Ads Area


ভূ গাঠনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর || Geostructural Processes Question Answers PDF

ভূ গাঠনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর PDF Download - এই টপিকটি থেকে প্রায় সমস্ত রকম প্রতিযোগিতা মূলক পরীক্ষা বা চাকরির পরীক্ষায় WBCS | WBPSC | BANK | Rail | WBP | SSC প্রায়শই প্রশ্ন এসেই থাকে, তাই আপনাদের কাছে এই প্রশ্ন ও উত্তর গুলি সুন্দর করে দেওয়া হলো। যদি ভালোভাবে মুখস্ত বা মনে রাখেন তা হলে প্রতিযোগিতা মূলক পরীক্ষায় আপনাদের অনেক সুবিধা হবে।

ভূ গাঠনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর || Geostructural Processes Question Answers

ভূ গাঠনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর PDF Download


1. ভূত্বক ও গুরুমন্ডলের মাঝে কোন বিযুক্তি তল অবস্থিত?

উত্তর: মোহো বিযুক্তি তল

2. পৃথিবী সৃষ্টির সর্বাধুনিক তত্ত্ব কোনটি?

উত্তর: মহাবিস্ফোরণ তত্ত্ব

3. History of Ocean বইটির লেখক কে?

উত্তর: হ্যারি হেস

4. অভিকর্ষ জনিত বৈষম্য কাকে বলে?

উত্তর: পৃথিবী পৃষ্ঠের কোনো বিন্দুর প্রকৃত বা বাস্তব অভিকর্ষজ মান থেকে ঐ স্থানের তাত্ত্বিক অভিকর্ষজ মানের বিয়োগ ফলকে অভিকর্ষজনিত বৈষম্য বলে।

5. দুটি সামুদ্রিক পাত যখন পরস্পর থেকে দূরে সরে যায় তখন মহাসাগরের তলদেশে কী ধরণের ভূমিরুপ সৃষ্টি হয়?

উত্তর: মধ্য মহাসাগরীয় শৈলশিরা

6. প্যান থালাসা কী?

উত্তর: ওয়েগনারের মতে কার্বনিফেরাস যুগে অখণ্ড মহাদেশ বা প্যানজিয়াকে ঘিরে যে অখণ্ড মহাসাগর অবস্থান করত তাকে প্যানথালাসা বলে।

7. মহাসাগরীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?

উত্তর: ব্যাসল্ট

8. পাত শব্দটি প্রথম কে ব্যবহার করেন?

উত্তর: J.T. উইলসন

9. প্যানজিয়া নামক প্রাচীন ভূখণ্ডের উত্তর ও দক্ষিণ অংশের নাম উল্লেখ কর?

উত্তর: উত্তর অংশের নাম লরেসিয়া বা আঙ্গারাল্যান্ড ও দক্ষিণ অংশের নাম গন্ডোয়ানা ল্যান্ড।

10. কনরাড বিযুক্তি তল কী?

উত্তর: ভূ-ত্বকের সিয়াল ও সিমা স্তর যে তল দ্বারা বিচ্ছিন্ন তাকে কনরাড বিযুক্তি তল বলে।

11. সমুদ্র তলদেশের চ্যাপ্টা মাথার পাহাড় বা আগ্নেয়গিরি গুলিকে কী বলে?

উত্তর: গায়ট

12. বৃত্তচাপীয় দ্বীপমালা কোন পাত সীমান্তে গঠিত হয়?

উত্তর: দুটি মহাসাগরীয় পাতের অভিসারী সীমান্তে

13. মহীসঞ্চরণ মতবাদের প্রবক্তা কে?

উত্তর: আলফ্রেড ওয়েগনার

14. কেন্দ্রমন্ডল প্রধাণত কী কী উপাদান দ্বারা গঠিত?

উত্তর: লোহা ও নিকেল

15. পৃথিবীর সর্ব বৃহৎ চ্যুতির নাম কী?

উত্তর: সান আন্দ্ৰিজ চ্যুতি

16. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত জোয়ারি মতবাদের প্রবক্তা কে?

উত্তর: J. জীনস্ ও জেফ্রিস

17. যে রেখা বরাবর দুটি পাত জুড়ে যায় তাকে বলে?

উত্তর: সীবন রেখা

18. গুরুমন্ডল ও কেন্দ্রমন্ডলের মধ্যবর্তী সীমানাকে কী বলে?

উত্তর: গুটেনবার্গ বিযুক্তি

19. নিমজ্জিত পাতের ঢালু অংশকে বলা হয়- ট্রান্সফর্ম চ্যুতি/ বেনিয়োর্ক জোন/ মধ্যে মহাসাগরীয় শৈলশিরা/ ত্ৰিপাত সংযোগ

উত্তর: বেনিয়োর্ক জোন

20. সমস্থিতি (Isostasy) শব্দটি প্রথম কে প্রবর্তন করেন?

উত্তর: C.E. ডাটন

21. হ্যারি হেস যে মতবাদের প্রবর্তন করেন সেটি হল- সমুদ্র ব্রহ্মের বিস্তৃতি/ মহীসঞ্চরণ/ পাত সংস্থান/ সমস্থিতি

উত্তর: সমুদ্র ব্রহ্মের বিস্তৃতি

22. কোন ধরনের পাত সীমান্তে সমুদ্র খাতগুলি গড়ে উঠে?

উত্তর: অভিসারী পাতসীমান্তে

23. মহাদেশীয় ভূত্বক কোন শিলা দ্বারা গঠিত?

উত্তর: গ্রানাইট

24. পাতসংস্থান তত্ত্বের জনক কাকে বলা হয়?

উত্তর: ফরাসি বিজ্ঞানী পিঁচো কে

25. পাত সঞ্চারণের সবচেয়ে বিজ্ঞান সম্মত কারণটি কী?

উত্তর: অ্যাসথেনোসস্ফিয়ারে সৃষ্ট পরিচলন স্রোত

26. সমস্থিতি কাকে বলে?

উত্তর: ভূ-ত্বকের বিভিন্ন অংশ অর্থাৎ পর্বত, মালভূমি, সমভূমি বিভিন্ন উচ্চতায় ভারসাম্য বজায় রেখে অবস্থানের ঘটনাকে সমস্থিতি বলে।

27. প্রতিবিধান তলের ধারণা দেন কে?

উত্তর: J.H. প্র্যাট

28. ঊর্ধ্ব গুরুমন্ডলের অর্ধ তরল ও নমনীয় স্তরটির নাম কী?

উত্তর: অ্যাসথোনেসস্ফিয়ার

29. কোন পাত সীমানায় ট্রান্সফর্ম চ্যুতি গঠিত হয়?

উত্তর: নিরপেক্ষ পাতসীমানায়

30. ভূ অভ্যন্তরের কত কিমি গভীরে গুটেনবার্গ বিযুক্তি অবস্থিত?

উত্তর: 2900 কিমি

31. পৃথিবীর উৎপত্তি সংক্রান্ত গ্রহাণুতত্ত্বের প্রবক্তা কে?

উত্তর: T.C. চেম্বারলিন ও F.R. মুল্টন

32. যখন দুটি পাত একে অপরের দিকে চালিত হয় তাকে বল?

উত্তর: অভিসারী চলন

33. যখন দুটি পাত একে অপরের বিপরীত দিকে চালিত হয় তাকে বলে?

উত্তর: প্রতিসারী চলন


ভূ গাঠনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর PDF ডাউনলোড




File Details:
File Name- jibikadisari.com-ভূ গাঠনিক প্রক্রিয়া প্রশ্ন উত্তর
File Format- pdf
Quality- High
File Size- 998 KB
File page- 4
File Location- Google Drive

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area