প্রাথমিক গণিত কুইজ প্রশ্ন ও উত্তর || Elementary Math Quiz Questions and Answers
ছোটদের গণিত কুইজ প্রশ্ন ও উত্তর | Easy Math Questions And Answers- আজ আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি ছোটদের গণিত কুইজ প্রশ্ন ও উত্তর। এই পোস্টে রয়েছে 18টি গুরুত্বপূর্ণ প্রাথমিক গণিত কুইজ প্রশ্ন ও উত্তর। তাই দেরী না করে গণিত প্রশ্ন ও উত্তরগুলি দেখে নিন।
প্রাথমিক গণিত কুইজ প্রশ্ন ও উত্তর
1. যোগ কাকে বলে?
উত্তর- কতকগুলি সংখ্যার সমষ্টিকরণকে যোগ বলে।
2. বিয়োগ কাকে বলে?
উত্তর- এক সংখ্যা থেকে অন্য সংখ্যা বাদ দেওয়া হলে তাকে বিয়োগ বলে।
3. গুণ কাকে বলে?
উত্তর- যোগ করার সংক্ষিপ্ত উপায়কে গুণ বলে। গুণ হল যোগ প্রক্রিয়ার একটি বিশেষ রূপ।
4. গুণের কটি অংশ ও কি কি?
উত্তর- গুণের তিনটি অংশ - গুণ্য, গুণক এবং গুণফল।
5. ভাগ কাকে বলে?
উত্তর- বিয়োগ করবার সংক্ষিপ্ত উপায়কে গুণ বলা হয়। ভাগ হল বিয়োগ প্রক্রিয়ার একটি বিশেষ রূপ।
6. ভাগের কটি অংশ ও কি কি?
উত্তর- ভাগের চারটি অংশ- ভাজ্য, ভাজক, ভাগফল ও ভাগশেষ।
7. গুণনীয়ক কাকে বলে?
উত্তর- যে রাশি দ্বারা অন্য নির্দিষ্ট রাশিকে ভাগ করলে ভাগশেষ থাকে না, তাকে গুণনীয়ক বলা হয়।
8. গুণিতক কাকে বলে?
উত্তর- যে রাশিকে অন্য নির্দিষ্ট রাশি দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে না, তাকে গুণিতক বলা হয়।
9. বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা কি কি?
উত্তর- এক অঙ্কের বৃহত্তম সংখ্যা ৯। আর এক অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা ১।
10. জোড় ও বিজোড় সংখ্যার বৈশিষ্ট্য কি?
উত্তর- সংখ্যা দুটি যদি জোড় হয়, অথবা সংখ্যা দুটি যদি বিজোড় হয়, তবে তাদের যোগফল ও বিয়োগফল জোড় সংখ্যা হয়। আর সংখ্যা দুটি যদি জোড় এবং বিজোড় হয়, তবে তাদের যোগফল এবং বিয়োগফল বিজোড় সংখ্যা হয়।
11. জ্যা বলতে কি বোঝ?
উত্তর- বৃত্তের কেন্দ্রগামী নয় অথচ পরিধির দুই বিন্দুর সংযোগকারী রেখাংশ।
12. তিন সমকোণ কাকে বলে?
উত্তর- যে কোন ত্রিভুজের তিনটি কোণের সমষ্টিকে বলে।
13. কোন চতুর্ভুজের কোণগুলির সমষ্টি কত?
উত্তর- 360°।
14. কর্ণ কাকে বলে?
উত্তর- চতুর্ভুজের কৌণিক বিন্দুগুলি যুক্ত করে যে সরলরেখা হয় তাকে কর্ণ বলে।
15. নিউটনের পুরো নাম কি?
উত্তর- স্যার আইজ্যাক নিউটন।
16. একটি চতুর্ভুজের কৌণিক বিন্দু কয়টি?
উত্তর- চারটি।
17. স্থূলকোণ কাকে বলে?
উত্তর- যে কোণ 90° থেকে বড় এবং 180° থেকে ছোট তাকে স্থূল কোণ বলে।
18. কে সর্বপ্রথম পাটীগণিত থেকে বীজগণিতকে পৃথক করেন?
উত্তর- শ্রীধরাচার্য।
কুইজ দিন
ReplyDelete