Ads Area


প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs In Bengali

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs In Bengali

প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স || Current Affairs In Bengali

সুপ্রিয় বন্ধুরা,

আজকের আমরা এই পোস্টে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স শেয়ার করলাম৷ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক খবর, খেলাধুলা, রাজনীতি এবং আরও অনেক কিছু থেকে প্রশ্ন উত্তর। যা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে অবগত হতে ও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।

আপনি যদি বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তাহলে আজই আমাদের Telegram Channel -এ আপডেটগুলি পেতে যুক্ত হন৷


Daily Current Affairs In Bengali Pdf

17th March 2023 Current Affairs

1. সম্প্রতি কোন রাজ্য সরকার সরকারি চাকরির ক্ষেত্রে কর্মীদের জন্য 10% অনুভূমিক সংরক্ষণের কথা ঘোষণা করেছে?

উত্তর: উত্তরাখণ্ড

2. সম্প্রতি অনুষ্ঠিত অস্কার 2023 ইভেন্টে কোন চলচ্চিত্রটি সাতটি পুরস্কার জিতেছে?

উত্তর: “Everything Everywhere All at Once”.

3. সম্প্রতি প্রয়াত হলেন সমীর খখর (Sameer Khakhar), বয়স হয়েছিল 70 বছর, তিনি কোন পেশায় নিযুক্ত ছিলেন?

উত্তর: অভিনয় (Acting).

4. ভারত ও বিশ্বব্যাংক গ্রিন ন্যাশনাল হাইওয়ে করিডোর প্রকল্পের জন্য কোন রাজ্যগুলীর সাথে ঋণ চুক্তি স্বাক্ষর করেছে?

উত্তর: হিমাচল প্রদেশ, রাজস্থান, উত্তর প্রদেশ এবং অন্ধ্র প্রদেশ

5. সম্প্রতি প্রকাশিত স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি অস্ত্র আমদানিকারক দেশ কোনটি?

উত্তর: ভারত

6. হানিওয়েল ইন্টারন্যাশনালের নতুন CEO হিসেবে সম্প্রতি কাকে নিযুক্ত করা হলো?

উত্তর: বিমল কাপুর (Vimal Kapoor).

7. ভারতে পরবর্তী মার্কিন রাষ্ট্রদূত হিসেবে মার্কিন সিনেট সম্প্রতি কাকে নির্বাচিত করেছে?

উত্তর: এরিক গারসেটি (Eric Garcetti).

8. 2023 সালে ”শেয়ারড বৌদ্ধ ঐতিহ্যের প্রথম আন্তর্জাতিক সম্মেলনের” কোন শহরে আয়োজিত হতে চলেছে?

উত্তর: নয়াদিল্লি

9. সম্প্রতি কোথায় এশিয়ার বৃহত্তম আন্তর্জাতিক খাদ্য ও আতিথেয়তা মেলা “AAHAR 2023” শুরু হয়েছে?

উত্তর: দিল্লিতে।

10. IBA মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ কোন শহরে আয়োজিত হচ্ছে?

উত্তর: নয়াদিল্লি


Join Our Telegram Channel

::আগের পর্ব::

16th March 2023 Current Affairs

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Ads Area