ভারতের কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs In Bengali 2023
সুপ্রিয় বন্ধুরা,
আজকের আমরা এই পোস্টে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করলাম৷ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক খবর, খেলাধুলা, রাজনীতি এবং আরও অনেক কিছু থেকে প্রশ্ন উত্তর। যা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে অবগত হতে ও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আপনি যদি বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তাহলে আজই আমাদের Telegram Channel -এ আপডেটগুলি পেতে যুক্ত হন৷
Daily Current Affairs In Bengali Pdf
18th March 2023 Current Affairs
1. 18th মার্চ প্রতিবছর ভারতে কোন দিবস পালন করা হয়ে থাকে?
উত্তর: অর্ডন্যান্স ফ্যাক্টরিস ডে (Ordnance Factories’ Day).
2. সম্প্রতি কোন আইআইটি 20 মার্চ থেকে যুব সঙ্গম যাত্রার আয়োজন করতে চলছে?
উত্তর: IIT ইন্দোর
3. সম্প্রতি ইন্টারন্যাশনাল পাবলিকেশন সেন্ট্রাল ব্যাঙ্কিং দ্বারা ‘গভর্নর অফ দ্য ইয়ার 2023’ সম্মানে কাকে ভূষিত হলো?
উত্তর: শক্তিকান্ত দাস
4. 2023 সালের হিসাবে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কয়টি দেশের ব্যাঙ্কগুলিকে ভারতীয় টাকা অর্থাৎ রুপি -তে বাণিজ্য করার অনুমতি দিয়েছে?
উত্তর: 18 টি দেশের
5. Skytrax দ্বারা প্রকাশিত বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় কোন বিমানবন্দরটি শীর্ষে স্থান পেয়েছে?
উত্তর: সিঙ্গাপুর চাঙ্গি বিমানবন্দর (Singapore Changi Airport).
6. সম্প্রতি নয়াদিল্লিতে IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করলেন কে?
উত্তর: ক্রীড়া মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর
7. টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS) এর নতুন CEO এবং MD হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?
উত্তর: কে. কৃত্তিবাসন (K. Krithivasan).
8. সম্প্রতি কোন ভারতীয়-আমেরিকান মার্কিন বিমান বাহিনীর সহকারী সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন?
উত্তর: রবি চৌধুরী (Ravi Chaudhary).
9. সম্প্রতি কোন ব্যাঙ্ক মুম্বাই ইন্ডিয়ান্সের অফিসিয়াল ব্যাঙ্কিং পার্টনার হলো?
উত্তর: IDFC First Bank.
10. সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক কোন নিরাপত্তা বাহিনীতে প্রাক্তন অগ্নিবীরদের জন্য 10 শতাংশ সংরক্ষণের কথা ঘোষণা করেছে?
উত্তর: CISF.
Join Our Telegram Channel
::আগের পর্ব::
17th March 2023 Current Affairs