Kolkata Port Trust Recruitment 2023: কলকাতা বন্দরে কর্মী নিয়োগ 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। কলকাতা বন্দর চাকরির অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Kolkata Port Trust Recruitment 2023 Kolkata Port Trust Vacancies 2023 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
| |
|
|
বয়স সীমা (01-06-2023 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা এই পদগুলিতে আবেদন করার জন্য প্রার্থীকে যেকোনো সরকারি স্বীকৃত প্রতিষ্ঠান/ কলেজ/ বিশ্ববিদ্যালয়/ ডিমড বিশ্ববিদ্যালয় থেকে এমবিবিএস হতেই হবে। একই সঙ্গে এমডি/ডিএনবি কিংবা এই ধরনের অন্য কোনও যোগ্যতা। এবিষয়ে আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করতে পারেন।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
অ্যাসিসট্যান্ট ম্যানেজার, অ্যাসিসট্যান্ট ডিরেক্টর, অফিসার, মেডিক্যাল অফিসার |
অফিসিয়াল নোটিশ দেখুন |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
আবেদনের লিঙ্ক |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
কলকাতা বন্দরে কর্মী নিয়োগের ইন্টারভিউয়ের তারিখ
- 9 জুলাই ওয়াই ইন ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য প্রার্থীকে বেছে নেওয়া হবে। সকাল 11 টা থেকে 1 টা পর্যন্ত ইন্টারভিউয়ের জন্যে চূড়ান্ত সময়সীমা ধার্য করা হয়েছে। সংশ্লিষ্ঠ ঠিকানাতে পৌঁছে যেতে হবে।
কলকাতা বন্দরে কর্মী নিয়োগের আবেদন পদ্ধতি
- তবে আবেদন ( Kolkata Port Trust Recruitment 2023) করতে হবে ফোন করে। নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে একটি ফোন নম্বর দেওয়া হয়েছে। আর সেখানেই ফোন করেই রেজিস্টার করতে হবে। আর তা করতে আগামী ৮ জুলাইয়ের আগে। এবিষয়ে আরও বিস্তারিত জানার জন্য Official Notification -এ ক্লিক করুন।
কলকাতা বন্দরে কর্মী নিয়োগের বেতন (প্রতি মাসে)
- নির্বাচিত প্রার্থীরা মাসিক গড় বেতন পাবেন সর্বনিম্ন 40,000/- টাকা।