এই ব্লগ পোস্টে, আমরা সাধারণ জ্ঞানের বিষয়গুলির একটি পরিসীমা কভার করতে যাচ্ছি। বর্তমান ঘটনা থেকে ভূগোল, আমরা এটি সব কভার করব! তাই আপনি যাতায়াতের সময় পড়ার জন্য কিছু খুঁজছেন, বা আসন্ন পরীক্ষার জন্য আপনার জ্ঞান বাড়াতে চান, এটি আপনার জন্য ব্লগ পোস্ট। প্রস্তুত? চলুন শুরু করি!
অরণ্য সম্পদ এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF Download - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।
অরণ্য সম্পদ এর গুরুত্বপূর্ণ MCQ প্রশ্ন উত্তর PDF Download
1. আর্জেন্টিনার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: পম্পাস
2. পৃথিবীর দীর্ঘতম বনভূমির নাম কি?
উত্তর: তৈগা বনভূমি
3. পৃথিবীর গভীরতম বনভূমির নাম লেখ?
উত্তর: সেলভা
4. নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যের অক্ষাংশগত বিস্তার লেখ?
উত্তর: নিরক্ষরেখার উভয় দিকে 5° - 10° অক্ষাংশ
5. চন্দন গাছ কোন অরণ্যে দেখা যায়?
উত্তর: ক্রান্তীয় মৌসুমী অরণ্যে।
5. দক্ষিণ আফ্রিকায় নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: ভেল্ড
7. আয়রণ উড গাছ কোন অরণ্যে পাওয়া যায়?
উত্তর: নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যে
8. ভূমধ্য সাগরীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তার কত?
উত্তর: পৃথিবীর উভয় গোলার্ধের 30°- 45° অক্ষরেখার মধ্যে
9. রবার গাছ কোন অরণ্যের বৃক্ষ?
উত্তর: ক্রান্তীয় বৃষ্টি অরণ্যের বৃক্ষ
10. কোন গাছের রস থেকে চুইংগাম তৈরি হয়?
উত্তর: জাপোটি বৃক্ষের রস চিকল থেকে
11. কোন গাছকে ভূমধ্য সাগরীয় অরণ্যের প্রতিফলক বৃক্ষ বলা হয়?
উত্তর: জলপাই গাছকে
12. ভেনেজুয়েলাতে ক্রান্তীয় তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: ল্যানোস
13. কোন অরণ্যকে পৃথিবীর ফুসফুস বলে?
উত্তর: নিরক্ষীয় চিরহরিৎ অরণ্যকে
14. নিউজপ্রিন্ট উৎপাদনে কোন অরণ্যের কাঠ সবচেয়ে বেশি ব্যবহৃত হয়?
উত্তর: সরল বর্গীয় অরণ্যের কাঠ
15. কোন অঞ্চলকে পৃথিবীর ফল ভান্ডার বলে?
উত্তর: ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলকে
16. তৈগা শব্দের অর্থ কী?
উত্তর: পাইন বন
17. কোন অরণ্যে বিভিন্ন প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়?
উত্তর: ক্রান্তীয় চিরহরিৎ অরণ্যে
18. মোচা বা শঙ্কু আকৃতির বৃক্ষ কোন অরণ্যে জন্মায়?
উত্তর: সরল বর্গীয় অরণ্যে
19. কোন গাছ থেকে তাৰ্পিন তেল পাওয়া যায়?
উত্তর: পাইন গাছ থেকে
20. সরল বর্গীয় অরণ্যের প্রধান দুটি গাছের নাম লেখ?
উত্তর: পাইন ও ফার
21. সূচালো ক্ষুদ্র পত্রযুক্ত গাছ কোন অরণ্যে দেখা যায়?
উত্তর: সরল বর্গীয় অরণ্যে
22. কোন বনভূমির পরিমাণ পৃথিবীতে সবচেয়ে বেশি?
উত্তর: সরল বর্গীয় অরণ্য
23. ক্রান্তীয় তৃণভূমি আফ্রিকায় কী নামে পরিচিত?
উত্তর: সাভানা
24. কোন অরণ্য অঞ্চলকে চির গোধূলি অঞ্চল বলে?
উত্তর: নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য অঞ্চলকে
25. অস্ট্রেলিয়ার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: ডাউনস্
26. উত্তর আমেরিকার নাতিশীতোষ্ণ তৃণভূমি কী নামে পরিচিত?
উত্তর: প্রেইরি
27. সরলবর্গীয় অরণ্যের অক্ষাংশগত বিস্তার লেখ?
উত্তর: উত্তর গোলার্ধের 50° - 70° উত্তর অক্ষরেখার মধ্যে
28. কোন গাছের ছাল থেকে বোতলের ছিপি তৈরি হয়?
উত্তর: ওক গাছের ছাল থেকে
29. কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম দেখা যায়?
উত্তর: ম্যানগ্রোভ উদ্ভিদে
30. পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি?
উত্তর: ভারত - বাংলাদেশের সুন্দরবন