কলকাতা পৌরসংস্থার তরফ থেকে সরাসরি ইন্টারভিউর মাধ্যমে মেডিকেল অফিসার পদে কর্মী নিয়োগের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
কলকাতা পৌরসংস্থার মেডিক্যাল অফিসার Recruitment 2023কলকাতা পৌরসংস্থার মেডিক্যাল অফিসার Vacancies 2023 Jibikadisari চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
আবেদন ফি
[ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি
প্রদান করুন]
|
|
বয়স সীমা (01-01-2023 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা 1. মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া স্বীকৃত ইন্সটিটিউট থেকে এমবিবিএস উত্তীর্ণ হতে হবে। 2. সঙ্গে এক বছরের ইন্টার্নশিপ থাকতে হবে। 3. এছাড়াও ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন প্রাপ্ত হতে হবে।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
মেডিক্যাল অফিসার |
29 |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
আবেদনের লিঙ্ক |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
কলকাতা পৌরসংস্থার মেডিক্যাল অফিসার আবেদন পদ্ধতি
- ইচ্ছুক প্রার্থীদের আলাদা করে আবেদন করতে হবে না।
- প্রথমে নীচে দেওয়া লিংকে ক্লিক করে অফিশিয়াল বিজ্ঞপ্তি থেকে আবেদনপত্রটি ডাউনলোড করুন।
- তারপর সেটি সঠিকভাবে পূরণ করুন।
- তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
- এবং সেগুলি নিয়ে ইন্টারভিউ স্থানে উপস্থিত হতে হবে।
কলকাতা পৌরসংস্থার মেডিক্যাল অফিসার প্রয়োজনীয় নথিপত্র
- বয়সের সার্টিফিকেট
- MBBS সার্টিফিকেট
- ওয়েস্টবেঙ্গল মেডিক্যাল কাউন্সিলের রেজিস্ট্রেশন সার্টিফিকেট
- এক বছরের ইন্টার্নশিপ সার্টিফিকেট
- কাস্ট সার্টিফিকেট
- ফটোর প্রমাণপত্র হিসাবে পাসপোর্ট বা ভোটার কার্ড
- ঠিকানার প্রমাণপত্র হিসাবে পাসপোর্ট বা ভোটার কার্ড বা আধার কার্ড
কলকাতা পৌরসংস্থার মেডিক্যাল অফিসার ইন্টারভিউর স্থান
কলকাতা পৌরসংস্থার মেডিক্যাল অফিসার পদে মাসিক বেতন
- 60,000/- টাকা।
কলকাতা পৌরসংস্থার মেডিক্যাল অফিসার ইন্টারভিউর রিপোর্টিং টাইম
- বেলা 11.30 থেকে দুপুর 12.30।
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]