ভারতীয় রেলে অ্যাপ্রেন্টিস ট্রেনিং: ভারতীয় রেলে বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, রেল হুইল ফ্যাক্টরিতে এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মাধ্যমিক পাশ হলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন স্টাইপেন্ডের ব্যবস্থাও রয়েছে।
অ্যাপ্রেন্টিস ট্রেনিং এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Rail Wheel Factory Job 2023
প্রশিক্ষণের নাম- অ্যাপ্রেন্টিস ট্রেনিং।
- Fitter
- Machinist
- Mechanic (Motor Vehicle)
- Turner
- CNC Programming cum operator (COE Group)
- Electrician
- Electronic Mechanic
Number Of Vacancy- সমস্ত ট্রেড নিয়ে মোট শুন্যপদ 192টি।
Apply Process- অনলাইন
Apply Date-
- আবেদন প্রক্রিয়া শুরু 21শে জানুয়ারি 2023
- আবেদন প্রক্রিয়া শেষ 20শে ফেব্রুয়ারি 2023
Recruitment process- মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে।
Application fee- আবেদন মূল্য 100/- টাকা। তবে ST / SC / PWD / Women প্রার্থীদের কোনোরকম টাকা লাগবে না।
Education Qualification- কমপক্ষে 50 শতাংশ নম্বর সহ মাধ্যমিক পাশ করে থাকতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে NCVT স্বীকৃত NTC সার্টিফিকেট থাকতে হবে।
Age Limit- 21শে জানুয়ারি 2023 তারিখ অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে বয়স হতে হবে। তবে SC/ST প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 5 বছর এবং OBC প্রার্থীরা সর্বোচ্চ বয়সে 3 বছর ছাড় পাবেন।
Salary-
- Fitter, Machinist, MMV, Turner, Electrician, Electronic Mechanic - Rs. 12,261/-
- CNC Programming cum operator- Rs. 10,899/-
- অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে।
- www.rwf.indianrailways.gov.in ওয়েবসাইট থেকে Application Form টি ডাউনলোড করুন।
- Application Form টি প্রিন্ট আউট করুন।
- Application Form টি সঠিকভাবে পূরণ করুন।
- তার সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র সংযুক্ত করুন।
- তারপর নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা-
The Senior Personnel Officer,
Personnel Department,
Rail Wheel Factory,
Yelahanka,
Bangalore- 560064
অফিশিয়াল নোটিফিকেশন- ক্লিক করুন
অফিশিয়াল ওয়েবসাইট- ক্লিক করুন