WBCHSE HS Result 2024
কীভাবে দেখবেন উচ্চমাধ্যমিক রেজাল্ট 2024 - How to Check HS Result 2024
HS Result 2024 West Bengal Website |
---|
Exam Board | West Bengal Council of Higher Secondary Education (WBCHSE) |
WB Higher Secondary Exam Date | 16/02/2024 |
Result Date | 08/05/2024 |
Official Website | wbchse.nic.in |
Result Website | wbresults.nic.in |
পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ শিক্ষা বোর্ড (WBCHSE) পশ্চিমবঙ্গে দ্বাদশ শ্রেণির পরীক্ষা পরিচালনা করে। বোর্ডের সদস্যরা সম্প্রতি পশ্চিমবঙ্গের দ্বাদশ শ্রেণীর পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। শিক্ষার্থীরা তাদের 2024 সালের H.S পরীক্ষার ফলাফল নিয়ে উদ্বিগ্ন। ফলাফল যাই হোক না কেন, পরীক্ষার ফলাফল শান্তভাবে গ্রহণ করা সবার জন্য গুরুত্বপূর্ণ। জীবিকা দিশারী -এর পক্ষ থেকে সকল H.S পরীক্ষার্থীদের জন্য শুভেচ্ছা রইলো। আগামী দিনে গুলিতেও তোমাদের উজ্জল ভবিষ্যতের কামনা করি।
এছাড়াও SMS-এর মাধ্যমে HS রেজাল্ট 2024 দেখা যাবে, কীভাবে দেখবেন জানুন - How To See HS Result 2024 Via SMS
1. এখনো এমনও অনেক ছাত্র ছাত্রী আছে যারা ইন্টারনেটের ব্যবহার জানে না বা খুব কম জানে অথবা অনেক ছাত্র-ছাত্রী প্রত্যন্ত গ্রামে থাকার জন্য ইন্টারনেট পরিষেবা ভাল থাকে না তারা বিনা ইন্টারনেটেই SMS-এর মাধ্যমে উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 দেখতে পারবেন-
2. SMS লিখতে হবে "WB12 <Space> Roll No" এবং এটি 54242/56263/58888 এর মধ্যে যে কোনো একটি নম্বরে পাঠিয়ে দিতে হবে। এরপর কিছুক্ষণের মধ্যেই আপনার রেজাল্ট আপনার Inbox এ চলে আসবে।
3. তবে আমরা বলব ইন্টারনেটের মাধ্যমেই রেজাল্ট দেখা বেশি ভালো কারণ SMS মাধ্যমে রেজাল্ট দেখার পদ্ধতি জটিল ও ধীর গতি সম্পন্ন।
Note: উচ্চ মাধ্যমিক রেজাল্ট 2024 লিংক টি অবশ্যই আপনার বন্ধুদের সাথে ফেসবুক, হোয়াটসঅ্যাপ এ শেয়ার করুন।