Ads Area


পদ্ম পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা || Padma Awards 2023 PDF

পদ্ম পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা || Padma Awards 2023 PDF

পদ্ম পুরস্কার 2023 : 74 তম প্রজাতন্ত্র দিবসের প্রাক্কালে ভারত সরকার কর্তৃক 2023 পদ্ম পুরস্কার ঘোষণা করা হয়েছিল। বর্তমান ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু তিনটি বিভাগে 106 টি পদ্ম পুরস্কার উপস্থাপনের জন্য অনুমোদন দিয়েছেন।

পদ্ম পুরস্কার হলো দেশের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার গুলির মধ্যে একটি। এই পুরস্কারটি তিনটি বিভাগে প্রদান করা হয় পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী। এই পুরস্কার গুলি শিল্প, সামাজিক কাজকর্ম, জনসাধারণের বিষয়, বিজ্ঞান, ব্যবসা, চিকিৎসা, সাহিত্য, শিক্ষা, ক্রীড়া এবং নাগরিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে প্রদান করা হয়। নীচে 2023 পদ্ম পুরস্কার বিজয়ীদের তালিকা-টি প্রদান করা হলো।

পদ্ম পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা

পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান। ব্যতিক্রমী এবং বিশিষ্ট সেবার জন্য পদ্মবিভূষণ পুরস্কার দেওয়া হয়। 2023 সালে মোট 6 জন ব্যক্তি পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন।পদ্মভূষণ ভারতের তৃতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান।

পদ্ম পুরস্কার 2023 বিজয়ীদের তালিকা || Padma Awards 2023 PDF

ভারতের অসামরিক সম্মানগুলির মর্যাদাক্রম অনুসারে এই পুরস্কার স্থান ভারতরত্ন ও পদ্মবিভূষণ এর পরে, কিন্তু পদ্মশ্রী এর আগে। 2023 সালে মোট 9 জন ব্যক্তি পদ্মভূষণ পুরস্কারে সম্মানিত হয়েছেন। বিভিন্ন ক্ষেত্রে মেধাবী কাজ কর্মের জন্য এই পুরস্কার প্রদান করা হয়। 2023 সালে মোট 91 জন পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত হয়েছেন।


পদ্ম পুরস্কার প্রশ্ন উত্তর


1. 2023 সালে মোট কতজন পদ্ম পুরস্কার পেয়েছেন?

উত্তর- 106 জন।


2. পদ্ম পুরস্কারে তিনটি ভাগ কি কি?

উত্তর- পদ্ম পুরস্কার 3টি বিভাগে দেওয়া হয়, যার মধ্যে রয়েছে পদ্মবিভূষণ, পদ্মভূষণ এবং পদ্মশ্রী।


3. কে প্রথম পদ্মশ্রী পুরস্কার পেয়েছিলেন?

উত্তর- বলবীর সিং দোসাঞ্জা।


4. সবচেয়ে কম বয়সী পদ্ম পুরস্কার বিজয়ী কে?

উত্তর- শোভনা চন্দ্রকুমার এবং শচীন টেন্ডুলকার হলেন কনিষ্ঠতম পদ্ম পুরস্কার প্রাপকদের মধ্যে একজন।

আরও পড়ুন-


File Details:
File Name- jibikadisari.com- Padma Awards 2023 PDF
File Format- pdf
Quality- High
File Size- 1 MB
File page- 5
File Location- Google Drive

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area