Daily Current Affairs In Bengali Pdf | 16th March 2023 Current Affairs
সুপ্রিয় বন্ধুরা,
আজকের আমরা এই পোস্টে Daily Current Affairs শেয়ার করলাম৷ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স এর মধ্যে রয়েছে সাম্প্রতিক জাতীয় এবং আন্তর্জাতিক খবর, খেলাধুলা, রাজনীতি এবং আরও অনেক কিছু থেকে প্রশ্ন উত্তর। যা সাম্প্রতিককালের ঘটনাবলী সম্পর্কে অবগত হতে ও বিভিন্ন চাকরির পরীক্ষার প্রস্তুতিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে।
আপনি যদি বাংলায় দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স, চাকরির পরীক্ষার স্টাডি মেটিরিয়ালস সম্পর্কে আরও জানতে আগ্রহী হন, তাহলে আজই আমাদের Telegram Channel -এ আপডেটগুলি পেতে যুক্ত হন৷
Daily Current Affairs In Bengali Pdf
16th March 2023 Current Affairs
1. কোন কোম্পানি সম্প্রতি RBI থেকে ইনফ্রাস্ট্রাকচার ফাইন্যান্স কোম্পানির মর্যাদা লাভ করলো?
উত্তর: IREDA (Indian Renewable Energy Development Agency).
2. বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের প্রথম মহিলা লোকো পাইলট কে হলেন?
উত্তর: সুরেখা যাদব (Surekha Yadav).
3. সম্প্রতি কোন প্রতিষ্ঠানটি ‘ভারতের ভূমিধস আটলাস’ (Landslide Atlas of India) প্রকাশ করেছে?
উত্তর: ISRO.
4. সম্প্রতি ভারতের রাষ্ট্রপতির OSD (Officer on Special Duty) হিসাবে কে নিযুক্ত হলেন?
উত্তর: মৃত্যুঞ্জয় শর্মা (Mrityunjay Sharma).
5. সম্প্রতি প্রকাশিত “World Air Quality Index 2023” -এ সবচেয়ে দূষিত দেশের তালিকায় ভারতের স্থান কত?
উত্তর: 8th
6. সম্প্রতি LIC -এর ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন?
উত্তর: তলেশ পান্ডে (Tablesh Pandey).
7. গবেষণার ক্ষেত্রে সহযোগিতার জন্য ভারত সম্প্রতি কোন দেশের সাথে একটি সহযোগিতা চুক্তি স্বাক্ষর করলো?
উত্তর: সুইডেন
8. সম্প্রতি ভারতে ‘শি চেঞ্জ ক্লাইমেট’ (She Changes Climate) উদ্যোগের Ambassador হিসেবে কাকে নিযুক্ত করা হলো?
উত্তর: লিসিপ্রিয়া কাঙ্গুজাম (Licypriya Kangujam).
9. সম্প্রতি কোন প্রতিষ্ঠান নতুন কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট GPT-4 লঞ্চ করেছে?
উত্তর: আমেরিকার গবেষণা প্রতিষ্ঠান OpenAI.
10. কোন কেন্দ্রীয় মন্ত্রক “LEAN Scheme” চালু করেছে?
উত্তর: MSME মন্ত্রণালয়
Join Our Telegram Channel
::আগের পর্ব::
15th March 2023 Current Affairs