সুপ্রিয় পাঠকগন আমাদের এই নতুন পোষ্টে স্বাগতম, এই পর্বটিতে বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ইতিহাস প্রশ্ন উত্তর সম্পর্কে নিঁখুত ভাবে আলোচনা করেছি, যা আপনাদের বিভিন্ন পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে।
বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা ইতিহাস প্রশ্ন উত্তর
1. নিচের কোনটি হিন্দুধর্মের বৈশিষ্ট্য নয়?
(A) বেদের প্রতি আনুগত্য
(B) ঈশ্বরে বিশ্বাস
(C) অহিংসা নীতি
(D) প্রার্থনা ও আচারবিধির প্রাধান্য
উত্তর: অহিংসা নীতি
2. 'বুদ্ধচরিতের' রচয়িতা কে?
(A) বুদ্ধঘোষ
(B) অশ্বঘোষ
(C) বসুমি
(D) লোপামুদ্রা
উত্তর: অশ্বঘোষ
3.মূর্তি পূজার নিদর্শন কোন যুগে পাওয়া যায়?
(A) বৈদিক
(B) প্রাক-আর্য
(C) মৌর্য
(D) কুষাণ
উত্তর: প্রাক-আর্য
4. কবে প্রথম মহেন-জো-দারো আবিস্কৃত হয়?
(A) 1882 খ্রিষ্টাব্দ
(B) 1892 খ্রিষ্টাব্দ
(C) 1922 খ্রিষ্টাব্দ
(D) 1932 খ্রিষ্টাব্দ
উত্তর: 1922 খ্রিষ্টাব্দ
5. বৌদ্ধ ঐতিহাসিক তারানাথ কোন দেশের?
(A) চিন
(B) মঙ্গোলিয়া
(C) তিব্বত
(D) সুমাত্রা
উত্তর: তিব্বত
6. হর্ষবর্ধনের রাজত্বকালে মহামোহখেএ কোথায় ঘুম হয়?
(A) নালন্দা
(B) পুরুষপুর
(C) সাঁচী
(D) প্রয়াগ
উত্তর: প্রয়াগ
7. কোন মহিলা বেদের কিছু স্তোত্র রচনা করেছিলেন?
(A) খনা
(B) সাবিত্রী
(C) গার্গী
(D) লীলাবতী
উত্তর: গার্গী
8. কোন মহাপুরুষের জন্ম এবং মৃত্যু বৈশাখী পূর্ণিমার দিনে বলেই জানা গেছে?
(A) বুদ্ধদেব
(B) মহাবীর
(C) শংকরাচার্য
(D) চৈতন্য
উত্তর: বুদ্ধদেব
9. প্রাচীন আর্যদের সময় গ্রামের প্রধানকে কী বলা হয়?
(A) গ্ৰামণী
(B) গ্রামমুখ
(C) পাঞ্চাল
(D) বালি
উত্তর: গ্রামণী
10. উপনিষদের মূল বিষয়বস্তু কী?
(A) দর্শন
(B) যোগ
(C) আইন নীতি
(D) ধর্ম
উত্তর: দর্শন
11. ভারতের বাইরে প্রথম কোন দেশে বৌদ্ধ ধর্ম বিস্তৃত হয়েছিল?
(A) কম্বোডিয়া
(B) থাইল্যান্ড
(C) শ্রীলঙ্কা
(D) চিন
উত্তর: শ্রীলঙ্কা
12. কার রাজত্বকালে বৌদ্ধধর্মাবলম্বীরা হীনযান ও মহাযান নামে দুটি সম্প্রদায়ে বিভক্ত হয়?
(A) হর্ষবর্ধন
(B) কনিস্ক
(C) সমুদ্রগুপ্ত
(D) অশোক
উত্তর: কনিস্ক
13. আর্যদের ব্যবহৃত দুটি মুদ্রার নাম কী?
(A)' নিস্ক' ও 'মনা'
(B)' বৃহ' ও 'কারা'
(C) 'ঋক' ও 'তাম্র'
(D) 'কুরুস' ও 'কল্প'
উত্তর: 'নিস্ক' ও 'মনা'
14. বুদ্ধের বাণী নিচের কোনটিকে সমর্থন করে না?
(A) বেদের আচরণ-বীধি
(B) কঠোর তপশ্চর্যা
(C) ঈশ্বর-কল্পনা
(D) বর্ণপ্রথা
উত্তর: বর্ণপ্রথা
15. প্রথম কোন সম্রাট তাঁর মুদ্রার ওপরে বুদ্ধদেবের প্রতিকৃতি খোদিত করেন?
(A) হর্ষবর্ধন
(B) অশোক
(C) কনিস্ক
(D) সমুদ্রগুপ্ত
উত্তর: কনিস্ক
16. ঋগ্বেদে কতগুলি স্তোত্র আছে?
(A) 224
(B) 864
(C) 1028
(D) 1800
উত্তর: 1028
17. কোন বেদে গায়ত্রী মন্ত্র রচিত আছে?
(A) সামবেদ
(B) যজুর্বেদ
(C) অর্থববেদ
(D) ঋগ্বেদে
উত্তর: ঋগ্বেদে
18. সিন্ধুসভ্যতায় নীচের কোন জন্তুর কোন উল্লেখ পাওয়া যায়নি?
(A) গোরু
(B) উট
(C) ঘোড়া
(D) হাতি
উত্তর: ঘোড়া
19. শকাব্দ কবে থেকে শুরু হয়েছিল?
(A) 78 খ্রিষ্টাব্দ
(B) 4খ্রিস্টপূর্ব জবে
(C) 76খ্রিষ্টাব্দ
(D) 76খ্রিস্টপূর্ব
উত্তর: 78 খ্রিষ্টাব্দ
20. কোন রাজবংশের বিখ্যাত রাজার নাম জয়পাল?
(A) পাল বংশ
(B) সেন বংশ
(C) মৌর্য বংশ
(D) শাহী বংশ
উত্তর: শাহী বংশ
21. গীতগোবিন্দ কে রচনা করেছিলেন?
(A) সুরদাস
(B) জয়দেব
(C) বিদ্যাপতি
(D) শ্রীচৈতন্য
উত্তর: জয়দেব
22. আলেকজান্ডারের শিক্ষাগুরু কে ছিলেন?
(A) সক্রেটিস
(B) হোমার
(C) অ্যারিস্টোটল
(D) প্লেটো
উত্তর: অ্যারিস্টোটল
23. কনিষ্ক সাম্রাজ্যের রাজধানী কোথায় ছিল?
(A) পাটলিপুত্র
(B) কনৌজ
(C) তক্ষশীলা
(D) পেশোয়ার
উত্তর: পেশোয়ার
24. 'দি ইন্ডিকা' কে লিখেছিলেন?
(A) আলেকজান্ডার
(B) পতঞ্জলি
(C) হিউয়েন সাঙ
(D) মেগাস্থিনিস
উত্তর: মেগাস্থিনিস
25. 'শকাব্দের' প্রবর্তক কে?
(A) রুদ্রদমন
(B) বিক্রমাদিত্য
(C) কনিষ্ক
(D) অশোক
উত্তর কনিষ্ক
26. নাগার্জুন কে ছিলেন?
(A) দাক্ষিণাত্যের হিন্দু রাজা
(B) একজন বৌদ্ধ দার্শনিক
(C) বৈদিক যুগের একজন ঋষি
(D) জৈন ধর্মের তীর্থঙ্কর
উত্তর: একজন বৌদ্ধ দার্শনিক
27. মহাবীর ছিলেন -
(A) প্রথম তীর্থঙ্কর
(B) বিংশতিতম তীর্থঙ্কর
(C) তেইশতম তীর্থঙ্কর
(D) চব্বিশতম তীর্থঙ্কর
উত্তর চব্বিশতম তীর্থঙ্কর
28. 'পঞ্চতন্ত্র' কে রচনা করেছিলেন?
(A) পাণিনি
(B) ভারবী
(C) বানভট্ট
(D) বিষ্ণুশর্মা
উত্তর: বিষ্ণুশর্মা
29. সমুদ্রগুপ্তের নানা বিবরণ সমৃদ্ধ 'এলাহাবাদ প্রশস্তি' কে রচনা করেছিলেন?
(A) শূদ্রক
(B) হরিষেণ
(C) ভবভূতি
(D) বসুবন্ধু
উত্তর: হরিষেণ
30. কোন রাজার প্রধানমন্ত্রী নাম কৌটিল্য?
(A) চন্দ্রগুপ্ত মৌর্য
(B) চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য
(C) হর্ষবর্ধন
(D) অশোক
উত্তর: চন্দ্রগুপ্ত মৌর্য
31. অশোকের রাজত্বকাল কত শতাব্দীতে?
(A) খ্রিষ্টপূর্ব দ্বিতীয় শতাব্দি
(B) খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দি
(C) দ্বিতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
(D) তৃতীয় শতাব্দী খ্রিস্টাব্দ
উত্তর: খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দি
32. 'বৃহৎ সংহিতা'কার রচনা?
(A) রাহমিহির
(B) শূদ্রক
(C) বানভট্ট
(D) হরিসেন
উত্তর: বরাহমিহির
33. সম্রাট অশোকের শিলালিপি থেকে তাকে অন্য কি নামে উল্লেখ করা হয়েছে?
(A) চক্রবর্তী
(B) ধর্মকীর্তি
(C) শৌর্যদিত্য
(D) প্রিয়দর্শী
উত্তর: প্রিয়দর্শী
34. হর্ষবর্ধন এর জীবনী 'হর্ষচরিত' কার লেখা?
(A) ফা-হিয়েন
(B) বানভট্ট
(C) অশ্বঘোষ
(D) হিউয়েন সাঙ
উত্তর: বানভট্ট
35. বঙ্গদেশে কলিঙ্গ প্রথা কে প্রবর্তন করেছিলেন?
(A) ধর্মপাল
(B) বিজয় সেন
(C) বল্লাল সেন
(D) শশাঙ্ক
উত্তর: বল্লাল সেন
36. নিচের কোন শাসক 'মহারাজাধিরাজ' উপাধিতে ভূষিত ছিলেন?
(A) কনিষ্ক
(B) চন্দ্রগুপ্ত মৌর্য
(C) অশোক
(D) সমুদ্রগুপ্ত
উত্তর: সমুদ্রগুপ্ত
37. কাশ্মীরের ইতিহাস নিয়ে রচিত বইটির নাম কি?
(A) কাশ্মীর সমগ্র
(B) রাজতরঙ্গিনী
(C) রাজচক্রবর্তী
(D) হিমাদ্রিপঞ্জী
উত্তর: রাজতরঙ্গিনী
38. কার রাজসভা 'নবরত্ন'-র জন্য বিখ্যাত ছিল?
(A) হর্ষবর্ধন
(B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
(C) অশোক
(D) সমুদ্রগুপ্ত
উত্তর: দ্বিতীয় চন্দ্রগুপ্ত
39. নন্দ বংশের শক্তিকে কোথায় পরাভূত করে চন্দ্রগুপ্ত মৌর্য নিজেকে প্রতিষ্ঠা করেছিলেন?
(A) তক্ষশীলা
(B) কনৌজ
(C) মগধ
(D) উজ্জয়িনী
উত্তর: মগধ
40. কাকে 'ভারতের নেপোলিয়ন' আখ্যা দেওয়া হয়েছে?
(A) সমুদ্রগুপ্ত
(B) অশোক
(C) চন্দ্রগুপ্ত
(D) হর্ষবর্ধন
উত্তর: সমুদ্রগুপ্ত
41. আরবরা কত খ্রিস্টাব্দে সিন্ধু জয় করেছিলেন?
(A) 1001 খ্রিস্টাব্দে
(B) 1018 খ্রিস্টাব্দে
(C) 712 খ্রিস্টাব্দে
(D 760 খ্রিস্টাব্দে
উত্তর: 712 খ্রিস্টাব্দে
আরও পড়ুন-