্রের নোনা জলে এবং আংশিকভাবে নদীর মিষ্টি জলে বসবাস করে, তাদের ডায়াড্রোমাস মাছ বলে। যেমন- ইলিশ, ইল ইত্যাদি।
13. অ্যাম্ফিড্রোমাস মাছ কাকে বলে?
উত্তর: যেসব মাছ প্রজননের কারন ছাড়াই নিয়মিতভাবে নদনদী অর্থাৎ স্বাদুজল ও সমুদ্রের নোনা জলের মধ্যে আসা যাওয়া করে তাদের অ্যাম্ফিড্রোমাস মাছ বলে। যেমন- মাউন্টেন মুলেট।
14. কোন কোন স্রোতের সংযোগস্থলে উত্তর-পূর্ব প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্রটি গড়ে উঠেছে?
উত্তর: শীতল বেরিং ও ক্যালিফর্নিয়া স্রোত এবং উষ্ণ উত্তর প্রশান্ত মহাসাগরীয় স্রোতের সংযোগস্থলে।
15. পৃথিবীর বৃহত্তম মৎস্য বন্দর কোনটি?
উত্তর: স্পেনের ভিগো বন্দর
16. দক্ষ মৎস্যজীবীর দেশ কাকে বলে?
উত্তর: আইসল্যান্ডকে
17. অ্যানাড্রোমাস মাছ- সবসময় সমুদ্রে থাকে/ সবসময় নদীতে থাকে/ ডিম পাড়ার সময় নদী থেকে সমুদ্রে আসে/ ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে?
উত্তর: ডিম পাড়ার সময় সমুদ্র থেকে নদীতে আসে
18. ডেমার্সাল মাছ কাকে বলে?
উত্তর: গভীর সমুদ্রে বিচরণকারী মাছকে ডেমার্সাল মাছ বলে। যেমন– কড়
19. শীতল ল্যাব্রাডার স্রোত ও উষ্ণ উপসাগরীয় স্রোতের সংযোগস্থলে কোন মৎস্যচারণক্ষেত্র গড়ে উঠেছে?
উত্তর: উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্র
20. যে ধরনের মাছ গভীর সমুদ্রে বসবাস করে তাদের কি বলে?
উত্তর: ডেমার্সাল মাছ
21. বাণিজ্যিক মৎস্য আহরণ কাকে বলে?
উত্তর: প্রধাণত রপ্তানি বাণিজ্যের উদ্দেশ্যে আধুনিক যন্ত্রপাতির সাহায্যে সমুদ্র থেকে মাছ ধরাকে বাণিজ্যিক মৎস্য আহরণ বলে।
22. পৃথিবীর কোন মহাসাগর থেকে সবচেয়ে বেশি মাছ সংগ্রহ করা হয়?
উত্তর: প্রশান্ত মহাসাগর থেকে
23. কোনটি হল একটি ক্যাটাড্রোমাস মাছ-ইলিশ/ স্যামন/ ইল/ শোল?
উত্তর: ইল
24. গ্র্যান্ড ব্যাঙ্ক মগ্ন চড়া কোথায় অবস্থিত?
উত্তর: উত্তর-পশ্চিম আটলান্টিক মহাসাগরীয় মৎস্যক্ষেত্রে।
25. কোন কোন স্রোতের সংযোগস্থলে উত্তর-পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় মৎস্যক্ষেত্র গড়ে উঠেছে?
উত্তর: উষ্ণ জাপান বা কুরোশীও স্রোত এবং শীতল ওয়াশীও স্রোতের সংযোগস্থলে।