শিক্ষাশ্রী স্কলারশিপ হল একটি প্রকল্প যা শিক্ষার্থীদের শিক্ষামূলক খরচ প্রদান করে। এই স্কলারশিপ প্রদান করা হয় প্রতিষ্ঠানের অধীনে পড়াশোনার জন্য, যারা অর্থনৈতিক কঠিনতার কারণে উচ্চ শিক্ষার খরচ বোঝার ক্ষমতা রাখতে পারে না। এই প্রকল্পের মাধ্যমে দক্ষ ছাত্র-ছাত্রীদের জন্য অনেক সুযোগ সৃষ্টি করা হয়, যারা তাদের স্বপ্নস্থানে পৌঁছে যেতে চান।
শিক্ষাশ্রী স্কলারশিপ || শিক্ষাশ্রী সম্পর্কে জরুরী কথা
এই স্কলারশিপ প্রদানের মাধ্যমে সেই ছাত্র-ছাত্রীদের প্রতিভা এবং যোগ্যতা উন্নয়নের সুযোগ প্রদান করা হয়। তাদের শিক্ষামূলক খরচের মধ্যে সম্ভব হতে পারে পরিষ্কার অবস্থান প্রদান করা। এই প্রকল্পের মাধ্যমে অনেকের শিক্ষামূলক ক্ষমতা উন্নয়ন করে নেওয়া হয়েছে এবং এর ফলে একটি দক্ষ জনসাধারণ গঠন হয়েছে।
শিক্ষাশ্রী স্কলারশিপ প্রদানের সময় সঠিকভাবে নির্বাচিত ছাত্র-ছাত্রীদের সংখ্যা এবং মানসম্পন্নতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। সেই ছাত্র-ছাত্রীদের প্রশিক্ষণ এবং উন্নয়নে এই প্রকল্প অনেকটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকার এবং বিভিন্ন প্রাইভেট প্রতিষ্ঠানের এই স্কলারশিপ প্রদান করে তাদের জীবনমুখী করার পাশাপাশি দেশের উন্নয়নও সম্ভব হয়।
1. শিক্ষাশ্রী স্কলারশিপ কি?
৫ম থেকে ৮ম শ্রেণীতে পাঠরত তপশিলী জাতি ও আদিবাসী ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ। হোস্টেলের আবাসিকরা কিন্তু এই স্কলারশিপের বাইরে।
2. শিক্ষাশ্রী স্কলারশিপ কোন বিভাগ দিয়ে থাকে?
অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ ও আদিবাসী উন্নয়ন বিভাগ, পশ্চিমবঙ্গ সরকার, এই স্কলারশিপ দিয়ে থাকে, এটি পুরোপুরি রাজ্য সরকারী স্কলারশিপ। অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগ, তপশিলী জাতির ছাত্রছাত্রীদের ও আদিবাসী উন্নয়ন বিভাগ, আদিবাসী ছাত্রছাত্রীদের এই স্কলারশিপ দিয়ে থাকে।
3. শিক্ষাশ্রী স্কলারশিপ কারা পাবে?
- পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর তপঃ জাতি ও আদিবাসী পড়ুয়ারা।
- পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা।
- সরকারি/ পোষিত বা সরকারি স্বীকৃতি-প্রাপ্ত স্কুলের ছাত্র-ছাত্রীরা।
- বাৎসরিক পারিবারিক আয় ২.৫ লক্ষ টাকার নীচে।
- নিজের ব্যাঙ্ক এ্যাকাউন্ট আছে।
- অন্য কোন স্কলারশিপ প্রাপক নয়।
- পরবর্তী ক্লাসে সঠিক ভাবে উত্তীর্ণ।
- হোস্টেলে থাকে না।
4. কত টাকা স্কলারশিপ? কখন পাওয়া যায়?
ক্লাস নির্বিশেষে স্কলারশিপের পরিমাণ বাৎসরিক ৮০০ টাকা।
5. কোথায় আবেদন করতে হবে?
ছাত্র-ছাত্রী নির্দিষ্ট ফর্মে নিজের স্কুলে আবেদন করবে। ওয়েবসাইটে/ নেটেও ফর্ম পাওয়া যায়। আবেদন পেলে বিদ্যালয় এই বিষয়টি নিয়ে কাজ শুরু করে।
6. স্কলারশিপ কি নগদে পাওয়া যায়?
না, এটি ছাত্রের ব্যাঙ্ক এ্যাকাউন্টে পাঠানো হয়।
7. আয়-প্রমাণপত্র ও জাতিগত শংসাপত্র কোথায় পাবো?
i. জাতিগত শংসাপত্র মহকুমা শাসক বা কলকাতার ক্ষেত্রে DWO, কলকাতার কাছ থেকে পাওয়া যাবে ।
ii. যদি এই ধরণের জাতিগত শংসাপত্র না থাকে, তাহলে শিক্ষাশ্রীর আবেদন পত্রের নির্দিষ্ট জায়গায়, সাংসদ / বিধায়ক/ মিউনিসিপ্যাল কমিশনার/ কাউন্সিলার/ জেলা পরিষদ সদস্য/ পঞ্চায়েত সমিতির সভাপতি বা গ্রাম পঞ্চায়েত প্রধান, এই শংসাপত্র দিতে পারেন। ‘ক’-শ্রেণীর সরকারী আধিকারিকও এই শংসাপত্র দিতে পারেন।
iii. আয়-সংক্রান্ত প্রমাণপত্র ঐ একই ভাবে উপরে উল্লিখিত স্তরের পদাধিকারীরা দিতে পারেন ।
আরও পড়ুন- ঐক্যশ্রী স্কলারশিপ