ভূগোল সাজেশন 2023 উচ্চমাধ্যমিক
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ দেওয়া হলো। আপনার প্রস্তুতির সূক্ষ্ম সুর করতে এবং WBCHSE ভূগোল পরীক্ষা 2023 -এ ভাল পারফর্ম করার জন্য আপনার আত্মবিশ্বাস বাড়াতে পরীক্ষার আগে অনুসরণ করার জন্য শীর্ষ সাজেশন জানুন।
HS Geography Suggestion 2023 pdf free Download CBCHSE ক্লাস 12 সাজেশন 2023 ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন, WBCHSE 18 মার্চ 2023, থেকে অফলাইন মোডে ভূগোল পরীক্ষা পরিচালনা করতে চলেছে। তাই, বিষয়ভিত্তিক পরীক্ষায় ভাল স্কোর করার জন্য শিক্ষার্থীদের অবশ্যই সমস্ত last time suggestion সাজেশন ও নমুনা পেপারগুলি গুরুত্ব সহকারে অনুশীলন করতে হবে। আমরা এখানে 12 তম শ্রেণীর সমস্ত বিষয়ের জন্য WBCHSE ভূগোল উচ্চ মাধ্যমিক সাজেশন সরবরাহ করেছি। নতুন প্রশ্নপত্রের বিন্যাসের সাথে নিজেকে পরিচিত করতে এই HS Political Science Suggestion 2023 -উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন অনুসরণ করুন।
Group – A
A. বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে উত্তরটি বেছে নাও 1 x 21 = 21
1. অবরোহন প্রক্রিয়ার একটি উদাহরণ হল- আবহবিকার/ ভূমিকম্প/ অগ্নুৎপাত/ উল্কাপাত।
2. একটি আঞ্চলিক মাটি হল- রেডক্তিনা / সোলোনেজ / লিথোসল / সিরোজেম।
3. ভৌমজল সায়ের জন্য উপযুক্ত শিলা হল- গ্রানাইট / ব্যাসল্ট / বেলেপাথর / কোয়ার্টজাইট।
4. একটি বায়ুমণ্ডলীয় বিপর্যয় হল- ঘুর্ণিঘত/ মিধস / অগ্নুৎপাত / সুনামি।
5. পরিকল্পনা অঞ্চলের সর্বোচ্চ স্তরে থাকে- মাক্রো / মেসো / ম্যাক্রো / মিনিম্যাক্রো।
6. উদ্ভিদের প্রধান গুষ্টি মৌল হল- তামা / দস্তা / লোহা / নাইট্রোজেন।
7. একটি আলোক দ্বেষী উদ্ভিদ হল – সূর্যমুখী / জবা / নয়নতারা / পান।
8. একটি নেক্রোপলিসের উদাহরণ - ব্যাবিলন / কলকাতা / নিউইয়র্ক / ওয়াশিংটন।
9. সামুদ্রিক অবক্ষেপনের ফলে উপকূলে সৃষ্টি হয় - স্পিট / স্ট্যাক / জিও / ভৃগু।
10. জলনির্গম প্রনালী হল, জল নির্গম জালিকার- জ্যামিতিক রূপ / রৈখিক রূপ / শৈল্পিক রূপ / গাণিতিক রূপ।
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক Top ভূগোল সাজেশন 2023
11. জলবায়ুগত দুর্যোগ হল - ভূমিধস / হিমৱাহ / বন্যা / অগ্ন্যুৎপাত।
14 . শিল্পের মুক্ত ও গতিশীল উপাদান হল - শ্রমিক / কাঁচামাল / পরিবহন / যোগাযোগ।
15. এশিয়ার বৃহত্তম বাণিজ্য গোষ্ঠী হল - ASIA / WTO / SAPTA / SAARC I
16. ভারতের সিলিকন ভ্যালি নামে পরিচিত - কলকাতা / চেন্নাই / আমেদাবাদ / বেঙ্গাবুল।
17. বিশ্বের সর্বাপেক্ষা জনঘনত্বপূর্ণ দেশটি হল- জাপান / কাতার / বাংলাদেশ / মোনাকো।
16. ভৌম জলতলের ওপর প্রবেশ্য শিলাস্তরের মধ্য দিয়ে বাহিত জলকে বলে - ভাডোস জল / সহজাত জল / উৎস্যন্দ জল / ঘনীভূতজল।
17. ডেভিসের ক্ষরচক্র তত্ত্বে মোনাডনক গঠিত হয় যে পর্যায়ে – প্রারম্ভিক / যৌবন / পরিণত / বাদৰ্দ্ধক্য।
18. মৃত্তিকা ' A ’ স্তর থেকে ‘ B ’ স্তরে খনিজ পদার্থের অবসারণের পদ্ধতিকে বলে - এল্যুভিয়েশন / ইলাভিয়েশন / হিউমিফিকেশন / স্যালিনাইজেশন।
19. বায়ুমণ্ডলীয় গোলযোগ দেখা যায়, যে স্তরে তার নাম হল – ট্রোপোস্ফিয়ার / ট্রোপোগজ / স্ট্র্যাটোপজ / স্ট্যাটোস্ফিয়ার।
20. ঘূর্ণবাতের কেন্দ্রে শাক্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলে - ঘূর্ণি / কুণ্ডলী বলয় / চক্ষু / শীর্ষ।
21. CFC এর অন্যতম প্রধান উৎস হল – শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র / যানবাহন / শিল্প / আগ্নেয়গিরি।
22. জীববৈচিত্র্য সর্বাধিক দেখা যায় - নাতিশীতোয় / সাভানা / উয়ু - মরু / নিরক্ষীয় অঞ্চলে।
23. মনুষ্যসৃষ্ট দুর্যোগ উদাহরণ হল – পারমাণবিক বিস্ফোরণ / ঘূর্ণিঝড় / সুনামি / অগ্ন্যুৎপাত।
24. চিনের ‘ ধানের ধার ’ বলা হয় – হুনান / হুবেই / নান / সিচুয়ান প্রদেশকে।
25. যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় - ধান / গম / ডাল / তৈলবীজ।
26. শস্য - প্রগাঢ়তা সর্বাধিক হয় - নিবিড় / ব্যাপক বাগিচা / মিশ্ৰ কৃষিতে।
27. ওজন হ্রাসমান কাঁচামালের পণ্যসূচক হল - এর কম / ১ এর বেশী ১ / শূণ্য।
28. মহানগরে নূন্যতম জনসংখ্যা থাকে – ১ কোটি / ১০ কোটি / ১ লক্ষ / ১০ লক্ষ।
29. ২০১১ সালের আদমসুমারী অনুযায়ী ভারতের বৃহত্তম মহানগর হল - দিল্লি / মুম্বাই / চেন্নাই / কলকাতা।
30 . ভারতে ‘ নীল বিপ্লব ’ যে পণ্য উৎপাদনের সাথে জড়িত তা হল - তৈলবীজ / দুধ / মাছ / ডিম।
31. এল - নিনো শব্দের অর্থ হল – শান্ত শিশু / শিশু খ্রিষ্ট / শান্ত মেয়ে / দুই মেয়ে।
32 . রৈখিক বসতি সাধারণত দেখা যায় - রাস্তা বরাবর / পুকুরের চারপাশে / মায়ের চারপাশে / বনভূমি সংলগ্ন অঞ্চলে।
33 . ভারতের একক বৃহত্তম শিল্পটি হল - কার্পাস বয়ন শিল্প / চা শিল্প / ইস্পাত শিল্প / ইঞ্জিনিয়ারিং শিল্প।
34 . ভারতের বৃহত্তম মোটর গাড়ী নির্মাণ কারখানাটি হল- হিন্দুস্থান মোটরস / মারুতি উদ্যোগ লিমিটেড / টাটা মোটরস লিমিটেড / মাহিন্দ্রা মোটরস।
35. পৃথিবীর সবথেকে জনবিরল মহাদেশ হল – এশিয়া / ইউরোপ / এশিয়ানিয়া / আফ্রিকা
36. অ্যাসিড - বৃষ্টির ফলে PH এর মান - 5.6 এর কম হয় / 5.6 পর্যন্ত হয় / 5.6 এর বেশি হয় / 7 এর বেশি হয়।
37. বিশ্ব বাণিজ্য সংস্থার জন্ম হয় - 1974 সালে / 1999 সালে / 1997 সালে / 1996 সালে।
38. কাম্য জনসংখ্যার ধারণাটি সব সময়েই - গতিশীল / স্থিতিশীল / কোনটিই নয়।
39. গিজার হল এক ধরনের ঊয় প্রস্রবন / শীতল প্রসবন / সমান্তরাল প্ৰস্করন।
40. পৃথিবীতে কতগুলি HOTSPOT অঞ্চল আছে -5 / 25 / 10 / 30 টি।
41. রেলপথের দৈর্ঘ্যের বিচারে বিশ্বে ভারতের স্থান - প্রথম / তৃতায় / চতুর্থ / পঞ্চম।
42. পশ্চিমবঙ্গের খরা প্রবণ জেলা হল – পুরুলিয়া / উঃ ২৪ গরগণা / নদীয়া / দার্জিলিং।
43. W.T.O এর সদর দপ্তর হলো - মরোক্কোতে / জেনিভাতে / ভেনিজুয়েলাতে / লন্ডনে
44. ভারতের ‘ উদীয়মান শিল্প ’ হলো - তথ্য প্রযুক্তি শিল্প / ইঞ্জিনিয়ারিং শিল্প / লৌহ ইস্পাত শিল্প / পেট্রোরসায়ন শিল্প।
45. পেট্রোলিয়াম রপ্তানিকারক দেশ সমূহ মিলিত সংস্থা হল W.TO/OPEC / SAARC / ASEAN I
46. ছত্তিশগড় রাজ্যের রাজধানী হল - রায়পুর / বিলাসপুর / উল্টোডাঙা / ময়ূরভঞ্জ।
47. এল নিনো দেখা যায় - প্রশান্ত মহাসাগরে / আটলান্টিক মহাসাগরে / কুমেরু মহাসাগরে / ভারত মহাসাগরে।
48. গ্লোবাল ওয়ার্মিং এর জন্য দায়ী হল - গ্রিন হাউস গ্যাস / নিষ্ক্রিয় গ্যাস / O2 গ্যাস / কোনটিই নয়।
49. পৃথিবীর বৃহত্তম বিমান বন্দরটি অবস্থিত – টোকিও - তে / নিউইয়র্কে / দমদমে / লন্ডনে।
50. ভারতের বৃহত্তম লৌহ ও ইস্পাত কারখানাটি হল- বোকারো / ভিলাই / দুর্গাপুর / হলদিয়া।
Group – B
B. নিম্নলিখিত প্রশ্নগুলির অতি সংক্ষিপ্ত উত্তর দাও : 1 x 14 = 14
1. আইসোভাপেন কাকে বলে?
2. ইলুজিয়েশন পদ্ধতিতে কী হয়?
3. কোন ধরনের শিলার গঠনযুক্ত অঞ্চলে বৃক্ষরূপী জলনির্গম প্রণালি গড়ে ওঠে?
4. জলধারণে সক্ষম কিন্তু জল পরিবহনে অক্ষম শিলাস্তরের নাম কী?
5. শিলার ওপর চাপ বা ভরমুক্তি ঘটলে কী ধরনের আবহবিকার ঘটে?
6. কার্স্ট অঞ্চলে দ্রবণ প্রক্রিয়ায় সৃষ্ট গর্ত বা খাঁজগুলিকে কী বলে?
7. পৃথিবীর ফুসফুস কোন অঞ্চলকে বলে?
আরও পড়ুন- উচ্চ মাধ্যমিক ভূগোল সাজেশন 2023
8. আধুনিক শিল্প দানব কাকে বলে?
9. ভারতের দুটি বিলুপ্ত প্রায় ভেষজ উদ্ভিদের নাম লেখ।
10. টম্বুলো কী?
11. কোন নগরকে ভারতের সিলিকন ভ্যালি বলা হয়?
12. সানরাইজ ইন্ডাস্ট্রি কাকে বলে?
13. ভারতের দুটি দগ্ধ প্রক্রিয়াকরণ সমবায়ের নাম লেখ।
14. চা উৎপাদনে কোন রাজ্য ভারতে প্রথম স্থান অধিকার করেছে?
15. ভারতের কোন রাজ্য কফি উৎপাদনে প্রথম স্থান অধিকার করে?
16. বিশ্ববাণিজ্য সংগঠনের সদর দপ্তর কোথায় অবস্থিত?
17. অনুগামী নদী কাকে বলে?
18. কোন জলবায়ুকে শীতকালীন বৃষ্টির দেশ বলা হয়?
19. হ্যামলেট কী?
20. নার্সারি রেড কী?
21. ভারতের দীর্ঘতম সড়কপথ NH কত?
22. রৈখিক জনবসতি কোথায় গড়ে ওঠে?
23 . দক্ষিণ ভারতের বৃহত্তম বস্ত্রবয়ন কেন্দ্র কোনটি?
24. পৃথিবীর ব্যস্ততম জলপথ কোনটি?
25. হিউমাস মাটির কি বৃদ্ধি করে?
26. মেগাসিটি কি?
27. নিরক্ষীয় শান্তবলয় কী?
28. মাটির পরিলেখ কী?
29. বিশ্বের বৃহত্তম মোটর নির্মান কারখানাটি কোথায় অবস্থিত?
30. ভূমিরূপের পর্যায়ক্রমিক পরিবর্তন কে কী বলে?
31. কোন অঞ্চলে রাসায়নিক আবহবিকার বেশী হয়?
32. জনসংখ্যা বৃদ্ধির হার কোন মহাদেশে সর্বাধিক?
33. পশ্চিমবঙ্গের একটি অভয়ারণ্যের উদাহরণ দাও।
34. নাতিশীতোষ্ন ঘূর্ণবাতে সমপ্রেষরেখা গুলির আকৃতি কেমন?
35. পশ্চিমবঙ্গের একটি প্রাকৃতিক বিপর্যয়ের নাম লেখ।
36. ফেচ্ কী?
37. পশ্চিমবঙ্গের উষু প্রস্ববন কোথায় গড়ে উঠেছে?
38. কত সালে গ্যাট চুক্তি স্বাক্ষরিত হয়?
39. ভারতের বৃহত্তম পেট্রোরাসায়নিক শিল্প কোথায় গড়ে উঠেছে?
40. একটি জাতীয় উদ্যানের নাম লেখ।
41. আর্দ্র ও শুষ্ক কৃষির দুটি ফসলের নাম লেখ।
42. মাটির প্রতিটি স্তরকে কি বলে?
43. ভারতের কোন রাজ্যে লোকসংখ্যার পরিমান সবচেয়ে বেশী?
44. পৃথিবীর বৃহত্তম নাতিশীতোয় তৃণভূমির নাম কি?
45. অনুগামী নদীর বিপরীতে প্রবাহিত নদীকে কি বলে?
46. কাগজের রাজবানি কাকে বলে?
47. ঘূর্ণবাতের কেন্দ্রস্থলকে কি বলা হয়?
48 . প্রতীপ ঘূর্ণবাতের ব্যাস কত?
49. একটি মেগাসিটি শহরের নাম লেখ।
উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশন ২০২৩ অধ্যায়ভিত্তিক দেওয়া হলো।
Group – C
C. Group - C নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও
ভূমিরূপ প্রক্রিয়া,ভৌমজলের কার্য ও সংশ্লিষ্ট ভূমিরূপ
1. আরোহন ও অবরোহন বলতে কী বোঝ? 3
2. পর্যায়ন কাকে বলে? 2
3. কাস্ট অঞ্চলে ডোলাইন ও পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর?5
অথবা, কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ গুলির বর্ণনা দাও?
অথবা, কাস্ট অঞ্চলে সিঙ্কহোল, পোলজে এবং পাতন প্রস্তর কিভাবে সৃষ্টি হয় তার চিত্রসহ ব্যাখ্যা কর?
4. চুনাপাথর অঞ্চলের নদীর কার্যে সৃষ্ট যে কোনো চারটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা করো? 5
5. অ্যাকুইফার বা অ্যাকুইকুড এর পার্থক্য নির্দেশ কর? 2
6. গিজার কি? টম্বোলো কাকে বলে? 2 +3
7. রিয়া ও ফিয়র্ড উপকূলের চারটি পার্থক্য লেখ? 4
8. সম্মুখ তটভূমি ও পশ্চাদ তটভূমির মধ্যে পার্থক্য লেখ? 2
9. সমুদ্রতরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট যে কোন চারটি ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা কর? 6
অথবা, তরঙ্গ কর্তিত মঞ্চ, স্বাভাবিক গিলান ব্লো হোল কিভাবে সৃষ্ট হয় তা চিত্রসহ ব্যাখ্যা কর?
অথবা, সামুদ্রিক ক্ষয়ের ফলে গঠিত বিভিন্ন ভূমিরূপের চিত্রসহ ব্যাখ্যা কর?
10. প্রবাল প্রাচীর গড়ে ওঠার দুটি কারণ লেখ? 2
11.ভাদোস স্তর কাকে বলে? 2
12. গঠনঅনুসারে প্রস্রবণ চিত্রসহ বর্ণনা করো? ভৌমজলের নিয়ন্ত্রক গুলি কি কি? 5+2
13. ক্লিন্টস ও গ্ৰাইক কাকে বলে?
14. ভৌম জলের উৎস গুলি কি কি? মানবজীবনে ভৌমজলের গুরুত্ব আলোচনা কর? 2+2
ক্ষয়চক্র গঠন ও প্রক্রিয়া
15. পুযৌবন লাভের ফলে গঠিত তিনটি প্রধান ভূমিরূপ চিত্রসহ আলোচনা কর?5
16. নদীর ক্ষয়চক্রের ব্যাঘাত বলতে কী বোঝায়? 2
17. স্বাভাবিক ক্ষয়চক্র তত্ত্বটি আলোচনা কর?
অথবা, উইলিয়াম মরিচ ডেভিস বর্ণিত ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় গুলি উপযুক্ত চিত্রসহ আলোচনা কর?
18.মোনাডনক ও ইনসেলবার্জ এর মধ্যে পার্থক্য লেখ? 3
19. নদীর পুনযৌবন লাভের ফলে কিভাবে নদীমঞ্চ গঠিত হয় চিত্রসহ ব্যাখ্যা কর?
জলনির্গম প্রণালী
1. চিত্রসহ বিভিন্ন প্রকার জলনির্গমন প্রণালী আলোচনা কর? 3
অথবা, জলনির্গমন প্রণালী সঙ্গে তার নীচস্ত ভূতাত্ত্বিক গঠনের উদাহরণসহ ব্যাখ্যা কর?
2. অঙ্গুরীয় জলনির্গমন প্রণালী বলতে কী বোঝ?
মৃত্তিকা
1. ইলুভিয়েশন ও এলুভিয়েশন এর মধ্যে পার্থক্য লেখ? 3
2. মৃত্তিকা সৃষ্টিতে আদিশীলা ও জলবায়ুর ভূমিকা সংক্ষেপে আলোচনা কর? 5
3. এরিডিসল মাটির প্রধান বৈশিষ্ট্য লেখ?2
4. মৃত্তিকা পরিবেশ কাকে বলে? 2
5. এন্টিসল ও মলিসল মৃত্তিকার একটি করে বৈশিষ্ট্য আলোচনা কর? 2
6. মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রকগুলির বর্ণনা দাও? 3
7. রেগোলিথ কি? 2
8. মৃত্তিকা ক্ষয় প্রকৃত ও মনুষ্যসৃষ্ট কারণের সম্মিলিত ফল ব্যাখ্যা কর? 4
9. মাটি সৃষ্টির প্রক্রিয়া ব্যাখ্যা কর?5
10. আঞ্চলিক, আন্তআঞ্চলিক ও অনাগুলিক মাটির সংজ্ঞা দাও? 2+2+2
বায়ুমণ্ডল
HS Geography Suggestion 2023 বায়ুমণ্ডলের জীববৈচিত্র, দুর্যোগ ও বিপর্যয় এই অধ্যায়গুলো থেকে দুটি প্রশ্ন আসবে যেকোনো একটির উত্তর দিতে হবে।
1. ক্রান্তীয় ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা কর? 5
অথবা, ক্রান্তীয় ঘূর্ণবাতের উৎপত্তি ও গঠন ব্যাখ্যা কর?
2. ক্রান্তীয় ঘূর্ণবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ? 4
3. ঘূর্ণবাত ও প্রতীপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখ? 3
4. উষ্ণ এবং শীতল সীমান্তের সংজ্ঞা দাও? 4
5. এল নিনোর ক্ষতি ব্যাখ্যা কর? 3
6. মৌসুমী বায়ুর উপর জেটবায়ু প্রবাহের প্রভাব আলোচনা কর? 3
7. মৌসুমী বায়ুর উপর এল নিনোর প্রভাব আলোচনা কর? 5
8. জেট বায়ু প্রবাহের তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর? 4
9. ভূমধ্যসাগরীয় জলবায়ু ও ক্রান্তীয় মৌসুমী জলবায়ুর মধ্যে পার্থক্য লেখ?4
10. জাঙ্গল উদ্ভিদের শ্রেণীবিভাগ আলোচনা কর এবং পরিবেশের সাথে এদের অভিযোজন সম্পর্কে আলোচনা কর? 5
11. উদাহরণসহ বিভিন্ন মরু উদ্ভিদ বা জেরোফাইট উদ্ভিদ সম্পর্কে আলোচনা কর? 4
12. লবণাম্বু উদ্ভিদের অভিযোজনগত বৈশিষ্ট্য আলোচনা কর? 4
13. গ্লোবাল ওয়ারর্মিং বা বিশ্ব উষ্ণায়নের প্রভাব গুলি আলোচনা কর? 3
14. ওজোন স্তরের হ্রাসের প্রভাব গুলি আলোচনা করো? 4
15. পরিবেশের উপর ওজোন স্তরের অবক্ষয়ের প্রভাব গুলি আলোচনা করো?4
জীববৈচিত্র্য
1. জীববৈচিত্র্য বিন্যাসে মানুষের ভূমিকা আলোচনা কর? 3
2. জীববৈচিত্র সংরক্ষণের প্রয়োজনীয়তা কি? 3
3. রেড ডাটা বুক ও গ্রিন ডাটা বুক কি? 3
4. আলফা ও বিটা বৈচিত্রের মধ্যে তুলনা কর? 3
5. ইনসিটু ও এক্সসিটু সংরক্ষণের পার্থক্য লেখ?
দুর্যোগ ও বিপর্যয়
1. দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখ? 3
2. হরপা বান ও PMR বলতে কী বোঝ?
অর্থনৈতিক ভূগোল
অর্থনৈতিক ক্রিয়াকলাপ (কৃষিকাজ)
এখান থেকে দুটি প্রশ্ন আসবে যেকোনো একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের
1. সবুজ বিপ্লবের প্রধান উপাদান গুলি কি কি? 3
2. আধুনিক কৃষিতে যান্ত্রিকীকরণের দুটি করে সুফল ও কুফল লেখ? 4
3. ভারতে নীল বিপ্লবের সুবিধা কি? 3
4. ধান, গম, উৎপাদনের অনুকূল জলবায়ু ও মৃত্তিকার মধ্যে আলোচনা কর? 4
5. শ্রীলংকা নারকেল উৎপাদনে অগ্রণী কেন? 3
6. দক্ষিণ ভারতের কফি চাষের উন্নতির কারণগুলি আলোচনা কর? 3
7. শস্যাবর্তনের সংজ্ঞা দাও? শস্য সমন্বয় বলতে কী বোঝ? 2+2
শিল্প
শিল্প থেকে দুটি প্রশ্ন থাকবে যে কোন একটি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের
1. ভারতের ছোটনাগপুর মালভূমি অঞ্চলে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের কারণগুলি আলোচনা কর? 3
2. ভারতের খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের সম্ভাবনা সম্পর্কে লেখ? 5
3. রুঢ় শিল্প গড়ে ওঠার কারণগুলি আলোচনা কর? 3
4. মালয়েশিয়া রবার শিল্পে উন্নত হওয়ার কারণ কি? কাগজ শিল্পের প্রধান কাঁচামাল গুলি কি কি? 3+2
5. হুগলি শিল্পাঞ্চলে পাট শিল্পের একাদেশীভবনের কারণ কি? 4
6. পেট্রোরসায়ন শিল্প বলতে কী বোঝ? পশ্চিম ভারতের পেট্রোরসায়ন শিল্পের উন্নতির কারণগুলি আলোচনা কর? 2+ 3
7. ভারতে মোটর গাড়ি শিল্পের উন্নতির কারণ কি? 3
8. কাঁচামালের অভাব সত্ত্বেও জাপানে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার কারণ বিশ্লেষণ কর? 3
5. সোনালী চতুর্ভুজ কাকে বলে? 2
6. তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সংজ্ঞা দাও?
7. পেট্রোরসায়ন শিল্পে আমেরিকা যুক্তরাষ্ট্র উন্নত কেন? বাংলাদেশ পাট শিল্পে উন্নত হওয়ার কারণ কী? শিকড়-আলগা শিল্প বলতে কী বোঝ? 3+3+1
8. ওয়েবারের শিল্প স্থানিকতার নূন্যতম ব্যয়তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। ভারতে কাগজ শিল্পের প্রধান দুটি সমস্যা উল্লেখ করো। 5+2
জনসংখ্যা ও জনবসতি
জনসংখ্যা ও জনবসতি থেকে HS Geography Suggestion 2023 এর জন্য 2 টি প্রশ্ন থাকবে যে কোন 1 টি প্রশ্নের উত্তর দিতে হবে তোমাদের।
1. জনসংখ্যা বিস্ফোরণ কাকে বলে? 2
2. জনসংখ্যা বন্টনে পরিব্রাজনের প্রভাব আলোচনা কর? 3
3. গোষ্ঠীবদ্ধ বসতি গরে ওঠার দুটি প্রাকৃতিক কারণ লেখ? 2
4. কোন ধরনের ভৌগলিক পরিবেশের বিক্ষিপ্ত জনগোষ্ঠী গড়ে ওঠে? 3
5. ভারতের আদমশুমারি অনুযায়ী পৌর বসতির সংজ্ঞা দাও? 3
6. রৈখিক জনবসতি বলতে কী বোঝ?
7. পৃথিবীর অসম জনবন্টনের কারণগুলি আলোচনা কর? 5
8. পরিকল্পনা অঞ্চলের স্তরক্রম সম্পর্কে সংক্ষেপে আলোচনা কর? 5
9. হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণগুলি বিশ্লেষণ কর? 5
10. ম্যাক্রো বা মাইক্রো/ ক্ষুদ্র বা বৃহৎ পরিকল্পনা অঞ্চলের মধ্যে প্রভেদ কি? 3
11. পরিকল্পনা অঞ্চলের দুটি বৈশিষ্ট্য আলোচনা কর? 2
12. ছত্রিশগড়ের খনিজ সম্পদের সংক্ষিপ্ত বিবরণ দাও?