Ads Area


বিপুল সংখ্যক বিদুৎ বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো || Power Department Recruitment 2023

Top Post Ad

Power Department Recruitment : বিদুৎ বিভাগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। ছেলে ও মেয়ে উভয় প্রার্থী সংশ্লিষ্ট নিয়োগের ক্ষেত্রে আবেদন করতে পারবেন। Power Department Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।

বিপুল সংখ্যক বিদুৎ বিভাগে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হলো || Power Department Recruitment 2023


Power Department Recruitment 2023

Power Department Vacancies 2023

Jibikadisari.com চাকরির খবর

চাকরির বিবরণ

  • পদের নাম: এইচআর এক্সিকিউটিভ, সিএসআর এক্সিকিউটিভ, জনসংযোগ সহকারী, আইটিআই - ইলেকট্রিশিয়ান, ডিপ্লোমা (ইলেকট্রিকাল), ডিপ্লোমা (সিভিল), স্নাতক (সিভিল), আইন নির্বাহী, সচিবালয় সহকারী, স্নাতক (বৈদ্যুতিক), স্নাতক (কম্পিউটার বিজ্ঞান), স্নাতক (ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)
  • চাকুরির স্থান: পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন রাজ্যে
  • শূন্যপদ সংখ্যা: 1035
  • আবেদন পদ্ধতি: অনলাইন

      গুরুত্বপূর্ণ তারিখ

      • আবেদন শেষ: 31/07/2023

            আবেদন ফি

            • জেনারেল/ ওবিসি: অফিসিয়াল নোটিশ দেখুন
            • এসসি / এসটি / P.W.D. & Ex-serviceman: অফিসিয়াল নোটিশ দেখুন


            [ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং এর মাধ্যমে পরীক্ষার ফি প্রদান করুন]

                বয়স সীমা (01-07-2023 অনুযায়ী)

                • সর্বনিম্ন বয়স: 18 বছরের বেশি হলে আবেদন করতে পারবেন।

                  যোগ্যতা

                    যে সমস্ত বেকার যুবক যুবতীরা উপরোক্ত পদে আবেদন করতে ইচ্ছুক তাদের পদ অনুযায়ী যোগ্যতা আলাদা হতে হবে। এক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক পাশ বা তার সমতুল্য যোগ্যতা অর্জন করতে হবে এবং উচ্চ পদের ক্ষেত্রে আইটিআই বা ডিগ্রি বা ডিপ্লোমা পাশ করতে হবে।



                  শূন্যপদের বিবরণ

                  পদের নাম

                  মোট

                  এইচআর এক্সিকিউটিভ, সিএসআর এক্সিকিউটিভ, জনসংযোগ সহকারী, আইটিআই - ইলেকট্রিশিয়ান, ডিপ্লোমা (ইলেকট্রিকাল), ডিপ্লোমা (সিভিল), স্নাতক (সিভিল), আইন নির্বাহী, সচিবালয় সহকারী, স্নাতক (বৈদ্যুতিক), স্নাতক (কম্পিউটার বিজ্ঞান), স্নাতক (ইলেকট্রনিক্স/টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং)

                  1035

                  প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন

                  গুরুত্বপূর্ণ লিঙ্ক

                  আবেদনের লিঙ্ক

                  ক্লিক করুন

                  অফিসিয়াল নোটিশ

                  ক্লিক করুন

                  অফিসিয়াল ওয়েবসাইট

                  ক্লিক করুন


                  বিদুৎ বিভাগ নিয়োগের আবেদন পদ্ধতি

                  এক্ষেত্রে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইন আবেদন লিঙ্ক নিচে দেওয়া হবে অথবা অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করতে হবে।

                  1. প্রথমে রেজিষ্ট্রেশন করতে হবে।

                  2. নিজের বৈধ ইমেইল ও মোবাইল নম্বর দিয়ে লগইন করে সম্পূর্ণ ফর্ম পূরন করতে হবে।

                  3. সবকিছু ঠিকঠাক থাকলে ফাইনাল সাবমিট করতে হবে।

                  Below Post Ad

                  Tags

                  Post a Comment

                  0 Comments
                  * Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.