হাইকোর্টের বিচারপতিদের তালিকা PDF এই পর্বটিতে শেয়ার করলাম। Chief Justice of All High Courts in India 2023 PDF বিভিন্ন রকম প্রতিযোগিতা মূলক বা চাকরির পরীক্ষার জন্য এই তালিকাটি খুব গুরুত্বপূর্ণ। চলুন দেখে নেওয়া যাক হাইকোর্টের বিচারপতিদের তালিকা।
হাইকোর্টের বিচারপতিদের তালিকা 2023 || Chief Justice of All High Courts in India 2023 PDF
হাইকোর্টের বিচারপতিদের তালিকা 2023 |
---|
হাইকোর্ট | প্রধান বিচারপতি |
---|---|
এলাহাবাদ হাইকোর্ট | প্রীতঙ্কর দিবাকর |
অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট | প্রশান্ত কুমার মিশ্র |
বোম্বে হাইকোর্ট | সঞ্জয় ভি গঙ্গাপুরওয়ালা |
কলকাতা হাইকোর্ট | টি এস শিবজ্ঞানম |
ছত্রিশগড় হাইকোর্ট | অরূপ কুমার গোস্বামী |
দিল্লি হাইকোর্ট | সতীশ চন্দ্র শর্মা |
গুয়াহাটি হাইকোর্ট | সন্দীপ মেহতা |
গুজরাট হাইকোর্ট | অরবিন্দ কুমার |
জম্মু ও কাশ্মীর এবং লাদাখ হাইকোর্ট | এন কোটিশ্বর সিং |
হিমাচল প্রদেশ হাইকোর্ট | সাবিনা |
ঝাড়খণ্ড হাইকোর্ট | অপরেশ কুমার সিং |
কর্ণাটক হাইকোর্ট | প্রসন্ন বি ভারালে |
কেরালা হাইকোর্ট | এস মণিকুমার |
মধ্যপ্রদেশ হাইকোর্ট | রবি মালিমাথ |
মাদ্রাজ হাইকোর্ট | টি রাজা |
মণিপুর হাইকোর্ট | পি ভি সঞ্জয় কুমার |
মেঘালয় হাইকোর্ট | এম ভি মুরলীধরন |
উড়িষ্যা হাইকোর্ট | এস মুরলীধর |
পাটনা হাইকোর্ট | সঞ্জয় করোল |
পাঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট | রবিশঙ্কর ঝা |
রাজস্থান হাইকোর্ট | পঙ্কজ মিত্তাল |
সিকিম হাইকোর্ট | বিশ্বনাথ সোমাদ্দার |
তেলেঙ্গানা হাইকোর্ট | উজ্জ্বল ভূঁইয়া |
ত্রিপুরা হাইকোর্ট | যশবন্ত সিং |
উত্তরাখণ্ড হাইকোর্ট | বিপিন সাংঘী |
হাইকোর্টের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর-
1. রাজ্যের বিচার বিভাগের শীর্ষে কে রয়েছে?
উত্তর- হাইকোর্ট।
2. ভারতে বর্তমানে কয়টি হাইকোর্ট রয়েছে?
উত্তর- 25টি।
3. ভারতের নবীনতম হাইকোর্ট কোনটি?
উত্তর- তেলেঙ্গানা হাইকোর্ট (25 তম)।
4. হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি কিভাবে নিয়োগ হয়?
উত্তর- যথাযথভাবে যোগ্য ব্যক্তিদের রাষ্ট্রপতি সর্বোচ্চ 2 বছরের জন্য অতিরিক্ত বিচারক হিসাবে নিয়োগ করতে পারেন।
5. হাইকোর্টের প্রধান বিচারপতি কিভাবে নিযুক্ত হন?
উত্তর- সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ও সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপালের সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি হাইকোর্টের প্রধান বিচারপতি নিয়োগ করে।
6. সংবিধানের কোন কোন ধারায় হাইকোর্টের বিষয়টি আলোচিত হয়েছে?
উত্তর- 124-147 নং ধারায়।
7. হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য কী কী যোগ্যতা প্রয়োজন?
উত্তর- হাইকোর্টের বিচারপতি হওয়ার জন্য-
i) ভারতীয় নাগরিক হতে হবে।
ii) যেকোনো হাইকোর্টে একজন আইনজীবী হিসেবে কমপক্ষে 10 বছর একটানা কাজ করতে হবে।
iii) ভারতের যেকোনো আদালতে বিচারক হিসেবে কমপক্ষে 10 বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
8. হাইকোর্টের বিচারপতিরা কিভাবে পদচ্যুত হয়?
উত্তর- সংসদের প্রস্তাব অনুযায়ী রাষ্ট্রপতি হাইকোর্টের বিচারপতিদের পদচ্যুত করে থাকেন।
9. হাইকোর্টের বিচারপতিদের বেতন কত?
উত্তর- হাইকোর্টের প্রধান বিচারপতির বেতন 2,50,000 টাকা ও অন্যান্য বিচারপতিদের বেতন 2,25,000 টাকা।
10. হাইকোর্টের অন্যান্য বিচারপতি কিভাবে নিযুক্ত হন?
উত্তর- হাইকোর্টের প্রধান বিচারপতির সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি হাইকোর্টে অন্যান্য বিচারপতি নিয়োগ করেন।
11. দিল্লির জন্য স্বতন্ত্র হাইকোর্ট কবে গঠন করা হয়েছে?
উত্তর- 1966 খ্রিস্টাব্দে।
12. কোন হাইকোর্টের এলাকায় সর্বাধিক রাজ্য রয়েছে?
উত্তর- গৌহাটি হাইকোর্ট (অরুণাচল প্রদেশ, আসাম, মিজোরাম ও নাগাল্যান্ড 4টি রাজ্য)।
13. একমাত্র কেন্দ্রশাসিত অঞ্চলের হাইকোর্ট কোনটি?
উত্তর- দিল্লি হাইকোর্ট।
14. সংবিধানের কত নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে?
উত্তর- সংবিধানের 226 নং ধারা অনুযায়ী হাইকোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষা করতে পারে।
15. হাইকোর্টের রায়ের বিরুদ্ধে কোথায় আপিল করা যায়?
উত্তর- হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করা যায়।
16. হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স কত?
উত্তর- 62 বছর।
17. কলকাতা হাইকোর্টের এলাকা কি কি?
উত্তর- পশ্চিমবঙ্গ এবং আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ।
18. কোথা থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়?
উত্তর- রাজ্যের সঞ্চিত তহবিল থেকে হাইকোর্টের বিচারপতিদের বেতন দেওয়া হয়।