Rail India Technical and Economic Services Recruitment 2023: ভারতীয় রেল মন্ত্রক Rail India Technical and Economic Services Recruitment 2023 এর জন্য সর্বশেষ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে আবেদনের জন্য আহ্বান করা হচ্ছে। Rail India Technical and Economic Services Recruitment 2023 এর অন্যান্য বিবরণ যেমন প্রয়োজনীয় বয়স সীমা, শিক্ষাগত যোগ্যতা, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন ফি এবং কিভাবে আবেদন করতে হবে তা নিচে দেওয়া হল।
Rail India Technical and Economic Services Recruitment 2023 Rail India Technical and Economic Services Vacancies 2023 Jibikadisari.com চাকরির খবর |
|
চাকরির বিবরণ
|
|
গুরুত্বপূর্ণ তারিখ
|
|
|
|
বয়স সীমা (01-06-2023 অনুযায়ী)
[সরকারি নিয়ম অনুযায়ী SC, ST, OBC এবং PWD- এর জন্য বয়সের ছাড় প্রযোজ্য] |
|
যোগ্যতা Supervisor cus Construction Manager- ভারতের যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ব্যাচেলার ডিগ্রী থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। Drftsman- যেকোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ সহ ট্রেডম্যান সিপ, সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট, ড্রাফসম্যান, সার্ভেয়র, CAD অপারেটর ইন অটোক্যাড, সিভিল, মেকানিক্যাল, ফিটার, মেসিনিস্ট টার্নার ইত্যাদি ট্রেডে পাশ করে থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্বের অভিজ্ঞতা থাকতে হবে। Quality Assurance and Control Engineer- যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, পাওয়ার সাপ্লাই, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল, ইন্ডাস্ট্রিয়াল ইলেকট্রনিক্স, ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টেশন, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স, ডিজিটাল ইলেকট্রনিক্স, পাওয়ার ইলেক্ট্রনিক্স ইত্যাদি বিষয়ে ব্যাচেলার ডিগ্রি থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। Field Quality Control Engineer- যে কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় অথবা প্রতিষ্ঠান থেকে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল অথবা সমতুল্য বিষয়ে পূর্ণ সময়ের ডিপ্লোমা কোর্স করা থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজের ক্ষেত্রে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে।
|
|
শূন্যপদের বিবরণ |
|
পদের নাম |
মোট |
Supervisor cus Construction Manager Drftsman Quality Assurance and Control Engineer Field Quality Control Engineer |
09 টি। (UR - 5 টি, SC - 1 টি, OBC - 3 টি।) 20 টি। (UR - 11 টি, SC - 2 টি, ST - 1 টি, OBC - 5 টি, EWS - 1টি।) 20 টি। (UR - 11 টি, SC - 2 টি, ST - 2 টি, OBC - 4 টি, EWS - 1টি।) 80 টি। (UR - 35 টি, SC - 11 টি, ST - 6 টি, OBC - 21 টি, EWS - 7টি।) |
প্রিয় প্রার্থীরা, এই চাকরিতে আবেদন করার আগে অনুগ্রহ করে নির্দেশ, এবং বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ুন |
|
গুরুত্বপূর্ণ লিঙ্ক |
|
আবেদনের লিঙ্ক |
|
অফিসিয়াল নোটিশ |
|
অফিসিয়াল ওয়েবসাইট |
Rail India Technical and Economic Services নিয়োগের বেতন (প্রতি মাসে)
- Supervisor cus Construction Manager- 24,040
- Drftsman- 14,317/- টাকা।
- Quality Assurance and Control Engineer- 30,000/- টাকা।
- Field Quality Control Engineer- 17,853/- টাকা।
Rail India Technical and Economic Services নিয়োগের ইন্টারভিউয়ের স্থান
AB-435, Block-A, Nirman Nagar, Jaipur, Rajasthan-302019
Rail India Technical and Economic Services পরীক্ষার গুরুত্বপূর্ণ তারিখ
- আবেদনের শুরুর তারিখ: 26.06.2023
- আবেদনের শেষ তারিখ: 04.07.2023
- পরীক্ষার তারিখ: পরে আপডেট
- প্রবেশপত্র ডাউনলোডের তারিখ: পরীক্ষার তারিখের 10 দিন আগে।
Rail India Technical and Economic Services চাকরির জন্য অনলাইনে কিভাবে আবেদন করবেন?
- অফিসিয়াল ওয়েবসাইট পোর্টাল দেখুন।
- নিয়োগ বিভাগে যান এবং Recruitment লিঙ্কে ক্লিক করুন।
- আপনার ইমেইল এবং মোবাইল নম্বর ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন।
- এখন সাবধানে আবেদন ফর্ম পূরণ করুন।
- প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন [জন্ম তারিখ/পরিচয়/যোগ্যতা/জাতিগত প্রমাণ/ছবি/মোবাইল নং ইত্যাদি]।
- অবশেষে আপনি এই অ্যাপ্লিকেশনটির একটি হার্ড কপি ডাউনলোড এবং প্রিন্টআউট নিতে সক্ষম হবেন।
Rail India Technical and Economic Services পরীক্ষার এডমিট প্রকাশের তারিখ
- Rail India Technical and Economic Services পরীক্ষার এডমিট পরীক্ষার 10-15 দিন আগে পাওয়া যাবে।
- প্রার্থীরা https://www.rites.com/ পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের এডমিট ডাউনলোড করতে পারবেন। প্রার্থীদের ঠিকানায় কোনো এডমিট পাঠানো হবে না।
- অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে প্রার্থীদের জন্ম তারিখ এবং সঠিক নিবন্ধন আইডি ব্যবহার করতে হবে।
- পরীক্ষার হলে অবশ্যই এডমিট নিয়ে প্রবেশ করতে হবে
[বি: দ্র: পরীক্ষা হলে অবশ্যই স্বচিত্র পরিচয় পত্র (আধার কার্ড/ভোটার কার্ড/পাসপোর্ট ইত্যাদি) বহন করুন]