Asha Recruitment: পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার কাটোয়া, কালনা, বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ মহকুমা এলাকার সংযুক্ত তফসিলে বর্ণিত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে Asha Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Asha Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Asha Recruitment 2023Asha Vacancies 2023 Jibikadisari চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
আবেদন ফি
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি
প্রদান করুন]
|
|
বয়স সীমা (01-01-2023 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে। অন্যান্য যোগ্যতা : 1. কেবলমাত্র বিবাহিতা, বিধবা ও আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্না মহিলারাই আবেদন করতে পারবেন। 2. প্রার্থীকে অবশ্যই ভারতের নাগরিক হতে হবে। 3. প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রামের বাসিন্দা হতে হবে। 4. গ্রেড-১ এবং গ্রেড-২ স্বনির্ভর গোষ্ঠীর সদস্য হয়ে থাকতে হবে।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
আশা কর্মী |
174 |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
আবেদনের লিঙ্ক |
ক্লিক করুন |
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
আশা কর্মী নিয়োগের বয়স সীমা (01/01/2023 অনুযায়ী)
- সাধারণ (General) প্রার্থী: 30 থেকে 40 বছর
- ওবিসি (OBC) প্রার্থী: 22 থেকে 40 বছর
- এসসি/এসটি (SC/ST ) প্রার্থী: 22 থেকে 40 বছর
আরও দেখুন- ভারতে সিভিল সার্ভিসেস ও ফরেস্ট সার্ভিসেসে নিয়োগ
আশা কর্মী নিয়োগের আবেদন ফি
- সাধারণ (আন-রিজার্ভ): Nill
- এসসি/এসটি: Nill
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন]
আশা কর্মী নিয়োগের জন্য অফলাইনে কিভাবে আবেদন করবেন?
- অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন ফর্মটি ডাউনলোড করে সেটি প্রিন্ট করতে হবে এবং নির্ভুলভাবে ফর্মটি পূরণ করতে হবে। এবং নোটিশে উল্লেখিত ডকুমেন্টসগুলি যোগ করে নির্দিষ্ট সময়ের মধ্যে সঠিক ঠিকানায় জমা করতে হবে।
যে সমস্ত নথিপত্র দরখাস্তের সাথে দাখিল করতে হবে :
- নিজের ভোটার কার্ড / রেশন কার্ডের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
- মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার মার্কশীটের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
- মাধ্যমিক বা তার সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ডের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
- তপশীলি জাতি ও উপজাতির উপযুক্ত শংসাপত্রের স্ব-প্রত্যায়িত অনুলিপি।
- নিজের দুটি পাসপোর্ট সাইজের ফটো।
- 5 টাকা ডাক টিকিট সহ নিজ ঠিকানা লেখা খাম।
- আইনত ভাবে বিবাহের / বিধবা / আইনত ভাবে বিবাহ বিচ্ছিন্নার ক্ষেত্রে স্ব-প্রত্যায়িত নথিপত্র।
আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানা :
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]