Kolkata Police Admit Card 2022 সালের যেটির ফর্ম পূরণ প্রথম দিকে হয় এবং আগামী 04-06-2023 তারিখ রবিবারে কলকাতা পুলিশ (Kolkata Police 2022) পরীক্ষাটি অনুষ্ঠিত হতে চলেছে। WBPRB এর পক্ষ থেকে 2022 সালে নতুন ভ্যাকান্সির নোটিশ জারি করে, যেটির মোট আসন সংখ্যা ছিল 2200 টি।
আজকে আপনাদেরকে এই পোস্টে শেয়ার করছি Kolkata Police Admit Card Download কীভাবে করবেন তার সম্পূর্ণ পদ্ধতি।
Kolkata Police Admit Card 2023 | কলকাতা পুলিশ এডমিট কার্ড ডাউনলোড
কলকাতা পুলিশ 2022 Exam টি West Bengal Police Recruitment Board -এর তরফ থেকে 04 Jun 2023 প্রিলিমিনারী পরীক্ষাটি সম্পন্ন হতে চলেছে। 2023 এ কলকাতা পুলিশ পরীক্ষায় প্রায় 5 লক্ষ 80 হাজার চাকুরীপ্রার্থী বসবেন। কলকাতা পুলিশ 2023 পরীক্ষাটি West Bengal Police Recruitment Board খুবই সতর্কতার সাথে পরিচালনা করতে চলেছে West Bengal Police Recruitment Board।
অবশেষে অফিসিয়ালি ভাবে প্রকাশিত হলো কলকাতা পুলিশ পরীক্ষার এডমিট কার্ড। কলকাতা পুলিশ এডমিট কার্ড ডাউনলোড লিংক - KP Admit Card Download 2023 করার প্রক্রিয়াটি 20 মে আজ থেকে শুরু হবে বলে বোর্ডের তরফ থেকে জানা গেছে।
কলকাতা পুলিশ পরীক্ষা কেন্দ্রে কোন কোন ডকুমেন্টস নিয়ে যেতে হবে দেখুন:
1. পরীক্ষা কেন্দ্র আপনার একটি কালার পাসপোর্ট সাইজের ফটো নিয়ে যেতে হবে, যে ফটো দিয়ে আপনি ফর্ম পূরণ করেছো।
2. একটি কালো বল পেন।
3. প্রিন্ট আউট করা এডমিট কার্ড।
আরও পড়ুন-
কলকাতা পুলিশ পরীক্ষা কেন্দ্রে আপনি যেগুলি নিয়ে যেতে পারবেন না :
1. কোনরকম ইলেকট্রনিক মেটাল/ ডিভাইস নিয়ে যেতে পারবেন না।
2. আপানার মোবাইল , ঘড়ি, বেল্ট, যে কোন ধাতুর তৈরি জিনিস, এ.টি.এম কার্ড প্রভৃতি।
যে সমস্ত চাকুরীপ্রার্থী 2023 কলকাতা পুলিশ পরীক্ষায় অংশগ্রহণ করতে চলেছো আপনাদের সুবিধার জন্য নীচের দেওয়া লিংক থেকে কলকাতা পুলিশ এডমিট কার্ড ২০২৩ ডাউনলোড করে নিতে পারবেন।
Kolkata Police Admit Card Download Link :
1. প্রথমে পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট https://prb.wb.gov.in/ আথবা https://wbpolice.gov.in/ প্রবেশ করতে হবে।
2. দ্বিতীয়ত আপনার KP অ্যাপ্লিকেশন নম্বর ও ডেট অফ বার্থ দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করে নিতে হবে।