শ্রদ্ধেয় বন্ধুরা, আজকে তোমাদের সাথে শেয়ার করলাম ভূগোলের প্রশ্ন ও উত্তর। পর্বটিতে গুরুত্বপূর্ণ ভূগোলের প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করছি যেগুলি তোমাদের সমস্ত রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুব কাজে লাগবে। তোমরা এখান থেকে Top 100 Geography Questions Answer PDF টি ডাউনলোড করে নিয়েও পড়তে পারবে।
ভূগোলের প্রশ্ন ও উত্তর
1. মিসিসিপি নদীর অবস্থান কোথায়?
উত্তর- উত্তর আমেরিকা
2. 2011 সালে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল?
উত্তর- 1028/ বর্গকিমি
3. সূর্যোদয় শিল্প বলা হয় কোন শিল্পকে?
উত্তর- অটোমোবাইল
4. ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়?
উত্তর- আমেদাবাদ কে
5. পৃথিবীর ক্ষুদ্রতম মহাদেশের নাম কি?
উত্তর- অস্ট্রেলিয়া
6. রাজস্থানের মরু অঞ্চলের চলমান বালিয়াড়ি কে কি বলে?
উত্তর- ধ্রিয়ান
7. ভারতের গ্লাসগো বলা হয় কোন শহরকে?
উত্তর- হাওড়া কে
8. ভারতের প্রথম চটকল স্থাপিত হয় কোথায়?
উত্তর- কলকাতার রিষড়াতে
9. আঁধি স্থানীয় বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তর- উত্তর-পূর্ব ভারতের সমভূমি অঞ্চলে
10. ভারত সরকারের অরণ্য গবেষণাগার টি অবস্থান কোথায় রয়েছে?
উত্তর- দেরাদুন
11. ভারতের কোন রাজ্য আখ উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর- উত্তর প্রদেশ
12. কত সালে ভারতের বন সংরক্ষণ আইন পাশ করা হয়?
উত্তর- 1980 সালে
13. পশ্চিমবঙ্গের কোন জেলায় একশৃঙ্গ গন্ডার দেখতে পাওয়া যায়?
উত্তর- জলপাইগুড়ি
14. জেট বায়ু প্রবাহিত হয় সাধারণত কোন স্তরের মধ্যে?
উত্তর- ট্রপোস্ফিয়ার
15. ভারতের স্থায়ী গবেষণা কেন্দ্র দক্ষিণ গঙ্গোত্রী এর অবস্থান কোথায় রয়েছে?
উত্তর- অন্টাকটিকা
16. নাথুলা গিরিপথ এর অবস্থান কোন রাজ্যে?
উত্তর- সিকিম
17. পৃথিবীর যমজ গ্রহ নাম কি?
উত্তর- শুক্র
18. পূর্বঘাট পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি?
উত্তর- মহেন্দ্রগীরি
19. কোন গ্রহে গ্রেট ব্ল্যাক স্পট দেখা দেয়?
উত্তর- নেপচুন
20. সবচেয়ে শীতলতম গ্রহের নাম কি?
উত্তর- নেপচুন
21. জনসংখ্যার বিচারে পৃথিবীতে ভারতের স্থান কত?
উত্তর- দ্বিতীয়
22. পৃথিবীর সূর্য গ্রহন সম্পন্ন হয় কোন দিনে?
উত্তর- অমাবস্যার দিনে
23. পৃথিবীর বৃহত্তম লবণাক্ত জলের হ্রদের নাম কি?
উত্তর- ক্যাস্পিয়ান সাগর
24. কোন দিনটিতে মহাবিষুব সম্পন্ন হয়?
উত্তর- 21 শে মার্চ
আরও পড়ুন: তরুণ গোয়েল জেনারেল নলেজ
25. পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপের নাম কি?
উত্তর- সুন্দরবন বদ্বীপ
26. তিনবিঘা করিডর কোন দুটি দেশের সীমানা চিহ্নিত করে?
উত্তর- ভারত-বাংলাদেশ
27. ক্যান্টারবেরি তৃণভূমি এর অবস্থান কোথায় রয়েছে?
উত্তর- নিউজিল্যান্ড
28. ভারতের উচ্চতম জলপ্রপাত এর নাম কি এবং অবস্থান কোথায় রয়েছে?
উত্তর- কুঞ্চিকল ,কর্নাটকে অবস্থিত
29. মেসোস্ফিয়ার এর অবস্থান কত কিমি উচ্চতায়?
উত্তর- 50-80 কিমি উচ্চতায়
30. চিনুক বায়ু কোথায় প্রবাহিত হয়?
উত্তর- উত্তর আমেরিকার রকি পার্বত্য অঞ্চলে
31. লুসাই উপজাতি কোন রাজ্যে দেখতে পাওয়া যায়?
উত্তর- মনিপুর
32. পৃথিবীর দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর- নীল
33. হরিদ্বার শহরটি কোন নদীর তীরে অবস্থিত করেছে?
উত্তর- গঙ্গা
34. শিবসমুদ্রম জলপ্রপাত কোন নদীর উপর অবস্থিত?
উত্তর- কাবেরী
35. কালাহারি মরুভূমি এর অবস্থান কোন মহাদেশে?
উত্তর- দক্ষিণ আফ্রিকা
36. ভারতের কোন রাজ্যে পাঁচমারি অভয়ারণ্যের অবস্থান রয়েছে?
উত্তর- মধ্যপ্রদেশ
37. আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য কোনটি?
উত্তর- রাজস্থান
38. বাল্মিকী জাতীয় উদ্যান এর অবস্থান কোথায় রয়েছে?
উত্তর- বিহার
39. সবুজ বিপ্লব কি উৎপাদনের সঙ্গে যুক্ত?
উত্তর- খাদ্যশস্য ধান ও গম
40. ভারতের সবচেয়ে পুরাতন বন্দরের নাম কি?
উত্তর- কলকাতা বন্দর
41. চিনুক শব্দের আক্ষরিক অর্থ কী বোঝায়?
উত্তর- তুষার ভক্ষক
42. NH7 জাতীয় সড়কটি কোন দুটি স্থানের মধ্যে অবস্থিত?
উত্তর- বারানসী – কন্যাকুমারী
43. পৃথিবীর কোন দেশকে ভূমিকম্পের দেশ হিসেবে চিহ্নিত করা হয়?
উত্তর- জাপান
44. মনিপুরের রাজধানীর নাম কি?
উত্তর- ইম্ফল
45. ভারতের দীর্ঘতম হিমবাহ টির নাম কি?
উত্তর- সিয়াচেন
46. পৃথিবী থেকে সূর্যের দূরত্ব সর্বাধিক হয় কোন দিনটিতে?
উত্তর- 4 জুলাই
47. কাকে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার নামে অভিহিত করা হয়?
উত্তর- কোয়েম্বাটুর কে
48. ভারতের বৃহত্তম চিড়িয়াখানা এর নাম কি?
উত্তর- আলিপুর চিড়িয়াখানা
49. কত সালে প্রথম ভারতের জনগণনা শুরু হয়েছিল?
উত্তর- 1872 সালে
50. কোন গাছকে কল্পতরু বলা হয়?
উত্তর- নারকেল গাছকে
51. ভারতের সবচেয়ে বেশি দূরত্ব অতিক্রমকারী ট্রেনের নাম কি?
উত্তর- হিমসাগর এক্সপ্রেস
আরও পড়ুন: সম্প্রতি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ও সমাধান
52. কোন রাজ্যটি ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য নামে পরিচিত?
উত্তর- উত্তর প্রদেশ
53. কোন শিলায় সাধারণত স্তর লক্ষ্য করা যায় না?
উত্তর- আগ্নেয় শিলায়
54. ভারতবর্ষের কোন রাজ্যে এখনও পর্যন্ত কোন রেলপথের সূচনা হয়নি?
উত্তর- মেঘালয়
55. ভারতের আলু সংক্রান্ত গবেষণাগার এর অবস্থান কোথায় রয়েছে?
উত্তর- সিমলাতে
56. ভারতের বৃহত্তম মরুভূমির নাম কি এবং এর অবস্থান কোথায়?
উত্তর- রাজস্থানের থর মরুভূমি
57. ব্রহ্মপুত্র নদীর দৈর্ঘ্য কত কিমি?
উত্তর- 2900 কিমি
58. সিয়াচেন হিমবাহ এর অবস্থান কোথায়?
উত্তর- কাকাকোরাম পর্বত
59. গারো উপজাতি কোন রাজ্যে দেখা যায়?
উত্তর- মেঘালয়
60. ভারতের বৃহত্তম মসজিদের নাম কি?
উত্তর- জামা মসজিদ, দিল্লি
61. পৃথিবীর গভীরতম হ্রদের নাম কি?
উত্তর- বৈকাল
62. পুসা কোন ফসলের বীজ এর উদাহরণ?
উত্তর- ভুট্টা বীজ
63. পৃথিবীর ভূপৃষ্ঠের কত শতাংশ সমুদ্র দ্বারা ঢাকা রয়েছে?
উত্তর- 70 %
64. কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক এর অবস্থান ভারতের কোন রাজ্যে?
উত্তর- আসাম
65. মাউন্ট এভারেস্টের উচ্চতা কত মিটার?
উত্তর- 8848 মিটার
66. কিসের কারণে ঋতু পরিবর্তন লক্ষ্য করা যায়?
উত্তর- পৃথিবীর সূর্য পরিক্রমণের ফলে
67. ভারতের কোন রাজ্যের প্রধান বাণিজ্যিক শস্য হল কফি?
উত্তর- তামিলনাড়ু
68. কাকে পৃথিবীর ছাদ বলে অভিহিত করা হয়?
উত্তর- পামির মালভূমি কে
69. ভারতের কোন রাজ্যকে ধানের গোলা বলে অভিহিত করা হয়?
উত্তর- অন্ধ্রপ্রদেশ কে
আরও পড়ুন: ভূগোলের গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর
70. কোন রঙের মাটিতে তুলা চাষ ভালো হয়?
উত্তর- কালো রঙের
71. পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে বেশি খনিজ সম্পদ রয়েছে?
উত্তর- পুরুলিয়া
72. ভারতে মোট কয়টি ব্যাঘ্র প্রকল্প রয়েছে?
উত্তর- 50 টি
73. কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়?
উত্তর- সিসমোগ্রাফ
74. নদীয়া জেলার কৃষ্ণনগর কোন শিল্পের জন্য বিখ্যাত?
উত্তর- মৃৎ শিল্পের জন্য
75. কোন দিনটিতে ভরা কোটাল সম্পন্ন হয়?
উত্তর- অমাবস্যা ও পূর্ণিমার দিনে
76. শোন নদীর উৎস স্থল কোথায়?
উত্তর- অমরকন্টক
77. নীল বিপ্লব কোন ক্ষেত্রে সঙ্গে যুক্ত?
উত্তর- মাছ উৎপাদনের সঙ্গে
78. কোন যন্ত্রের সাহায্যে বায়ুর আদ্রতা পরিমাপ করা হয়ে থাকে?
উত্তর- হাইগ্রোমিটার যন্ত্রের সাহায্যে
79. দ্রাঘিমা রেখার সর্বোচ্চ মান কত ডিগ্রী থাকে?
উত্তর- 180 ডিগ্রী
80. সৌরজগতে কতগুলি বামন গ্রহ রয়েছে?
উত্তর- 5 টি
81. ভারতের একমাত্র কোন রাজ্যে কেশর তৈরি করা হয়?
উত্তর- জম্মু ও কাশ্মীর
82. ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত?
উত্তর- নিউ দিল্লি
83. ভারতের গম গবেষণাগার কোথায় অবস্থিত?
উত্তর- নিউ দিল্লি
84. ভারতের কোন রাজ্যকে মহাকাশের শহর নামে অভিহিত করা হয়?
উত্তর- ব্যাঙ্গালোর
85. ভারতের সুইজারল্যান্ড নামে পরিচিত কোন শহর?
উত্তর- ব্যাঙ্গালোর
86. লাক্ষাদ্বীপ কতগুলি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত হয়েছে?
উত্তর- 36 টি
87. GPS এর ফুল ফর্ম কি?
উত্তর- গ্লোবাল পজিশনিং সিস্টেম
88. কোন কয়লায় সবচেয়ে বেশি পরিমাণে কার্বন থাকে?
উত্তর- অ্যানথ্রাসাইট
89. এশিয়ার দীর্ঘতম নদীটির নাম কি?
উত্তর- ইয়াং সি কিয়াং
90. সতীশ ধাওয়ান মহাকাশ গবেষণাগার টি কোথায় অবস্থিত?
উত্তর- শ্রী হরিকোটা
91. নীল গ্রহ নামে পরিচিত হল?
উত্তর- পৃথিবী
92. আরব সাগরের রানী কাকে বলা হয়ে থাকে?
উত্তর- কোচিনকে
93. লাল গ্রহ নামে পরিচিত হল?
উত্তর- মঙ্গল
94. ফারেনহাইট থার্মোমিটারের হিমাঙ্ক কত ডিগ্রী?
উত্তর- 32 ডিগ্রি ফারেনহাইট
95. পৃথিবীর কোন দেশ সোনা উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে?
উত্তর- চিন
96. কোন শিল্পকে উদীয়মান শিল্প বলা হয়?
উত্তর- পেট্রোরসায়ন শিল্পকে
97. ধূপগড় কোন পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ?
উত্তর- সাতপুরা
98. পঞ্চম শতাব্দীতে পৃথিবীর গোলকীয় আকারের কথা প্রথম কোন ব্যক্তি বলেছিলেন?
উত্তর- আর্যভট্ট
99. সুন্দরবনের প্রবেশদ্বার কাকে বলা হয়?
উত্তর- ক্যানিং কে
100. সাঁওতাল ভাষায় রাঢ় শব্দের অর্থ কি?
উত্তর- কাঁকুড়ে জমি
ভূগোলের প্রশ্ন ও উত্তর প্রশ্ন উত্তর PDF Download