SSC MTS GK in Bengali PDF - সুপ্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই পর্বটিতে SSC MTS GK in Bengali PDF এর গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর প্রদান করা হল। এই প্রশ্নগুলি তোমাদের আগামী SSC MTS, KP, WBP ইত্যাদি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। চলো দেখে নেওয়া যাক এম টি এস গুরুত্বপূর্ণ জেনারেল নলেজ এর প্রশ্ন উত্তর গুলি।
SSC MTS GK in Bengali PDF
1. অ্যাসিড বৃষ্টির জন্য কোন গ্যাস দায়ী?
উত্তরঃ সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড।
2. পৃথিবীর নিকটতম গ্রহ কোনটি?
উত্তরঃ শুক্র।
3. ভারতীয় সংবিধানের কোন ধারায় পরিবেশ রক্ষার কথা বলা হয়েছে?
উত্তরঃ Article 48A and Article 51A (g).
4. পায়রার বায়ুথলির সংখ্যা কটি?
উত্তরঃ 9 টি।
5. ভারতীয় ক্রিকেটের জনক কাকে বলে?
উত্তরঃ রঞ্জিত সিংজি কে।
6. ভারতের জাতীয় ক্রিকেট প্রতিযোগিতার নাম কি?
উত্তরঃ রঞ্জি ট্রফি।
7. মেহেরুন্নেসা নামের অর্থ কি?
উত্তরঃ নারীকুলের সূর্য।
8. জাহাঙ্গীরের আত্মজীবনীর নাম কি?
উত্তরঃ তুজুক-ই-জাহাঙ্গীরী।
9. ভারতে প্রতিষ্ঠিত প্রথম ব্যাঙ্কের নাম কি ছিল?
উত্তরঃ ব্যাঙ্ক অফ হিন্দুস্তান।
10. লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে কে সভাপতিত্ব করেন?
উত্তরঃ লোকসভার অধ্যক্ষ।
11. মিস ইউনিভার্স 2020 কে হয়েছেন?
উত্তরঃ আমেরিকার আর’বনি গ্যাব্রিয়েল।
12. অলিম্পিক গেমস কত সালে শুরু হয়?
উত্তরঃ 1896 সালে।
13. অনুর তাপ মাত্রা বাড়লে কোনটি হয় না?
উত্তরঃ আকর্ষন শক্তি বৃদ্ধি পায় না।
14. 2020 গ্রীষ্মকালীন অলিম্পিকে কোন দেশ সবচেয়ে বেশি পদক জিতেছে?
উত্তরঃ আমেরিকা।
15. ভারত কবে প্রথম অলিম্পিক গেমসে অংশগ্রহণ করে?
উত্তরঃ 1900 খ্রিস্টাব্দে।
16. ভিটামিন সি এর অভাবে কোন রোগ হয়?
উত্তরঃ স্কার্ভি।
17. ভিটামিন ডি এর অভাবে শিশুদের কি রোগ হয়?
উত্তরঃ রিকেট।
18. জলাতঙ্ক রোগের জীবাণুর নাম কি?
উত্তরঃ রেবিস ভাইরাস।
19. তেহরি বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ ভাগীরথী।
20. অ্যাথলিটস ফুট কি ঘটিত রোগ?
উত্তরঃ ছত্রাক।
21. ‘সমষ্টি উন্নয়ন কর্মসূচি’ ভারতে কোন সালে চালু হয়েছিল?
উত্তরঃ 1952 সালে।
22. পঞ্চবার্ষিকী পরিকল্পনা চূড়ান্ত সম্মতি কে দেন?
উত্তরঃ জাতীয় উন্নয়ন পরিষদ।
23. আন্তঃআনবিক শক্তি কি?
উত্তরঃ আকর্ষন শক্তি।
24. পদার্থের তিন অবস্থার কারন কি?
উত্তরঃ আন্তঃআনবিক শক্তির পার্থক্য।
25. কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়ে সবুজ বিপ্লব সূচিত হয়েছিল?
উত্তরঃ তৃতীয়।
26. কোনটির আয়তন নেই?
উত্তরঃ গ্যাসীয় পদার্থের।
27. কথাকলি কোন রাজ্যের নৃত্য?
উত্তরঃ কেরালা।
28. সরাসরি বাষ্পে পরিনত হওয়াকে কি বলে?
উত্তরঃ ঊর্ধ্বপাতন।
29. জল কয় অবস্থায় থাকতে পারে?
উত্তরঃ 3 অবস্থায়।
30. কোনটি উদ্বায়ী পদার্থ নয়?
উত্তরঃ লবন।
31. স্থলজ উদ্ভিদের তুলনায় জলজ উদ্ভিদে কীসের সংখ্যা বেশি?
উত্তরঃ পত্ররন্ধ্রের সংখ্যা।
32. আন্তঃআনবিক আকর্ষন সবচেয়ে কম কোন পদার্থের?
উত্তরঃ নাইট্রোজেন।
33. নির্মলা সীতারামন কোন রাজ্য/ইউটি-তে তেজস্বিনী স্কিম চালু করেছে?
উত্তরঃ জম্মু ও কাশ্মীর।
34. কালবেলিয়া কোন রাজ্যের নৃত্য?
উত্তরঃ রাজস্থান।
35. তাপ বর্জন করে তরল না হয়ে সরাসরি কঠিন হওয়াকে কি বলে?
উত্তরঃ সমীভবন।
36. গোলকৃমি ও ফিতাকৃমি যথাক্রমে কোন পর্বের অন্তর্গত?
উত্তরঃ নিমাথেলমিনথিস ও প্লাটিহেলমিনথিস।
37. পলিপেপটাইড সংশ্লেষে অক্ষম কে?
উত্তরঃ Psendogene বা ছদ্মজিন, যা DNA র একটি খন্ডক।
38. ল্যাকটিক অ্যাসিড থেকে কত কিলো ক্যালোরি শক্তি উৎপন্ন হয়?
উত্তরঃ 36 KCL ।
39. ফিতাকৃমির মুখ্য পোষক কে?
উত্তরঃ মানুষ।
40. লিনিয়াস সারা উদ্ভিদ জগতকে কয় ভাগে ভাগ করেছিলেন?
উত্তরঃ 24 টি ভাগে।
41. জীবাণুর প্রোটিন দিয়ে তৈরি আবরণকে কী বলে?
উত্তরঃ ক্যাপসিড।
42. কোন হরমোন রক্তচাপ বাড়ায়?
উত্তরঃ আড্রিনালিন।
43. প্রাকৃতিক শ্রেনিবিন্যাস কোন বিজ্ঞানী প্রবর্তন করেন?
উত্তরঃ বেন্থাম ও হুকার।
44. ভোপাল দুর্ঘটনায় নির্গত গ্যাসের নাম কি?
উত্তরঃ মিথাইল।
45. পাইরিনয়েড ডানা কোন কোষ অঙ্গানুতে পাওয়া যায়?
উত্তরঃ প্লাস্টিড।